মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের মিরসরাইয়ের ১০ শিক্ষাপ্রতিষ্ঠানে ব্যবস্থাপনার তদারকি শুরু করেছে শিক্ষা মন্ত্রণালয়ের পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর (ডিআইএ)। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে বিভিন্ন অনিয়ম রোধে ও শিক্ষার মান উন্নয়নে এই কাজ করছে ডিআইএ।
ডিআইএ নিরীক্ষা ও পরিদর্শনের তালিকাভুক্ত মিরসরাই উপজেলার ১০টি শিক্ষাপ্রতিষ্ঠান হচ্ছে প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজ, ওসমানপুর উচ্চ বিদ্যালয়, সুফিয়া নুরিয়া ফাজিল মাদ্রাসা, কমর আলী ইউনিয়ন উচ্চ বিদ্যালয়, জাফরাবাদ উচ্চ বিদ্যালয়, মজহারুল হক চৌধুরী উচ্চ বিদ্যালয়, মিরসরাই লতিফিয়া কামিল মাদ্রাসা, মির্জাপুর বাজার ইসলামিয়া দাখিল মাদ্রাসা, আহমদিয়া হাবিবিয়া ঘনিয়া মাদ্রাসা ও করেরহাট কে এম উচ্চ বিদ্যালয়।
বিভিন্ন বিদ্যালয়ে ডিআইএয়ের নিরীক্ষা ও পরিদর্শনের বিষয়ের সত্যতা নিশ্চিত করেন মিরসরাই উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হুমায়ুন কবির খান। তিনি বলেন, ‘অডিট হলে প্রতিষ্ঠানের স্বচ্ছতা জবাবদিহি নিশ্চিত হয়। প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদ ও শিক্ষকেরা নিয়মিত প্রতিষ্ঠানের আয় ব্যয় ভাউচার নিরীক্ষা করলে প্রতিষ্ঠানগুলোর আর কোনো সমস্যা থাকে না। এ জন্য অডিট হওয়া প্রয়োজন।’
গত ১২ অক্টোবর প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে পরিদর্শন ও নিরীক্ষা বিষয়ে এক কর্মশালার আয়োজন করা হয়। এ সময় শিক্ষা অধিদপ্তরের সহকারী শিক্ষা পরিদর্শক মোহাম্মদ ওয়ায়েছ আলকারনী মুন্সী ও অডিট অফিসার ফিরোজ হোসেনসহ তালিকাভুক্ত ১০ শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানের উপস্থিত ছিলেন। ১৮ অক্টোবরের বুধবারের মধ্যে তালিকাভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের ও শিক্ষকদের প্রয়োজনীয় তথ্য নিরীক্ষা ও পরিদর্শন শেষ হবে। গত ১০ অক্টোবর শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের এক অফিস আদেশে বিষয়টি জানানো হয়েছে।
গত রোববার শিক্ষা অধিদপ্তরের সহকারী শিক্ষা পরিদর্শক মোহাম্মদ ওয়ায়েছ আলকারনী মুন্সী বলেন, ‘পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের অধীন একটি স্বতন্ত্র অধিদপ্তর। প্রতিবছর শিক্ষা প্রতিষ্ঠানগুলো অডিট করার নিয়ম থাকলেও অধিদপ্তরের জনবল সংকটের কারণে তা সম্ভব হয় না। এই যেমন মিরসরাইয়ের প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজ ২০০৭ সালে একবার অডিট হয়েছে এরপর এখন অডিট হচ্ছে। এ ছাড়া মিরসরাই লতিফিয়া কামিল মাদ্রাসা ১২ বছর পর অডিট হচ্ছে।’
অনেক বছর পরিদর্শন না হওয়ায় প্রতিষ্ঠানগুলোর আয়-ব্যয় ও নিয়োগ সংক্রান্ত কিছু সমস্যা সৃষ্টি হয় বলে জানান সহকারী শিক্ষা পরিদর্শক মোহাম্মদ ওয়ায়েছ আলকারনী। তিনি বলেন, ‘তবে তুলনামূলক বেশি অসংগতি পাওয়া যায়নি মিরসরাইতে। ভবিষ্যতে অটোমেশনে অডিট হলে কাজ আরও দ্রুত হবে।’
সহকারী শিক্ষা পরিদর্শক মোহাম্মদ ওয়ায়েছ আলকারনী বলেন, ‘পরিদর্শনের সময় প্রতিষ্ঠানে বরাদ্দ করা জাতীয় বাজেটের সদ্ব্যবহার, সঠিক হিসাব সংরক্ষণ, প্রশাসনিক ও আর্থিক ব্যবস্থাপনা উন্নয়নে নির্দেশনা এবং পরিদর্শনকালে চিহ্নিত অনিয়মিত ব্যয় ও তছরুপ সম্পর্কে প্রমাণ থাকলে মন্ত্রণালয়ে প্রতিবেদন পেশ করা হয়।’
এ বিষয়ে মিরসরাই লতিফিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মোহাম্মদ একরামুল হক বলেন, ‘নিরীক্ষা ও পরিদর্শকদের চাহিদা অনুযায়ী আমাদের প্রতিষ্ঠান এবং সব শিক্ষকদের তথ্য ১৭ অক্টোবর জমা দেব।’
প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আবচার উদ্দিন বলেন, ‘১২ অক্টোবর আমাদের কলেজে ১০টি শিক্ষাপ্রতিষ্ঠানের একটি কর্মশালা আয়োজন করে মন্ত্রণালয়ের পরিদর্শকেরা। কর্মশালা শেষে কলেজে অডিট করেছেন সংশ্লিষ্টরা। শিক্ষক নিয়োগ, প্রতিষ্ঠানের আয় ব্যয়সহ ৫৩টি খাতের সব তথ্য ১৬ অক্টোবর অডিট টিমের কাছে পৌঁছাতে হবে।’
চট্টগ্রামের মিরসরাইয়ের ১০ শিক্ষাপ্রতিষ্ঠানে ব্যবস্থাপনার তদারকি শুরু করেছে শিক্ষা মন্ত্রণালয়ের পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর (ডিআইএ)। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে বিভিন্ন অনিয়ম রোধে ও শিক্ষার মান উন্নয়নে এই কাজ করছে ডিআইএ।
ডিআইএ নিরীক্ষা ও পরিদর্শনের তালিকাভুক্ত মিরসরাই উপজেলার ১০টি শিক্ষাপ্রতিষ্ঠান হচ্ছে প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজ, ওসমানপুর উচ্চ বিদ্যালয়, সুফিয়া নুরিয়া ফাজিল মাদ্রাসা, কমর আলী ইউনিয়ন উচ্চ বিদ্যালয়, জাফরাবাদ উচ্চ বিদ্যালয়, মজহারুল হক চৌধুরী উচ্চ বিদ্যালয়, মিরসরাই লতিফিয়া কামিল মাদ্রাসা, মির্জাপুর বাজার ইসলামিয়া দাখিল মাদ্রাসা, আহমদিয়া হাবিবিয়া ঘনিয়া মাদ্রাসা ও করেরহাট কে এম উচ্চ বিদ্যালয়।
বিভিন্ন বিদ্যালয়ে ডিআইএয়ের নিরীক্ষা ও পরিদর্শনের বিষয়ের সত্যতা নিশ্চিত করেন মিরসরাই উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হুমায়ুন কবির খান। তিনি বলেন, ‘অডিট হলে প্রতিষ্ঠানের স্বচ্ছতা জবাবদিহি নিশ্চিত হয়। প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদ ও শিক্ষকেরা নিয়মিত প্রতিষ্ঠানের আয় ব্যয় ভাউচার নিরীক্ষা করলে প্রতিষ্ঠানগুলোর আর কোনো সমস্যা থাকে না। এ জন্য অডিট হওয়া প্রয়োজন।’
গত ১২ অক্টোবর প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে পরিদর্শন ও নিরীক্ষা বিষয়ে এক কর্মশালার আয়োজন করা হয়। এ সময় শিক্ষা অধিদপ্তরের সহকারী শিক্ষা পরিদর্শক মোহাম্মদ ওয়ায়েছ আলকারনী মুন্সী ও অডিট অফিসার ফিরোজ হোসেনসহ তালিকাভুক্ত ১০ শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানের উপস্থিত ছিলেন। ১৮ অক্টোবরের বুধবারের মধ্যে তালিকাভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের ও শিক্ষকদের প্রয়োজনীয় তথ্য নিরীক্ষা ও পরিদর্শন শেষ হবে। গত ১০ অক্টোবর শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের এক অফিস আদেশে বিষয়টি জানানো হয়েছে।
গত রোববার শিক্ষা অধিদপ্তরের সহকারী শিক্ষা পরিদর্শক মোহাম্মদ ওয়ায়েছ আলকারনী মুন্সী বলেন, ‘পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের অধীন একটি স্বতন্ত্র অধিদপ্তর। প্রতিবছর শিক্ষা প্রতিষ্ঠানগুলো অডিট করার নিয়ম থাকলেও অধিদপ্তরের জনবল সংকটের কারণে তা সম্ভব হয় না। এই যেমন মিরসরাইয়ের প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজ ২০০৭ সালে একবার অডিট হয়েছে এরপর এখন অডিট হচ্ছে। এ ছাড়া মিরসরাই লতিফিয়া কামিল মাদ্রাসা ১২ বছর পর অডিট হচ্ছে।’
অনেক বছর পরিদর্শন না হওয়ায় প্রতিষ্ঠানগুলোর আয়-ব্যয় ও নিয়োগ সংক্রান্ত কিছু সমস্যা সৃষ্টি হয় বলে জানান সহকারী শিক্ষা পরিদর্শক মোহাম্মদ ওয়ায়েছ আলকারনী। তিনি বলেন, ‘তবে তুলনামূলক বেশি অসংগতি পাওয়া যায়নি মিরসরাইতে। ভবিষ্যতে অটোমেশনে অডিট হলে কাজ আরও দ্রুত হবে।’
সহকারী শিক্ষা পরিদর্শক মোহাম্মদ ওয়ায়েছ আলকারনী বলেন, ‘পরিদর্শনের সময় প্রতিষ্ঠানে বরাদ্দ করা জাতীয় বাজেটের সদ্ব্যবহার, সঠিক হিসাব সংরক্ষণ, প্রশাসনিক ও আর্থিক ব্যবস্থাপনা উন্নয়নে নির্দেশনা এবং পরিদর্শনকালে চিহ্নিত অনিয়মিত ব্যয় ও তছরুপ সম্পর্কে প্রমাণ থাকলে মন্ত্রণালয়ে প্রতিবেদন পেশ করা হয়।’
এ বিষয়ে মিরসরাই লতিফিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মোহাম্মদ একরামুল হক বলেন, ‘নিরীক্ষা ও পরিদর্শকদের চাহিদা অনুযায়ী আমাদের প্রতিষ্ঠান এবং সব শিক্ষকদের তথ্য ১৭ অক্টোবর জমা দেব।’
প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আবচার উদ্দিন বলেন, ‘১২ অক্টোবর আমাদের কলেজে ১০টি শিক্ষাপ্রতিষ্ঠানের একটি কর্মশালা আয়োজন করে মন্ত্রণালয়ের পরিদর্শকেরা। কর্মশালা শেষে কলেজে অডিট করেছেন সংশ্লিষ্টরা। শিক্ষক নিয়োগ, প্রতিষ্ঠানের আয় ব্যয়সহ ৫৩টি খাতের সব তথ্য ১৬ অক্টোবর অডিট টিমের কাছে পৌঁছাতে হবে।’
যশোরের মনিরামপুর উপজেলার পলাশী পূর্বপাড়ার ভ্যানচালক মিজানুর রহমান জ্বর-ব্যথা নিয়ে গিয়েছিলেন পাশের বাসুদেবপুর কমিউনিটি ক্লিনিকে। সেখানে কমিউনিটি হেলথকেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) মিতা রাণী দত্ত রোগের কথা শুনেই তাঁকে স্থানীয় পল্লিচিকিৎসক বা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাওয়ার পরামর্শ দেন।
২ ঘণ্টা আগেদীর্ঘদিন সংস্কার না করায় রাজধানীর জুরাইন-দয়াগঞ্জ সড়কটি বেহাল হয়ে পড়েছে। সড়কের গেন্ডারিয়া রেলস্টেশনের সামনের অংশে অসংখ্য খানাখন্দ সৃষ্টি হয়েছে। এসব খানাখন্দ কোথাও কোথাও এক থেকে দেড় ফুট পর্যন্ত গভীর। বৃষ্টির পানি জমে সেসব গর্ত পুকুরের রূপ ধারণ করেছে।
২ ঘণ্টা আগেঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন আগামী ৯ সেপ্টেম্বর। এই নির্বাচনের মাত্র এক মাস আগে বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে ছাত্র রাজনীতিতে নিষেধাজ্ঞা বহাল রাখায় ক্যাম্পাসে সক্রিয় ছাত্রসংগঠনগুলোর মধ্যে বিরোধ আরও বেড়েছে।
৩ ঘণ্টা আগেরাজধানীর নিউমার্কেট এলাকার বিভিন্ন দোকান ও গুদামে অভিযান চালিয়ে প্রায় ১ হাজার ১০০টি ধারালো অস্ত্র উদ্ধার করেছে সেনাবাহিনী। উদ্ধারকৃত অস্ত্রগুলোর মধ্যে রয়েছে কিশোর গ্যাং ও ছিনতাইকারীদের ব্যবহৃত কুখ্যাত ‘সামুরাই’ চাপাতি ও অন্যান্য ধারালো অস্ত্র।
৫ ঘণ্টা আগে