কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজারের টেকনাফে নিখোঁজের ৯ ঘণ্টা পর এক শিশুর বস্তাবন্দী মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার রাত ৯টায় উপজেলার সাবরাং ইউনিয়নের ডাঙ্গুরপাড়া থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়।
নিহত তাহমিনা আক্তার (৭) ডাঙ্গুরপাড়া এলাকার আব্দুল জলিলের মেয়ে। সে স্থানীয় একটি নুরানি মাদ্রাসার প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল।
নিহতের গলায় আঘাতের ধরন দেখে পুলিশ ধারণা করছে, শিশুটিকে শ্বাসরোধে মৃত্যু নিশ্চিতের পর মৃতদেহ বস্তাবন্দী করে ফেলে দেওয়া হয়। টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন এসব তথ্য নিশ্চিত করেছেন।
মৃতের স্বজন ও স্থানীয়দের বরাতে মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, শনিবার সকালে তাহমিনা আক্তার মাদ্রাসায় পড়তে যায়। বেলা ১১টায় মাদ্রাসা থেকে বাড়ি ফিরে প্রতিবেশী অন্য শিশুদের সঙ্গে খেলাধুলা করতে বের হয়। দুপুরের পরও তাহমিনা বাড়িতে না ফেরায় স্বজনেরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করে। পরে সন্ধান না পাওয়ায় গাড়িতে করে মাইকিংয়ের মাধ্যমেও খোঁজা হয় শিশুটিকে।
ওসি বলেন, রাত ৯টায় শাহপরীর দ্বীপের ডাঙ্গুরপাড়ায় রাস্তার পাশে স্থানীয়রা একটি বস্তা অস্বাভাবিকভাবে পড়ে থাকতে দেখে। পরে তারা বস্তাটি খুলে একটি মেয়েশিশুর মৃতদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করেছে। মৃতের গলায় আঘাতের চিহ্ন রয়েছে। শরীরের অন্য কোথাও আঘাতের চিহ্ন না থাকায় পুলিশের ধারণা শিশুটিকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।
নিহত শিশুর স্বজনদের উদ্ধৃতি দিয়ে ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন জানান, শিশুটির মা-বাবার সঙ্গে কারও কোনো শত্রুতা নেই। তার পরও কারা, কী কারণে এ খুনের ঘটনা ঘটিয়েছে এ ব্যাপারে পুলিশ তদন্ত শুরু করেছে।
নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওসি।
কক্সবাজারের টেকনাফে নিখোঁজের ৯ ঘণ্টা পর এক শিশুর বস্তাবন্দী মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার রাত ৯টায় উপজেলার সাবরাং ইউনিয়নের ডাঙ্গুরপাড়া থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়।
নিহত তাহমিনা আক্তার (৭) ডাঙ্গুরপাড়া এলাকার আব্দুল জলিলের মেয়ে। সে স্থানীয় একটি নুরানি মাদ্রাসার প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল।
নিহতের গলায় আঘাতের ধরন দেখে পুলিশ ধারণা করছে, শিশুটিকে শ্বাসরোধে মৃত্যু নিশ্চিতের পর মৃতদেহ বস্তাবন্দী করে ফেলে দেওয়া হয়। টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন এসব তথ্য নিশ্চিত করেছেন।
মৃতের স্বজন ও স্থানীয়দের বরাতে মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, শনিবার সকালে তাহমিনা আক্তার মাদ্রাসায় পড়তে যায়। বেলা ১১টায় মাদ্রাসা থেকে বাড়ি ফিরে প্রতিবেশী অন্য শিশুদের সঙ্গে খেলাধুলা করতে বের হয়। দুপুরের পরও তাহমিনা বাড়িতে না ফেরায় স্বজনেরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করে। পরে সন্ধান না পাওয়ায় গাড়িতে করে মাইকিংয়ের মাধ্যমেও খোঁজা হয় শিশুটিকে।
ওসি বলেন, রাত ৯টায় শাহপরীর দ্বীপের ডাঙ্গুরপাড়ায় রাস্তার পাশে স্থানীয়রা একটি বস্তা অস্বাভাবিকভাবে পড়ে থাকতে দেখে। পরে তারা বস্তাটি খুলে একটি মেয়েশিশুর মৃতদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করেছে। মৃতের গলায় আঘাতের চিহ্ন রয়েছে। শরীরের অন্য কোথাও আঘাতের চিহ্ন না থাকায় পুলিশের ধারণা শিশুটিকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।
নিহত শিশুর স্বজনদের উদ্ধৃতি দিয়ে ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন জানান, শিশুটির মা-বাবার সঙ্গে কারও কোনো শত্রুতা নেই। তার পরও কারা, কী কারণে এ খুনের ঘটনা ঘটিয়েছে এ ব্যাপারে পুলিশ তদন্ত শুরু করেছে।
নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওসি।
আমের রাজধানী হিসেবে খ্যাত চাঁপাইনবাবগঞ্জে শিলাবৃষ্টি হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে কয়েক মিনিট ধরে চলা এ বৃষ্টিতে আম ও ধানের ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। কৃষি বিভাগ বলছে, আম ও ধানের কিছুটা ক্ষয়ক্ষতি হয়েছে। তবে কী পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে, তা নিরূপণ করা সম্ভব হয়নি।
১৬ মিনিট আগেরাজশাহীতে এক নারীর ঘর থেকে পুলিশের এক কনস্টেবলকে ধরে থানায় সোপর্দ করেছেন স্থানীয় বাসিন্দারা। গতকাল বুধবার মধ্যরাতে নগরীর তালাইমারি বাদুড়তলা এলাকায় এ ঘটনা ঘটে। আজ বৃহস্পতিবার দুপুর পর্যন্ত তিনি মতিহার থানা–পুলিশের হেফাজতে ছিলেন।
২০ মিনিট আগেরাজশাহীর নন্দনগাছী রেলস্টেশনে আন্তনগর এক্সপ্রেস ট্রেনের স্টপেজের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছেন চারঘাট ও বাঘা উপজেলার জনগণ। আজ বৃহস্পতিবার নন্দনগাছী স্টেশনে বরেন্দ্র এক্সপ্রেস ও লোকাল ট্রেন সাময়িকভাবে থামিয়ে এই বিক্ষোভ করেন তাঁরা।
৩২ মিনিট আগেপটুয়াখালীর বাউফল উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হামলায় আহত মো. শাহ আলম রাঢ়ী (৫০) নামের এক ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আজ বৃহস্পতিবার (১ মে) সকালে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাঁর মৃত্যু হয়। শাহ আলম উপজেলার সদর ইউনিয়নের গোসিংগা গ্রামের বাসিন্দা।
৩৭ মিনিট আগে