কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় বিতর্কিত স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মনোয়ারা বেগমের বদলি করা হয়েছে। এই খবরে ব্যবসায়ীদের মধ্যে স্বস্তি বিরাজ করছে। দীর্ঘ পাঁচ বছর ধরে তিনি উপজেলায় দায়িত্বে ছিলেন। এ সময় তাঁর বিরুদ্ধে ব্যবসায়ীদের থেকে চাঁদাবাজি, হয়রানিসহ নানা অনিয়মের অভিযোগ ওঠে।
আজ রোববার চট্টগ্রাম সিভিল সার্জন জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক অফিস আদেশে মনোয়ারা বেগমের বদলির বিষয়টি নিশ্চিত করা হয়।
মনোয়ারা বেগমের স্থলাভিষিক্ত হিসেবে কর্ণফুলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিকেল টেকনোলজিস্ট (স্যানিটারি) হিসেবে মাজেদা বেগম দায়িত্ব গ্রহণ করবেন। মাজেদা বেগম আগে চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত ছিলেন।
মনোয়ারা বেগমের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে কর্ণফুলীর ব্যবসাপ্রতিষ্ঠানগুলো থেকে চাঁদাবাজি, স্বাস্থ্য সনদ দেওয়ার নামে অর্থ আদায় এবং ভয়ভীতি দেখিয়ে হয়রানি করার অভিযোগ ওঠে। এ ছাড়া, তিনি উপজেলার বিভিন্ন রেস্তোরাঁ ও খাদ্যপণ্যের দোকানমালিকদের নিয়ে তৈরি একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে অভিযানের আগাম তথ্য সরবরাহ করতেন। সেই গ্রুপে অন্তর্ভুক্ত ২৪টি খাদ্য কারখানা এবং তিন শতাধিক দোকান থেকে মাসিক চাঁদা আদায়ের অভিযোগও রয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ব্যবসায়ীরা জানান, প্রায় সময়ে দোকানে এসে অভিযানে ভয় দেখাতেন তিনি। তাঁর কথামতো না হলে, অভিযানও হতো; আর অভিযানেও অন্যদের সঙ্গেও থাকতেন তিনি। দীর্ঘ পাঁচ বছর একই উপজেলায় থাকার কারণে একটি সিন্ডিকেট গড়ে তুলেছেন। তার বদলির খবরে পুরো কর্ণফুলী উপজেলার পাঁচ ইউনিয়নের ব্যবসায়ীদের মাঝে এখন স্বস্তি বিরাজ করছে।
বদলি হওয়া মনোয়ারা বেগমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে তিনি ব্যস্ত আছেন জানিয়ে ফোন কেটে দেন।
কর্ণফুলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুমা জান্নাত ফোন রিসিভ না করায় তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় বিতর্কিত স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মনোয়ারা বেগমের বদলি করা হয়েছে। এই খবরে ব্যবসায়ীদের মধ্যে স্বস্তি বিরাজ করছে। দীর্ঘ পাঁচ বছর ধরে তিনি উপজেলায় দায়িত্বে ছিলেন। এ সময় তাঁর বিরুদ্ধে ব্যবসায়ীদের থেকে চাঁদাবাজি, হয়রানিসহ নানা অনিয়মের অভিযোগ ওঠে।
আজ রোববার চট্টগ্রাম সিভিল সার্জন জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক অফিস আদেশে মনোয়ারা বেগমের বদলির বিষয়টি নিশ্চিত করা হয়।
মনোয়ারা বেগমের স্থলাভিষিক্ত হিসেবে কর্ণফুলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিকেল টেকনোলজিস্ট (স্যানিটারি) হিসেবে মাজেদা বেগম দায়িত্ব গ্রহণ করবেন। মাজেদা বেগম আগে চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত ছিলেন।
