Ajker Patrika

ব্রাহ্মণবাড়িয়ায় তাহেরীকে গ্রেপ্তারে অভিযান: হামলায় ৬ পুলিশ আহত, ৩ গাড়ি ভাঙচুর

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
আপডেট : ১৫ ডিসেম্বর ২০২৪, ১৭: ৫৬
গিয়াস উদ্দিন তাহেরী। ছবি: সংগৃহীত
গিয়াস উদ্দিন তাহেরী। ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে আলোচিত বক্তা গিয়াস উদ্দিন তাহেরীকে গ্রেপ্তার করতে গেলে হামলায় ছয়জন পুলিশ সদস্য আহত হয়েছেন। এ সময় তিন গাড়ি ভাঙচুর করা হয়। গতকাল শনিবার রাতে উপজেলার চরইসলামপুর ইউনিয়নের নাজিরাবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় তাহেরী বাড়ির পেছনের বিল দিয়ে পালিয়ে যান।

আহত পুলিশ সদস্যরা হলেন উপপরিদর্শক (এসআই) ফারুক, সহকারী উপপরিদর্শক (এএসআই) প্রদীপ দাস, কনস্টেবল ইউনুস মিয়া, নিজাম উদ্দিন, মহসিন কবীর ও মো. শওকত। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

পরে অভিযান চালিয়ে ছয়জনকে আটক করেছে পুলিশ। আটক বক্তিরা হলেন ওমর আলী, শাহানুর, মোশারফ মিয়া, হাকিম মিয়া, সেলিম ও মিজান মিয়া। তাঁদের বাড়ি উপজেলার নাজিরাবাড়ী এলাকায়।

এ বিষয়ে জানতে চাইলে বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন আলী আজকের পত্রিকাকে বলেন, গিয়াস উদ্দিন তাহেরীর বিরুদ্ধে আখাউড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা রয়েছে। খবর পেয়ে পুলিশ মাহফিলে গেলে গ্রেপ্তার এড়াতে তাহেরী একটি বাড়িতে ঢুকে প্রধান ফটক বন্ধ করে দেন। পরে বাড়ির পেছন দিয়ে বয়ে যাওয়া বিলের পানি দিয়ে তিনি পালিয়ে যান। এ সময় তাঁর ভক্তরা পুলিশের ব্যবহৃত তিনটি গাড়ি ভাঙচুর করে। তা ছাড়া হামলায় ছয় পুলিশ সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় অভিযান চালিয়ে ছয়জনকে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

হামলার শিকার গাড়ি। ছবি: সংগৃহীত
হামলার শিকার গাড়ি। ছবি: সংগৃহীত

এর আগে গত শুক্রবার আখাউড়ায় বিনা অনুমতিতে গিয়াস উদ্দিন তাহেরীর একটি মাহফিলের আয়োজন করা হয়। সেখানে পুলিশ গিয়ে দ্রুত মাহফিল শেষ করতে বললে হামলা করে এক এসআইয়ের মাথা ফাটিয়ে দেওয়া হয়। এ সময় মাহফিল থেকে পুলিশের বিরুদ্ধে উসকানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগ ওঠে। এ ঘটনায় তাহেরীসহ ১৫ জনের নাম উল্লেখসহ পুলিশ বাদী হয়ে মামলা করে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত