লক্ষ্মীপুর প্রতিনিধি
জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, ‘গত ১৫ বছর ধরে অনেক নির্যাতন, হামলা, মামলা গুম-খুন ও নিপীড়নের শিকার হয়েছেন হাজার হাজার নেতা-কর্মী ও সাধারণ মানুষ। ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে খুনি শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যান ভারতে। কিন্তু এখনো দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। বাংলাদেশের আকাশে কালো মেঘ দেখা যাচ্ছে। দেশের গণতন্ত্রকে ব্যাহত হতে দেওয়া হবে না। ঐক্যবদ্ধভাবে তা মোকাবিলা করা হবে।’
আজ শনিবার সকালে লক্ষ্মীপুর শহরের দারুল আমান একাডেমি কার্যালয়ের হলরুমে জেলা জামায়াতের দায়িত্বশীল নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় জামায়াতের নায়েবে আমির এসব কথা বলেন।
জামায়াতের জেলা আমির রুহুল আমিন ভূঁইয়ার সভাপতিত্বে ও সেক্রেটারি ফারুক হোসাইন নুর নবীর সঞ্চালনায় ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের আরও বলেন, ‘নির্বাচন কমিশনসহ সব খাত দ্রুত সংস্কার করে নির্বাচন দিন। নির্বাচন নিয়ে কালক্ষেপণ করবেন না। এই কালক্ষেপণ জনগণ মেনে নেবে না।’
চাঁদাবাজ, স্বৈরাচারী, সন্ত্রাসী ও দুনীর্তিবাজদের ভবিষ্যতে ভোট না দেওয়ার আহ্বান জানান জামায়াতের এই নেতা। পাশাপাশি জনগণ যেন সৎ ও যোগ্য প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করে, সেই অনুরোধ করেন তিনি।
মতবিনিময় সভায় ঢাকা উত্তর জামায়াতের সেক্রেটারি ও শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ড. রেজাউল করিম বলেন, ‘ছাত্র-জনতার আন্দোলন ও তাঁদের নিয়ে কেউ কেউ বিরূপ মন্তব্য করবেন না। এটা কোনোভাবে বরদাশত করা হবে না। ছাত্র-জনতার এই আন্দোলনে আমরা দ্বিতীয় স্বাধীন বাংলাদেশ পেয়েছি। তাই কাউকে খাটো করে দেখার কিছু নেই। সবাই মিলে সুন্দর একটি বাংলাদেশ গড়ার যে প্রত্যয় নিয়ে অগ্রসর হচ্ছি, তা নিয়ে আমাদের কাজ করতে হবে।’
এ সময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমির এ আর হাফিজ উল্যাহ, লক্ষ্মীপুর দারুল উলুম কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ আবদুল্লাহ, সহসেক্রেটারি মহসিন কবির মুরাদ ও নাছির উদ্দিন মাহমুদ, শহর জামায়াতের আমির আবুল ফারাহ নিশান, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মমিন উল্যাহ পাটওয়ারী, জেলা শিবিরের সভাপতি মনির হোসেন, শহর শিবির সভাপতি আরমান হোসেন পাটওয়ারী, সেক্রেটারি ফরিদ উদ্দিন প্রমুখ।
জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, ‘গত ১৫ বছর ধরে অনেক নির্যাতন, হামলা, মামলা গুম-খুন ও নিপীড়নের শিকার হয়েছেন হাজার হাজার নেতা-কর্মী ও সাধারণ মানুষ। ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে খুনি শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যান ভারতে। কিন্তু এখনো দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। বাংলাদেশের আকাশে কালো মেঘ দেখা যাচ্ছে। দেশের গণতন্ত্রকে ব্যাহত হতে দেওয়া হবে না। ঐক্যবদ্ধভাবে তা মোকাবিলা করা হবে।’
আজ শনিবার সকালে লক্ষ্মীপুর শহরের দারুল আমান একাডেমি কার্যালয়ের হলরুমে জেলা জামায়াতের দায়িত্বশীল নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় জামায়াতের নায়েবে আমির এসব কথা বলেন।
জামায়াতের জেলা আমির রুহুল আমিন ভূঁইয়ার সভাপতিত্বে ও সেক্রেটারি ফারুক হোসাইন নুর নবীর সঞ্চালনায় ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের আরও বলেন, ‘নির্বাচন কমিশনসহ সব খাত দ্রুত সংস্কার করে নির্বাচন দিন। নির্বাচন নিয়ে কালক্ষেপণ করবেন না। এই কালক্ষেপণ জনগণ মেনে নেবে না।’
চাঁদাবাজ, স্বৈরাচারী, সন্ত্রাসী ও দুনীর্তিবাজদের ভবিষ্যতে ভোট না দেওয়ার আহ্বান জানান জামায়াতের এই নেতা। পাশাপাশি জনগণ যেন সৎ ও যোগ্য প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করে, সেই অনুরোধ করেন তিনি।
মতবিনিময় সভায় ঢাকা উত্তর জামায়াতের সেক্রেটারি ও শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ড. রেজাউল করিম বলেন, ‘ছাত্র-জনতার আন্দোলন ও তাঁদের নিয়ে কেউ কেউ বিরূপ মন্তব্য করবেন না। এটা কোনোভাবে বরদাশত করা হবে না। ছাত্র-জনতার এই আন্দোলনে আমরা দ্বিতীয় স্বাধীন বাংলাদেশ পেয়েছি। তাই কাউকে খাটো করে দেখার কিছু নেই। সবাই মিলে সুন্দর একটি বাংলাদেশ গড়ার যে প্রত্যয় নিয়ে অগ্রসর হচ্ছি, তা নিয়ে আমাদের কাজ করতে হবে।’
এ সময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমির এ আর হাফিজ উল্যাহ, লক্ষ্মীপুর দারুল উলুম কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ আবদুল্লাহ, সহসেক্রেটারি মহসিন কবির মুরাদ ও নাছির উদ্দিন মাহমুদ, শহর জামায়াতের আমির আবুল ফারাহ নিশান, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মমিন উল্যাহ পাটওয়ারী, জেলা শিবিরের সভাপতি মনির হোসেন, শহর শিবির সভাপতি আরমান হোসেন পাটওয়ারী, সেক্রেটারি ফরিদ উদ্দিন প্রমুখ।
মোংলায় এনসিপির শ্রমিক সংগঠনের পূর্বঘোষিত সমাবেশ বিএনপি–সমর্থিত শ্রমিকদের হামলায় পণ্ড হয়ে গেছে। এতে এনসিপির নেত্রীসহ অন্তত ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। গতকাল মঙ্গলবার বিকেলে এ ঘটনা ঘটে।
১০ মিনিট আগেচট্টগ্রামে স্কুলে গিয়ে নিখোঁজের পরদিন মো. রাহাত (১৩) নামের এক শিক্ষার্থীর লাশ কর্ণফুলী নদীর তীর থেকে উদ্ধার করা হয়েছে। শিশুটির স্বজনদের অভিযোগ, পূর্বশত্রুতার জেরে রাহাতের বন্ধুরা তাকে হত্যা করেছে। আজ বুধবার ভোরে নগরের চান্দগাঁও থানার হামিদচর এলাকায় কর্ণফুলীর তীরে কর্দমাক্ত অবস্থায় রাহাতের লাশ উদ্ধার
১৬ মিনিট আগেকুষ্টিয়ার পৃথক স্থানে বজ্রপাতে দুজন নিহত হয়েছেন। আজ বুধবার দুপুরে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন কুমারখালী উপজেলার কয়া ইউনিয়নের সুলতানপুর গ্রামের মৃত চয়েন উদ্দিন মৃধার ছেলে জহুরুল ইসলাম মৃধা (৪৫) ও মিরপুর উপজেলার বারুইপাড়া ইউনিয়নের বিভাগ গ্রামের মফিজ উদ্দিনের
৩০ মিনিট আগেরাজধানীর আফতাবনগর এলাকায় আবাসিক ভবনের দশতলা ছাদ থেকে পড়ে তাসকিয়া তানহা (১৪) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল। আজ বুধবার (৩০ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে স্বজনেরা মুমূর্ষু অবস্থায় ওই শিক্ষার্থীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎ
১ ঘণ্টা আগে