ফেনী প্রতিনিধি
ফেনীতে ২০১৪ সালে নিজদলীয় নেতা-কর্মীদের হাতে নিহত ফুলগাজী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা একরামুল হকের নামে নির্মিত একরাম চত্বরের স্থলে ‘জুলাই ২৪ শহীদ চত্বর’ নির্মাণ করা হয়েছে। ২০২৪ সালের জুলাই-আগস্ট মাসে বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত ফেনীর ১১ শহীদ স্মরণে ফেনী পৌরসভার অর্থায়নে স্মৃতিফলকটি নির্মাণ করা হয়েছে।
গতকাল বুধবার বিকেলে শহরের সদর হাসপাতাল মোড় এলাকায় সাবেক একরাম চত্বরের স্থানে ২৬ লাখ টাকা ব্যয়ে নির্মিত এই চত্বর উদ্বোধন করেন ফেনী জেলা প্রশাসক (ডিসি) সাইফুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপপরিচালক ও পৌর প্রশাসক গোলাম মো. বাতেন, শহীদ পরিবারের সদস্য, ছাত্র ও নাগরিক সমাজের প্রতিনিধিরা।
এ সময় জেলা প্রশাসক সাইফুল ইসলাম বলেন, জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানে ফেনীর ১১ জন শহীদ হয়েছেন। তাঁদের স্মৃতি রক্ষার্থে ফেনী পৌরসভার অর্থায়নে সদর হাসপাতাল মোড়ে ‘জুলাই ২৪ শহীদ চত্বর’ নির্মাণ করা হয়েছে। এটি এলাকার ছাত্র-জনতার দীর্ঘদিনের দাবির ফল। ভবিষ্যতে এ স্মৃতিফলক বৈষম্যহীন সমাজ গঠনে অনুপ্রেরণা জোগাবে।
ফেনী পৌর প্রশাসক গোলাম মো. বাতেন বলেন, ‘শহীদদের স্মৃতি রক্ষার্থে ছাত্র-জনতার দাবির পরিপ্রেক্ষিতে এই চত্বর নির্মাণ করা হয়েছে। এখানে ফেনীতে শহীদ হওয়া সবার নামফলক রয়েছে। এটি আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় তরুণ প্রজন্মের ভূমিকা তুলে ধরবে।’
শহীদ ইশতিয়াক আহমেদ শ্রাবণের বাবা নেছার আহমেদ বলেন, ‘বৈষম্যহীন সমাজ গড়তে আমাদের সন্তানেরা জীবন উৎসর্গ করে দেশকে স্বৈরাচারমুক্ত করেছে। তাদের স্মৃতিকে ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরার জন্য এমন উদ্যোগকে সাধুবাদ জানাই। আশা করছি, সারা দেশে শহীদদের স্মরণে এমন স্থাপনা তৈরি হবে।’
বৈষম্যবিরোধী আন্দোলনের কেন্দ্রীয় নেতা ও ফেনীর সন্তান আজিজুর রহমান রিজভী বলেন, স্বাধীনতা দিবসের সন্ধিক্ষণে দাঁড়িয়ে নতুন বাংলাদেশের জন্য প্রাণ বিলিয়ে দেওয়া শহীদদের স্মরণে এ চত্বর নির্মাণ করা হয়েছে। জুলাই-আগস্ট আন্দোলনের স্মৃতি ধরে রাখার জন্য এ উদ্যোগ প্রশংসনীয়।
উল্লেখ্য, ২০২৪ সালের ৪ আগস্ট স্বৈরাচারবিরোধী গণ-অভ্যুত্থানে মহিপালে ছাত্র-জনতার ওপর আওয়ামী লীগ নেতা-কর্মীদের নির্বিচারে গুলিতে নয়জন প্রাণ হারান। ফেনী ও চাঁদপুরে আরও দুজন শহীদ হন। মোট ১১ শহীদের স্মৃতিকে ধরে রাখতে ‘জুলাই ২৪ শহীদ চত্বর’ নির্মাণ করা হয়েছে। চত্বরটির ডিজাইন ‘জেড’ আকৃতির, যা প্রজন্ম পরিবর্তনের প্রতীক হিসেবে ‘জেড জেনারেশন’-এর ভাবমূর্তি তুলে ধরে।
ফেনীতে ২০১৪ সালে নিজদলীয় নেতা-কর্মীদের হাতে নিহত ফুলগাজী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা একরামুল হকের নামে নির্মিত একরাম চত্বরের স্থলে ‘জুলাই ২৪ শহীদ চত্বর’ নির্মাণ করা হয়েছে। ২০২৪ সালের জুলাই-আগস্ট মাসে বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত ফেনীর ১১ শহীদ স্মরণে ফেনী পৌরসভার অর্থায়নে স্মৃতিফলকটি নির্মাণ করা হয়েছে।
গতকাল বুধবার বিকেলে শহরের সদর হাসপাতাল মোড় এলাকায় সাবেক একরাম চত্বরের স্থানে ২৬ লাখ টাকা ব্যয়ে নির্মিত এই চত্বর উদ্বোধন করেন ফেনী জেলা প্রশাসক (ডিসি) সাইফুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপপরিচালক ও পৌর প্রশাসক গোলাম মো. বাতেন, শহীদ পরিবারের সদস্য, ছাত্র ও নাগরিক সমাজের প্রতিনিধিরা।
এ সময় জেলা প্রশাসক সাইফুল ইসলাম বলেন, জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানে ফেনীর ১১ জন শহীদ হয়েছেন। তাঁদের স্মৃতি রক্ষার্থে ফেনী পৌরসভার অর্থায়নে সদর হাসপাতাল মোড়ে ‘জুলাই ২৪ শহীদ চত্বর’ নির্মাণ করা হয়েছে। এটি এলাকার ছাত্র-জনতার দীর্ঘদিনের দাবির ফল। ভবিষ্যতে এ স্মৃতিফলক বৈষম্যহীন সমাজ গঠনে অনুপ্রেরণা জোগাবে।
ফেনী পৌর প্রশাসক গোলাম মো. বাতেন বলেন, ‘শহীদদের স্মৃতি রক্ষার্থে ছাত্র-জনতার দাবির পরিপ্রেক্ষিতে এই চত্বর নির্মাণ করা হয়েছে। এখানে ফেনীতে শহীদ হওয়া সবার নামফলক রয়েছে। এটি আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় তরুণ প্রজন্মের ভূমিকা তুলে ধরবে।’
শহীদ ইশতিয়াক আহমেদ শ্রাবণের বাবা নেছার আহমেদ বলেন, ‘বৈষম্যহীন সমাজ গড়তে আমাদের সন্তানেরা জীবন উৎসর্গ করে দেশকে স্বৈরাচারমুক্ত করেছে। তাদের স্মৃতিকে ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরার জন্য এমন উদ্যোগকে সাধুবাদ জানাই। আশা করছি, সারা দেশে শহীদদের স্মরণে এমন স্থাপনা তৈরি হবে।’
বৈষম্যবিরোধী আন্দোলনের কেন্দ্রীয় নেতা ও ফেনীর সন্তান আজিজুর রহমান রিজভী বলেন, স্বাধীনতা দিবসের সন্ধিক্ষণে দাঁড়িয়ে নতুন বাংলাদেশের জন্য প্রাণ বিলিয়ে দেওয়া শহীদদের স্মরণে এ চত্বর নির্মাণ করা হয়েছে। জুলাই-আগস্ট আন্দোলনের স্মৃতি ধরে রাখার জন্য এ উদ্যোগ প্রশংসনীয়।
উল্লেখ্য, ২০২৪ সালের ৪ আগস্ট স্বৈরাচারবিরোধী গণ-অভ্যুত্থানে মহিপালে ছাত্র-জনতার ওপর আওয়ামী লীগ নেতা-কর্মীদের নির্বিচারে গুলিতে নয়জন প্রাণ হারান। ফেনী ও চাঁদপুরে আরও দুজন শহীদ হন। মোট ১১ শহীদের স্মৃতিকে ধরে রাখতে ‘জুলাই ২৪ শহীদ চত্বর’ নির্মাণ করা হয়েছে। চত্বরটির ডিজাইন ‘জেড’ আকৃতির, যা প্রজন্ম পরিবর্তনের প্রতীক হিসেবে ‘জেড জেনারেশন’-এর ভাবমূর্তি তুলে ধরে।
নীলফামারীর ডিমলা উপজেলার বাবুরহাট বাজারে নির্মাণকাজ শেষ হওয়ার এক মাস যেতে না যেতেই উঠে যাচ্ছে সড়কের আরসিসি ঢালাই। এ ছাড়া সড়কটির সম্প্রসারণ জয়েন্টগুলোতে আঁকাবাঁকা ফাটল দেখা দিয়েছে। বিষয়টি বুঝতে পেরে সংশ্লিষ্টরা তাড়াহুড়া করে বিটুমিন দিয়ে ফাটল বন্ধের চেষ্টা চালিয়েছেন বলে জানা গেছে।
৩ ঘণ্টা আগেতিন পার্বত্য জেলার মধ্যে আগে থেকেই চিকিৎসাসেবায় পিছিয়ে খাগড়াছড়ি। তার ওপর বছরের পর বছর চিকিৎসক, নার্স, কর্মচারী ও প্রয়োজনীয় যন্ত্রপাতির সংকট থাকায় খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না রোগীরা।
৩ ঘণ্টা আগেনেত্রকোনার দুর্গাপুরে এক কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ফয়সাল আহমেদ ওরফে দুর্জয় (২৪) নামে এক ছাত্রদল নেতাকে আটক করেছে পুলিশ। আটক ফয়সাল আহমেদ ওরফে দুর্জয় দুর্গাপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক। মঙ্গলবার (২৯ এপ্রিল) রাতে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান...
৩ ঘণ্টা আগেরাজধানীর খিলগাঁওয়ে একটি নির্মাণাধীন ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার সন্ধ্যা ৭টায় এ অগ্নিকাণ্ড ঘটে। তবে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যাওয়ার আগেই আগুন নিভে গেছে। এতে কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।
৫ ঘণ্টা আগে