মনোয়ারা বেগমের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে কর্ণফুলীর ব্যবসাপ্রতিষ্ঠানগুলো থেকে চাঁদাবাজি, স্বাস্থ্য সনদ দেওয়ার নামে অর্থ আদায় এবং ভয়ভীতি দেখিয়ে হয়রানি করার অভিযোগ ওঠে। এ ছাড়া, তিনি উপজেলার বিভিন্ন রেস্তোরাঁ ও খাদ্যপণ্যের দোকানমালিকদের নিয়ে তৈরি একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে অভিযানের আগাম তথ্য সরবরাহ করতেন। সেই গ্রুপে অন্তর্ভুক্ত ২৪টি খাদ্য কারখানা এবং তিন শতাধিক দোকান থেকে মাসিক চাঁদা আদায়ের অভিযোগও রয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ব্যবসায়ীরা জানান, প্রায় সময়ে দোকানে এসে অভিযানে ভয় দেখাতেন তিনি। তাঁর কথামতো না হলে, অভিযানও হতো; আর অভিযানেও অন্যদের সঙ্গেও থাকতেন তিনি। দীর্ঘ পাঁচ বছর একই উপজেলায় থাকার কারণে একটি সিন্ডিকেট গড়ে তুলেছেন। তার বদলির খবরে পুরো কর্ণফুলী উপজেলার পাঁচ ইউনিয়নের ব্যবসায়ীদের মাঝে এখন স্বস্তি বিরাজ করছে।
বদলি হওয়া মনোয়ারা বেগমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে তিনি ব্যস্ত আছেন জানিয়ে ফোন কেটে দেন।
কর্ণফুলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুমা জান্নাত ফোন রিসিভ না করায় তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
চট্টগ্রামে ডেঙ্গুতে এক নারীসহ দুজনের মৃত্যু হয়েছে। আজ সোমবার (৪ আগস্ট) সন্ধ্যায় চট্টগ্রাম জেলা সিভিল সার্জনের কার্যালয় এই তথ্য জানায়। এ ছাড়া সর্বশেষ ২৪ ঘণ্টায় আরও ১৯ জনের ডেঙ্গু এবং ২০ জনের চিকুনগুনিয়া শনাক্ত হয়েছে।
০১ জানুয়ারি ১৯৭০রাজশাহীর দুর্গাপুর উপজেলার বিভিন্ন এলাকায় টানা বৃষ্টিতে তলিয়ে গেছে ৫০০ বিঘার অধিক ফসলি জমি। তার মধ্যে অনেক জমিতে ছিল আমন ধান। এ ছাড়া বিভিন্ন স্কুল, কলেজ ও কাঁচা-পাকা রাস্তায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। অবৈধভাবে অপরিকল্পিত পুকুর খননের ফলে খালের মুখ বন্ধ হয়ে পড়ায় এমন জলাবদ্ধতার সৃষ্ট হয়েছে...
২ ঘণ্টা আগেখুঁড়িয়ে চলছে দেশের অন্যতম তাপবিদ্যুৎকেন্দ্র বড়পুকুরিয়া। চালুর পর থেকে যান্ত্রিক ত্রুটির কারণে কখনোই এ বিদ্যুৎকেন্দ্র থেকে পূর্ণ লক্ষ্যমাত্রার বিদ্যুৎ পাওয়া যায়নি। তিনটি ইউনিটের মধ্যে কখনো একটি, কখনোবা দুটি থেকে বিদ্যুৎ পাওয়া গেছে। বর্তমানে নষ্ট হয়ে পড়ে রয়েছে দুটি ইউনিট।
২ ঘণ্টা আগেখুলনায় গত শুক্রবার রাত থেকে পরবর্তী ৪৮ ঘণ্টায় তিনজন খুন এবং একজন গুলিবিদ্ধ হওয়ার ঘটনা ঘটেছে। স্থানীয় লোকজনের ভাষ্য, হত্যাকারীরা চিহ্নিত সন্ত্রাসী। তারা ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে। এসব হত্যাকাণ্ডকে টার্গেট কিলিং বলছে পুলিশ। তারা বলছে, এসব পুলিশের একার পক্ষে নিয়ন্ত্রণ করা সম্ভব নয়।
২ ঘণ্টা আগে