Ajker Patrika

মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্রকে ‘প্রকল্প বিলাস’ বললেন জ্বালানি উপদেষ্টা

কক্সবাজার প্রতিনিধি
মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্রকে ‘প্রকল্প বিলাস’ বললেন জ্বালানি উপদেষ্টা

সাবেক সরকারের আমলের অগ্রাধিকার প্রকল্প কক্সবাজারের মহেশখালী মাতারবাড়ীর ১২০০ মেগাওয়াটের তাপ বিদ্যুৎকেন্দ্রকে ‘প্রকল্প বিলাস’ বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। 

আজ শনিবার সন্ধ্যায় কক্সবাজার হিল ডাউন সার্কিট হাউসে এক ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন। 

জ্বালানি উপদেষ্টা বলেন, ‘মূল প্রকল্পের ধারণা অনুসারে গভীর সমুদ্র বন্দর, শিল্প–কারখানা, রেল ও সড়ক সংযোগ না করেই বিদ্যুৎকেন্দ্রটি নির্মাণ করা হয়েছে। ভবিষ্যতে এ ধরনের বিলাসী প্রকল্প থেকে সরকার সরে আসবে। ছোট প্রকল্পে মনোযোগী হবে সরকার। যাতে তা মানুষের কাজে আসে।’ 

এ তাপবিদ্যুৎকেন্দ্রের জন্য এক মাসের কয়লা মজুত আছে জানিয়ে তিনি বলেন, ‘খুব শিগগিরই এ সংকটের সমাধান হবে।’ 

এ সময় বিদ্যুৎ বিভাগের সিনিয়র সচিব মো. হাবিবুর রহমান, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মো. নুরুল আলম, নৌপরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সঞ্জয় কুমার বণিক প্রমুখ উপস্থিত ছিলেন। 

এর আগে সকালে উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান ঢাকা থেকে বিমান যোগে কক্সবাজার পৌঁছান। এরপর তিনি নৌপথে মাতারবাড়ী কয়লা বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে যান। বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন শেষে উপদেষ্টা নির্মাণাধীন গভীর সমুদ্রবন্দরসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

নতুন মেট্রো নয়, রুট বাড়ানোর চিন্তা

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত