ফেনী প্রতিনিধি
ফেনীতে ২০১৪ সালে নিজদলীয় নেতা-কর্মীদের হাতে নিহত ফুলগাজী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা একরামুল হকের নামে নির্মিত একরাম চত্বরের স্থলে ‘জুলাই ২৪ শহীদ চত্বর’ নির্মাণ করা হয়েছে। ২০২৪ সালের জুলাই-আগস্ট মাসে বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত ফেনীর ১১ শহীদ স্মরণে ফেনী পৌরসভার অর্থায়নে স্মৃতিফলকটি নির্মাণ করা হয়েছে।
গতকাল বুধবার বিকেলে শহরের সদর হাসপাতাল মোড় এলাকায় সাবেক একরাম চত্বরের স্থানে ২৬ লাখ টাকা ব্যয়ে নির্মিত এই চত্বর উদ্বোধন করেন ফেনী জেলা প্রশাসক (ডিসি) সাইফুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপপরিচালক ও পৌর প্রশাসক গোলাম মো. বাতেন, শহীদ পরিবারের সদস্য, ছাত্র ও নাগরিক সমাজের প্রতিনিধিরা।
এ সময় জেলা প্রশাসক সাইফুল ইসলাম বলেন, জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানে ফেনীর ১১ জন শহীদ হয়েছেন। তাঁদের স্মৃতি রক্ষার্থে ফেনী পৌরসভার অর্থায়নে সদর হাসপাতাল মোড়ে ‘জুলাই ২৪ শহীদ চত্বর’ নির্মাণ করা হয়েছে। এটি এলাকার ছাত্র-জনতার দীর্ঘদিনের দাবির ফল। ভবিষ্যতে এ স্মৃতিফলক বৈষম্যহীন সমাজ গঠনে অনুপ্রেরণা জোগাবে।
ফেনী পৌর প্রশাসক গোলাম মো. বাতেন বলেন, ‘শহীদদের স্মৃতি রক্ষার্থে ছাত্র-জনতার দাবির পরিপ্রেক্ষিতে এই চত্বর নির্মাণ করা হয়েছে। এখানে ফেনীতে শহীদ হওয়া সবার নামফলক রয়েছে। এটি আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় তরুণ প্রজন্মের ভূমিকা তুলে ধরবে।’
শহীদ ইশতিয়াক আহমেদ শ্রাবণের বাবা নেছার আহমেদ বলেন, ‘বৈষম্যহীন সমাজ গড়তে আমাদের সন্তানেরা জীবন উৎসর্গ করে দেশকে স্বৈরাচারমুক্ত করেছে। তাদের স্মৃতিকে ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরার জন্য এমন উদ্যোগকে সাধুবাদ জানাই। আশা করছি, সারা দেশে শহীদদের স্মরণে এমন স্থাপনা তৈরি হবে।’
বৈষম্যবিরোধী আন্দোলনের কেন্দ্রীয় নেতা ও ফেনীর সন্তান আজিজুর রহমান রিজভী বলেন, স্বাধীনতা দিবসের সন্ধিক্ষণে দাঁড়িয়ে নতুন বাংলাদেশের জন্য প্রাণ বিলিয়ে দেওয়া শহীদদের স্মরণে এ চত্বর নির্মাণ করা হয়েছে। জুলাই-আগস্ট আন্দোলনের স্মৃতি ধরে রাখার জন্য এ উদ্যোগ প্রশংসনীয়।
উল্লেখ্য, ২০২৪ সালের ৪ আগস্ট স্বৈরাচারবিরোধী গণ-অভ্যুত্থানে মহিপালে ছাত্র-জনতার ওপর আওয়ামী লীগ নেতা-কর্মীদের নির্বিচারে গুলিতে নয়জন প্রাণ হারান। ফেনী ও চাঁদপুরে আরও দুজন শহীদ হন। মোট ১১ শহীদের স্মৃতিকে ধরে রাখতে ‘জুলাই ২৪ শহীদ চত্বর’ নির্মাণ করা হয়েছে। চত্বরটির ডিজাইন ‘জেড’ আকৃতির, যা প্রজন্ম পরিবর্তনের প্রতীক হিসেবে ‘জেড জেনারেশন’-এর ভাবমূর্তি তুলে ধরে।
ফেনীতে ২০১৪ সালে নিজদলীয় নেতা-কর্মীদের হাতে নিহত ফুলগাজী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা একরামুল হকের নামে নির্মিত একরাম চত্বরের স্থলে ‘জুলাই ২৪ শহীদ চত্বর’ নির্মাণ করা হয়েছে। ২০২৪ সালের জুলাই-আগস্ট মাসে বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত ফেনীর ১১ শহীদ স্মরণে ফেনী পৌরসভার অর্থায়নে স্মৃতিফলকটি নির্মাণ করা হয়েছে।
গতকাল বুধবার বিকেলে শহরের সদর হাসপাতাল মোড় এলাকায় সাবেক একরাম চত্বরের স্থানে ২৬ লাখ টাকা ব্যয়ে নির্মিত এই চত্বর উদ্বোধন করেন ফেনী জেলা প্রশাসক (ডিসি) সাইফুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপপরিচালক ও পৌর প্রশাসক গোলাম মো. বাতেন, শহীদ পরিবারের সদস্য, ছাত্র ও নাগরিক সমাজের প্রতিনিধিরা।
এ সময় জেলা প্রশাসক সাইফুল ইসলাম বলেন, জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানে ফেনীর ১১ জন শহীদ হয়েছেন। তাঁদের স্মৃতি রক্ষার্থে ফেনী পৌরসভার অর্থায়নে সদর হাসপাতাল মোড়ে ‘জুলাই ২৪ শহীদ চত্বর’ নির্মাণ করা হয়েছে। এটি এলাকার ছাত্র-জনতার দীর্ঘদিনের দাবির ফল। ভবিষ্যতে এ স্মৃতিফলক বৈষম্যহীন সমাজ গঠনে অনুপ্রেরণা জোগাবে।
ফেনী পৌর প্রশাসক গোলাম মো. বাতেন বলেন, ‘শহীদদের স্মৃতি রক্ষার্থে ছাত্র-জনতার দাবির পরিপ্রেক্ষিতে এই চত্বর নির্মাণ করা হয়েছে। এখানে ফেনীতে শহীদ হওয়া সবার নামফলক রয়েছে। এটি আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় তরুণ প্রজন্মের ভূমিকা তুলে ধরবে।’
শহীদ ইশতিয়াক আহমেদ শ্রাবণের বাবা নেছার আহমেদ বলেন, ‘বৈষম্যহীন সমাজ গড়তে আমাদের সন্তানেরা জীবন উৎসর্গ করে দেশকে স্বৈরাচারমুক্ত করেছে। তাদের স্মৃতিকে ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরার জন্য এমন উদ্যোগকে সাধুবাদ জানাই। আশা করছি, সারা দেশে শহীদদের স্মরণে এমন স্থাপনা তৈরি হবে।’
বৈষম্যবিরোধী আন্দোলনের কেন্দ্রীয় নেতা ও ফেনীর সন্তান আজিজুর রহমান রিজভী বলেন, স্বাধীনতা দিবসের সন্ধিক্ষণে দাঁড়িয়ে নতুন বাংলাদেশের জন্য প্রাণ বিলিয়ে দেওয়া শহীদদের স্মরণে এ চত্বর নির্মাণ করা হয়েছে। জুলাই-আগস্ট আন্দোলনের স্মৃতি ধরে রাখার জন্য এ উদ্যোগ প্রশংসনীয়।
উল্লেখ্য, ২০২৪ সালের ৪ আগস্ট স্বৈরাচারবিরোধী গণ-অভ্যুত্থানে মহিপালে ছাত্র-জনতার ওপর আওয়ামী লীগ নেতা-কর্মীদের নির্বিচারে গুলিতে নয়জন প্রাণ হারান। ফেনী ও চাঁদপুরে আরও দুজন শহীদ হন। মোট ১১ শহীদের স্মৃতিকে ধরে রাখতে ‘জুলাই ২৪ শহীদ চত্বর’ নির্মাণ করা হয়েছে। চত্বরটির ডিজাইন ‘জেড’ আকৃতির, যা প্রজন্ম পরিবর্তনের প্রতীক হিসেবে ‘জেড জেনারেশন’-এর ভাবমূর্তি তুলে ধরে।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) স্নাতক প্রথম বর্ষের (২০২৪-২৫ শিক্ষাবর্ষ) ক্লাস আগামী ২১ সেপ্টেম্বর থেকে শুরু করার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। গতকাল বুধবার (১৩ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১২টায় গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কার্যালয়ের ভারপ্রাপ্ত পরিচালক
১৩ মিনিট আগেপুলিশ সুপার বলেন, মাদক নিয়ন্ত্রণে সরকারের আরও একটি বিভাগ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কাজ করছে। তবে মাদক নির্মূলের জন্য সবার সহযোগিতা জরুরি। তিনি তথ্য দিয়ে কিংবা সামাজিক প্রতিরোধের মাধ্যমে মাদক নির্মূলের আহ্বান জানান। প্রয়োজনে মাদকের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের সামাজিকভাবে বয়কট করার পরামর্শও দে
১৬ মিনিট আগেঠাকুরগাঁওয়ে সহকারী প্রিসাইডিং কর্মকর্তা জবায়দুর রহমান হত্যা মামলায় বিএনপির ১২৩ নেতা-কর্মীকে খালাস দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার দুপুরে ঠাকুরগাঁও অতিরিক্ত জেলা ও দায়রা জজ সমরেশ শীল আসামিদের উপস্থিতিতে এ রায় দেন। ২০১৪ সালের ৫ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের দিন এ হত্যাকাণ্ড ঘটে।
২০ মিনিট আগেকর্মসূচিতে অফিসার্স সমিতির সভাপতি মোক্তার হোসেন বলেন, ‘আমরা আমাদের সব বৈষম্য দূরীকরণের জন্য আগেও আন্দোলন করেছিলাম। পরে প্রশাসনের আশ্বাসে স্থগিত করেছি। কিন্তু বর্তমানে এই প্রশাসন আমাদের সঙ্গে প্রতারণা করছে। দেশের বাকি বিশ্ববিদ্যালয়গুলোতে প্রাতিষ্ঠানিক সুবিধা বহাল থাকলেও আমাদের সঙ্গে বৈষম্য করার জবাব
৩৪ মিনিট আগে