Ajker Patrika

চট্টগ্রামে মাদক মামলায় যুবকের ৫ বছরের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রামে মাদক মামলায় যুবকের ৫ বছরের কারাদণ্ড

চট্টগ্রামে মাদক মামলায় মো. নজরুল ইসলাম (২৬) নামে এক যুবককে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। গতকাল সোমবার চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ শরীফুল আলম ভূঁঞার আদালত এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত যুবক কক্সবাজার জেলার টেকনাফ থানার বালুখালী এলাকার বাসিন্দা।

আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মো. নোমান চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, ‘চারজন সাক্ষীর সাক্ষ্য–প্রমাণের ভিত্তিতে মামলায় অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত মো. নজরুল ইসলাম প্রকাশ শহীদুল্লাহকে পাঁচ বছর সশ্রম কারাদণ্ড, পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন।’

মামলার নথি থেকে জানা যায়, ২০১৬ সালে নগরের বাকলিয়া থানার নতুন ব্রিজ এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মো. নুরুল ইসলাম প্রকাশ শহীদুল্লাহকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে ৫০০টি ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় বাকলিয়া থানায় মামলা হলে তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দিলে ২০২২ সালের ২ মার্চ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন ও বিচার প্রক্রিয়া শুরু হয়।

রাষ্ট্রপক্ষের আইনজীবী মোহাম্মদ আবু ঈসা আজকের পত্রিকাকে বলেন, ‘ইয়াবাসহ গ্রেপ্তারের পর নজরুল জামিনে গিয়ে পলাতক ছিলেন। রায়ের পর তাঁর বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করা হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অরকার আক্রমণে তরুণী প্রশিক্ষকের মৃত্যু, ভাইরাল ভিডিওটি সম্পর্কে যা জানা গেল

জি এম কাদেরের সাংগঠনিক কার্যক্রমে নিষেধাজ্ঞা ও মামলা প্রত্যাহার

ভারতকে পাকিস্তানি সেনাপ্রধানের পারমাণবিক যুদ্ধের হুমকি, যা বলল যুক্তরাষ্ট্র

প্লট–ফ্ল্যাট বরাদ্দে সচিব, এমপি, মন্ত্রী, বিচারপতিসহ যাঁদের কোটা বাতিল

জর্ডান-মিসরকে নিয়ে বৃহত্তর ইসরায়েল প্রতিষ্ঠা করতে চান নেতানিয়াহু

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত