Ajker Patrika

অষ্টম দফায় ভাসানচরে যাচ্ছেন আরও ৫৫৯ রোহিঙ্গা

উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি  
অষ্টম দফায় ভাসানচরে যাচ্ছেন আরও ৫৫৯ রোহিঙ্গা

উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্প থেকে অষ্টম দফায় স্বেচ্ছায় ভাসানচর যাচ্ছেন আরও ৫৫৯ জন রোহিঙ্গা। আজ শুক্রবার উখিয়া ডিগ্রি কলেজের মাঠ থেকে ১৪টি বাসে ২১৮ পরিবারের ৫৫৯ জন রোহিঙ্গা দুটি গাড়িবহরে চট্টগ্রামের নেভাল ঘাটের উদ্দেশে রওনা দেন। 

শুক্রবার রাতে তাদের চট্টগ্রামে বিএএফ শাহীন কলেজের অস্থায়ী ট্রানজিট ক্যাম্পে রাখা হবে। আগামীকাল শনিবার চট্টগ্রাম থেকে তাঁদের নৌবাহিনীর ব্যবস্থাপনায় ভাসানচরে পৌঁছানোর কথা রয়েছে। 

এর আগে উখিয়া কলেজ মাঠে গত মঙ্গলবার দুপুর থেকে জড়ো হতে শুরু করেন স্বেচ্ছায় ভাসানচর যেতে ইচ্ছুক ৩৪টি ক্যাম্পের রোহিঙ্গারা। 

কক্সবাজার ত্রাণ ও রোহিঙ্গা প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) শাহ রেজওয়ান হায়াত আজকের পত্রিকাকে বলেন, ‘ক্যাম্পে আশ্রয়ে থাকাদের মধ্যে এক লাখ রোহিঙ্গাকে ভাসানচর স্থানান্তর করার সরকারি পরিকল্পনা অনুযায়ী আবারও এই কার্যক্রম শুরু হয়েছে। লক্ষ্যমাত্রা পূরণ না হওয়া পর্যন্ত এটি অব্যাহত থাকবে।’ 

গত এপ্রিল থেকে আবহাওয়াজনিত কারণে সাত মাস স্থগিত থাকার পর আবারও এই স্থানান্তর প্রক্রিয়া শুরু হয় গত ২৪ নভেম্বর। এখন পর্যন্ত এ প্রক্রিয়ায় প্রায় ১৯ হাজার রোহিঙ্গাকে ভাসানচরে নেওয়া হয়েছে। 

উল্লেখ্য, নৌবাহিনীর তত্ত্বাবধানে রোহিঙ্গা স্থানান্তরের জন্য সরকারের নিজস্ব তহবিল থেকে ৩ হাজার ৯৫ কোটি টাকা ব্যয়ে ১৩ হাজার একর আয়তনের ভাসানচর আশ্রয়ণ প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত