Ajker Patrika

কুমিল্লার টিভি সাংবাদিক সমিতির নতুন কমিটি

কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লার টিভি সাংবাদিক সমিতির নতুন কমিটি

টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, কুমিল্লার কমিটি (২০২৪-২০২৬) গঠন করা হয়েছে। নতুন কমিটিতে একুশে টেলিভিশনের জেলা প্রতিনিধি হুমায়ুন কবির রনিকে পুনরায় সভাপতি, নাগরিক টিভি ও আজকের পত্রিকার জেলা প্রতিনিধি দেলোয়ার হোসাইন আকাইদকে সাধারণ সম্পাদক করা হয়েছে। 
 
গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে সংগঠনের এক সাধারণ সভায় টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সদস্যদের উপস্থিতিতে আগামী দুই বছরের জন্য এ কমিটি গঠন করা হয়। পূর্বের কমিটির মেয়াদ শেষ হওয়ায় ওই কমিটি বিলুপ্ত করা হয়। 

সভায় নতুন কমিটি গঠনকল্পে একটি নির্বাচনী কমিটি করা হয়। এ নির্বাচনে বিভিন্ন পদে একাধিক প্রার্থী না থাকায় সংগঠনটির প্রবীণ সদস্য এবং প্রতিষ্ঠাকালীন সহসভাপতি আরটিভির জেলা প্রতিনিধি গোলাম কিবরিয়া এ কমিটির নাম প্রস্তাব করেন। পরে সবার সম্মতিক্রমে এ কমিটি গঠন করা হয়। 

নবগঠিত কমিটিতে বাংলা টিভির জেলা প্রতিনিধি মো. আরিফুর রহমান মজুমদারকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে। কমিটির অন্যদের মধ্যে–আরটিভির জেলা প্রতিনিধি গোলাম কিবরিয়াকে সিনিয়র সহসভাপতি এবং যমুনা টেলিভিশনের রফিকুল ইসলাম চৌধুরী খোকনকে সহসভাপতি, বৈশাখী টেলিভিশনের আনোয়ার হোসেনকে সহসাধারণ সম্পাদক, দীপ্ত টিভির শাকিল মোল্লাকে অর্থ সম্পাদক, মাছরাঙা টেলিভিশনের জাহাঙ্গীর আলম ইমরুলকে প্রচার-প্রকাশনা ও সমাজকল্যাণ সম্পাদক, ডিবিসি নিউজের মো. নাসির উদ্দিন চৌধুরীকে দপ্তর সম্পাদক করা হয়েছে। 

নির্বাহী কমিটির সদস্য হয়েছেন জিটিভির জেলা প্রতিনিধি সেলিম রেজা মুন্সী, এখন টিভির কুমিল্লা ব্যুরো চিফ খালেদ সাইফুল্লাহ, মোহনা টিভির জেলা প্রতিনিধি তাওহিদ হোসেন মিঠু ও মাই টিভির জেলা প্রতিনিধি আবু মুসা। 

কমিটির সাধারণ সদস্যরা হলেন, ইনডিপেনডেন্ট টিভির জেলা প্রতিনিধি তানভীর দিপু, এশিয়ান টিভির বিশেষ প্রতিনিধি আজিজুল হক, বাংলাদেশ টেলিভিশনের জেলা প্রতিনিধি রাবেয়া আক্তার, এসএ টিভির জেলা প্রতিনিধি রফিকুল ইসলাম, সময় টেলিভিশনের জেলা প্রতিনিধি ইশতিয়াক আহমেদ, এনটিভির জেলা প্রতিনিধি মাহফুজ নান্টু। 

এ ছাড়া এটিএন বাংলা, এটিএন নিউজের স্টাফ রিপোর্টার খায়রুল আহসান মানিক ও বাংলা ভিশন টিভির জেলা প্রতিনিধি সাইয়িদ মাহমুদ পারভেজকে উপদেষ্টা পরিষদের সদস্য করা হয়েছে। এ ছাড়া ওমর ফারুকী তাপস ও এম ফিরোজ মিয়াকে প্রতিষ্ঠাকালীন সদস্য হিসেবে লাইফ মেম্বার করা হয়েছে। এ কমিটি আগামী দুবছর দায়িত্ব পালন করবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত