Ajker Patrika

ছাত্রলীগের দুই গ্রুপের ফের সংঘর্ষ, থমথমে চবি

চবি প্রতিনিধি
ছাত্রলীগের দুই গ্রুপের ফের সংঘর্ষ, থমথমে চবি

পূর্ব ঘটনার জের ধরে ফের সংঘর্ষে জড়িয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শাখা ছাত্রলীগের দুই গ্রুপ। তবে এই ঘটনায় কারও আহত হওয়ার খবর পাওয়া যায়নি। আজ শুক্রবার সন্ধ্যা সাতটার দিকে সংঘর্ষের সূত্রপাত হয়। যা আধা ঘণ্টার বেশি সময় ধরে চলতে থাকে। পরে পুলিশ ও প্রক্টরিয়াল বডির সদস্যদের উপস্থিতিতে পরিস্থিতি শান্ত হয়।

বিবাদে জড়ানো পক্ষ দুটি হলো সিক্সটি নাইন ও সিএফসি। এদের মধ্যে সিক্সটি নাইন গ্রুপের কর্মীরা নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীনের অনুসারী ও সিএফসি গ্রুপের কর্মীরা শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের অনুসারী হিসেবে ক্যাম্পাসে পরিচয় দেন। 

ছাত্রলীগের নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল বৃহস্পতিবারের সংঘর্ষের জের ধরে দুপুর থেকে দুই গ্রুপের মধ্য উত্তেজনা দেখা দেয়। সন্ধ্যায় দুই গ্রুপ সংঘর্ষে জড়িয়ে পড়ে। বর্তমানে ক্যাম্পাসে থমথমে অবস্থা বিরাজ করছে। যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। 

জানতে চাইলে শাখা ছাত্রলীগের সহসভাপতি ও সিএফসি গ্রুপের একাংশের নেতা মোহাম্মদ শরীফ উদ্দীন আজকের পত্রিকাকে বলেন, ‘পূর্বের ঘটনার জের ধরে জুমার নামাজের পর সিক্সটি নাইন গ্রুপের আকিব জাবেদ আবারও আমাদের গ্রুপের সিনিয়রদের গালিগালাজ করে। এই ঘটনার রেশ ধরে সন্ধ্যায় ঝামেলা হয়।’ 

সিক্সটি নাইন গ্রুপের নেতা ও শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন টিপু বলেন, দুই গ্রুপের মধ্য উত্তেজনা দেখা দিয়েছিল। সমাধানের জন্য আলোচনা চলছে। 

বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর নাজেমুল আলম মুরাদ বলেন, ‘দুই গ্রুপের মধ্য ঝামেলা হয়েছে। আমরা দুই পক্ষকে হলে ঢুকিয়ে দিয়েছি। পরিস্থিতি এখন শান্ত। যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।’

এর আগে কথা-কাটাকাটির জের ধরে গতকাল বৃহস্পতিবার সংঘর্ষে জড়ায় দুই গ্রুপ। এতে উভয় গ্রুপের অন্তত ছয়জন আহত হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

খালেদা জিয়ার দেশে ফেরার ফ্লাইট থেকে সরানো হলো দুই কেবিন ক্রু

নারী কমিশনের রিপোর্ট বাতিল হলে অন্যগুলোও বাতিলযোগ্য: উমামা ফাতেমা

সেদ্ধ ডিমের খোসা ছাড়ানোর সহজ উপায় জানালেন বিজ্ঞানীরা

প্রাথমিকে আবার চালু হচ্ছে বৃত্তি পরীক্ষা: গণশিক্ষা উপদেষ্টা

নারী কমিশন তৈরির জন্য জুলাই বিপ্লবে কেউ জীবন দেয়নি: মাহমুদুর রহমান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত