Ajker Patrika

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বসছে কৃত্রিম বুদ্ধিমত্তার সিসি ক্যামেরা

ফেনী প্রতিনিধি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বসছে কৃত্রিম বুদ্ধিমত্তার সিসি ক্যামেরা

প্রথমবারের মতো ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বসছে কৃত্রিম বুদ্ধিমত্তার অত্যাধুনিক সিসি ক্যামেরা। এতে সুফল পাবে চালক ও যাত্রীরা। আজ রোববার ফেনীর মহিপালে কমিউনিটি পুলিশিং ফোরামের মতবিনিময় সভায় এ কথা জানান হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজি মো. শাহাবুদ্দিন খান। 

অতিরিক্ত আইজি মো. শাহাবুদ্দিন খান বলেন, ‘বিগত সময়ে রাজনৈতিক কর্মসূচি দিয়ে মহাসড়কে অবরোধ করে যারা বাংলাদেশকে থামিয়ে দেওয়ার চেষ্টা করেছেন সেটি সফল হয়নি।’ 

এ সময় তিনি মালিক ও চালকদের উদ্দেশ্যে বলেন, ‘মহাসড়ক আইনকে পাশ কাটিয়ে কোনো অপরাধ করা যাবে না। সব গাড়ির মালিক, শ্রমিক আইনকে শ্রদ্ধা করে সড়কে চলাচল করতে হবে। মহাসড়কে কোনো সিএনজি অটোরিকশা ও থ্রি হুইলার চালানো যাবে না। এসব আইন না মানলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’ 

অতিরিক্ত ডিআইজি মো. খাইরুল আলমের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন ফেনীর পুলিশ সুপার জাকির হাসান, পৌর মেয়র নজরুল ইসলাম স্বপন, কমিউনিটি পুলিশিং কুমিল্লা রিজিয়নের সভাপতি ও স্টার লাইন গ্রুপের ভাইস চেয়ারম্যান জাফর উদ্দিন, ফেনী জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সভাপতি গোলাম নবী। 

আরও বক্তব্য দেন সড়ক পরিবহন মালিক সমিতির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আবদুস সালাম, ফাজিলপুর হাইওয়ে থানার কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি মো. মুজিবুল হক, শর্শদী ইউনিয়নের চেয়ারম্যান জানে আলম ভূইয়া প্রমুখ। সঞ্চালনা করেন হাইওয়ে পুলিশের কমিউনিটি পুলিশিংয়ের যুগ্ম সাধারণ সম্পাদক আবু মুসা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত