Ajker Patrika

সীতাকুণ্ডে ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু, আহত ১ 

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
সীতাকুণ্ডে ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু, আহত ১ 

চট্টগ্রামের সীতাকুণ্ডে বেপরোয়া ট্রাকের চাপায় পিষ্ট হয়ে মো. ইকবাল হোসেন (৪৬) নামের এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় দুটি হাত থেঁতলে গিয়ে গুরুতর আহত হয়েছেন নাসির উদ্দিন (৪৫) নামে অপর এক মোটরসাইকেল আরোহী। 

শনিবার সন্ধ্যা ৭টায় উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পৌর সদরের উত্তর বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ইকবাল পৌর সদরের গোডাউন রোড (সোবাহান বাগ) এলাকার মাহফুজুর রহমানের ছেলে। 

কুমিরা পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এস আই) মোজাম্মেল হক জানান, ঢাকামুখী পণ্যবাহী ট্রাক মহাসড়কের উত্তর বাইপাস এলাকায় অতিক্রমকালে একইমুখী একটি মোটরসাইকেলকে পেছন থেকে সজোর ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যাওয়ার পাশাপাশি আরোহী ইকবাল ও নাসির ছিটকে নিচে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হন। দুর্ঘটনায় ঘটনাস্থলেই আরোহী ইকবাল হোসেনের মৃত্যু হয় এবং গুরুতর আহত হন নাসির উদ্দিন। দুর্ঘটনার পর আহত নাসির উদ্দিনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ছাড়া নিহত ব্যক্তির মরদেহ ঘটনাস্থল থেকে বাড়িতে নিয়ে গেছেন তাঁর স্বজনেরা। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চাকরির নামে মিরপুর-শেওড়াপাড়ায় বাসায় ডেকে নারীর সঙ্গে ভিডিও ধারণের পর টাকা হাতিয়ে নিত ‘হানি ট্র্যাপ’ চক্র

দনবাস চান পুতিন—ন্যাটো তো নয়ই, পশ্চিমা সেনাও থাকবে না ইউক্রেনে

দুস্থদের ৩৪ লাখ টাকা নিয়ে লাপাত্তা মোহনগঞ্জ সমাজসেবা কর্মকর্তা

ফরিদপুরে চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদে সেবা বন্ধের ঘোষণা

তথ্য যাচাইয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করবেন—ইউটিউব চ্যানেলে সিইসির বার্তা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত