Ajker Patrika

ভোটার আনার দা‌য়িত্ব আমার নয়: রিটা‌র্নিং কর্মকর্তা

নিজস্ব প্রতি‌বেদক, ব্রাহ্মণবাড়িয়া থে‌কে
আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৩, ১৩: ৫৮
ভোটার আনার দা‌য়িত্ব আমার নয়: রিটা‌র্নিং কর্মকর্তা

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল ও আশুগঞ্জ) আসনের উপনির্বাচনে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. শাহগী‌র আলম বলেছেন, ‘কেন্দ্রে ভোটার আনার দা‌য়িত্ব নির্বাচন কর্মকর্তার নয়। এটা প্রার্থীদের কাজ।’  

আজ বুধবা‌র সরাইল অন্নদা সরকারি উচ্চবিদ্যালয় কেন্দ্র পরিদর্শনে আসেন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. শাহগীর আলম। পরে তিনি উপস্থিত সাংবাদিকদের এসব কথা বলেন। সকাল থেকেই প্রায় প্রতি‌টি কেন্দ্রই ফাঁকা দেখা যায়। ভোটার উপ‌স্থি‌তি অনেকটা কম।

এ প্রসঙ্গে শাহগীর আলম বলেন, ‘ভোটার আনা রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব নয়৷ এটি প্রার্থীদের দায়িত্ব। ভোটার উপস্থিতি কম হওয়ার পেছনে আবহাওয়া একটি কারণ হতে পারে, প্রার্থীরা ভোটারদের মোটিভেট করতে পারেননি, সেটাও হতে পারে। রিটার্নিং কর্মকর্তা আইনশৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করবেন৷ ইভিএমে কোনো সমস্যা হলে তা ঠিক করার জন্য দুই উপজেলায় ১০টি টেকনিক্যাল রেসপন্স টিম (কারিগরি সহায়ক দল) কাজ করছে।’

সকাল সাড়ে ৮টায় ভোট গ্রহণ শুরু হয়েছে। সরাইল ও আশুগঞ্জ উপজেলার ১৭টি ইউনিয়ন নিয়ে গঠিত ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের মোট ভোটার ৩ লাখ ৭৩ হাজার ৩১৯ জন। মোট ১৩২টি কেন্দ্রর ৮২৬টি ভোটকক্ষে ভোট গ্রহণ চলছে। সব কেন্দ্রে ভোট গ্রহণ হচ্ছে ইভিএম পদ্ধতিতে।

সাত‌টি কেন্দ্র ঘুরে দেখা গেছে, প্রথম দুই ঘণ্টায় ভোটার উপস্থিতি একেবারেই কম। কোনো কোনো কক্ষে প্রথম দুই ঘণ্টায় একটি ভোটও পড়েনি৷

 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

জনবল-সরঞ্জাম বেশি হলেও সমরশক্তিতে ভারত কি পাকিস্তানের চেয়ে এগিয়ে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত