Ajker Patrika

কুমিল্লায় সহিংসতায় ছাত্রলীগ কর্মীর মৃত্যু হাসপাতালে, নিহত বেড়ে ৩

কুমিল্লা প্রতিনিধি
আপডেট : ০৪ আগস্ট ২০২৪, ২০: ২১
কুমিল্লায় সহিংসতায় ছাত্রলীগ কর্মীর মৃত্যু হাসপাতালে, নিহত বেড়ে ৩

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হওয়া অজ্ঞাতপরিচয় যুবক নিহত হয়েছেন। আজ রোববার বেলা সাড়ে ৩টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এর আগে ৩টার দিকে আহত অবস্থায় ছাত্রলীগের কর্মী পরিচয়ে তিনিসহ কয়েকজন ভর্তি হন।

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. শেখ ফজলে রাব্বি আজকের পত্রিকাকে এই তথ্য জানান। তিনি বলেন, আজ রোববার বেলা ৩টার দিকে আহত অবস্থায় ছাত্রলীগের কর্মী পরিচয়ে কয়েকজন যুবক ভর্তি হয়। তাঁদের সঙ্গে এই যুবককেও নিয়ে আসা হয়। গুরুতর আহত ওই যুবককে আইসিউতে নিয়ে যাওয়া হয়। বেলা সাড়ে ৩টায় তিনি মারা যান।

হাসপাতালের পরিচালক আরও বলেন, ‘নিহত যুবকের কোনো পরিচয় আমরা শনাক্ত করতে পারিনি। নিহতের মাথায় ও পায়ে কোপের আঘাত রয়েছে।’ 
আজ বিকেল পর্যন্ত এ হাসপাতালে জেলার বিভিন্ন স্থান থেকে ৩২ জন রোগী ভর্তি হয় বলে জানান তিনি।

এর আগে কুমিল্লার দেবিদ্বারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা বিক্ষোভ মিছিলে আন্দোলনকারীদের সঙ্গে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের সংঘর্ষে আব্দুর রাজ্জাক রুবেল নামের একজন নিহত হয়েছেন। তিনি দেবিদ্বার উপজেলার বাড়েরা গ্রামের মৃত রফিকুল ইসলামের ছেলে। তা ছাড়া সংঘর্ষে কুমিল্লার দাউদকান্দির ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশের সদস্য এরশাদ মিয়াকে পিটিয়ে হত্যা করা হয়।কুমিল্লায় সহিংসতা। ছবি: আজকের পত্রিকা

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জোরপূর্বক অপুর স্বীকারোক্তি নিয়েছেন বিএনপির ইশরাক, এনসিপির ব্যবস্থা করা সংবাদ সম্মেলনে দাবি স্ত্রীর

‘মিরপুরের উইকেটের পাশে পুঁইশাক বের হচ্ছে, এত বছর হয়নি কেন’

ভোররাতে হাঁসের মাংস খেতে ৩০০ ফুটে যান আসিফ মাহমুদ, না পেয়ে যান ওয়েস্টিনে

উপদেষ্টা ফরিদা আখতার ভুলভাবে কথা বলেছেন: প্রেস সচিব

নীলা মার্কেটের হাঁসের মাংস নাকি ওয়েস্টিনের—কোনটি সেরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত