Ajker Patrika

লক্ষ্মীপুরে শিক্ষার্থীদের বিক্ষোভে পুলিশের বাধা, হাতাহাতি 

লক্ষ্মীপুর প্রতিনিধি
লক্ষ্মীপুরে শিক্ষার্থীদের বিক্ষোভে পুলিশের বাধা, হাতাহাতি 

লক্ষ্মীপুরে সাধারণ শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল পুলিশি বাধায় তা পণ্ড হয়ে গেছে। পরে শিক্ষার্থীদের পক্ষে আইনজীবীরা বিক্ষোভের চেষ্টা করলে আওয়ামী লীগের সমর্থক আইনজীবীরা বাধা দেন। এতে দু-পক্ষের মধ্যে হাতাহাতি শুরু হলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

আজ বুধবার লক্ষ্মীপুর আদালত এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি ঘিরে এ ঘটনা ঘটে। 

সকাল থেকে শহরের বিভিন্ন এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীরা সড়কে জড়ো হয়ে বিক্ষোভের চেষ্টা করে। বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের বাগ্‌বিতণ্ডা হয়। পরে সেখান থেকে আন্দোলনকারীদের সরিয়ে দেয় পুলিশ। এর আগে শিক্ষার্থীদের কর্মসূচি ঘিরে লক্ষ্মীপুর আদালত প্রাঙ্গণসহ শহরের গুরুত্বপূর্ণ স্থানে বিপুল পরিমাণ পুলিশ মোতায়েন করা হয়। 

এ বিষয়ে লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) হাসান মোস্তফা স্বপন বলেন, ‘আদালত চত্বরে কোন বহিরাগতরা যেন বিক্ষোভে অংশ নিতে না পারে, সেদিকে পুলিশের কঠোর অবস্থান রয়েছে। এ ছাড়া কিছু সময় আইনজীবীদের মধ্যে উত্তেজনা থাকলেও পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফেল করায় বকা খেয়ে বাড়ি ছাড়ে বাংলাদেশি কিশোরী, ভারতে ৩ মাসে ২০০ লোকের ধর্ষণ

রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

দেখো, ওর থেকে আরও ৫ লাখ নিতে পারো কি না—মেসেঞ্জার কলে এনসিপি নেতা নিজাম

‘কাল দেখা হইবে, ভালো থাকিস’—ছেলেকে বলেছিলেন গণপিটুনিতে নিহত প্রদীপ

ট্রাফিক সার্জেন্টকে গালিগালাজ: সহকারী কর কমিশনার ফাতেমা বরখাস্ত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত