Ajker Patrika

বিএনপি-জামায়াত বিশৃঙ্খলার চেষ্টায় ছিল, আ.লীগের সতর্কতার কারণে সম্ভব হয়নি: তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
আপডেট : ০১ জানুয়ারি ২০২৩, ০৯: ৪৫
বিএনপি-জামায়াত বিশৃঙ্খলার চেষ্টায় ছিল, আ.লীগের সতর্কতার কারণে সম্ভব হয়নি: তথ্যমন্ত্রী

গণমিছিলের নামে বিএনপি-জামায়াত ঢাকায় বড় বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করেছিল। কিন্তু আওয়ামী লীগের নেতা-কর্মীদের সতর্ক অবস্থানের কারণে তা সম্ভব হয়নি বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।

আজ শনিবার চট্টগ্রাম নগরীর দেওয়ানজী পুকুরপাড়ের বাসভবনে সাংবাদিকদের সঙ্গে সমসাময়িক বিষয়ে মতবিনিময়কালে তথ্যমন্ত্রী এ কথা বলেন। 

এ সময় তথ্যমন্ত্রী আরও বলেন, এর পরও বিএনপির প্রধান সহযোগী জামায়াতে ইসলামী পুলিশের ওপর হামলা পরিচালনা করেছে। পুলিশ বাহিনীর ধৈর্যের কারণে তারা সেই বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারেনি।’

ঢাকায় বিএনপির গণমিছিল কর্মসূচি থেকে পুলিশের ওপর জামায়াত-শিবিরের হামলার ঘটনা কেন হলো এবং পুলিশের কী প্রস্তুতি ছিল, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, ‘আসলে ১০ ডিসেম্বর বিএনপি বুঝতে পেরেছে তাদের সঙ্গে জনগণ নাই। ১০ লাখ মানুষের সমাবেশ করবে বলেছিল। সেখানে বড়জোর ৫০ থেকে ৬০ হাজার মানুষ জমায়েত করতে পেরেছে। এরপর থেকেই বিএনপি আসলে হতাশ। তাদের রাজনীতি পুরোটাই ষড়যন্ত্রের ওপর নির্ভরশীল। সে কারণেই তারা একটি বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে।’

চিত্রনায়িকা মাহিয়া মাহির মনোনয়ন চাওয়া নিয়ে আলোচনা-সমালোচনা হচ্ছে—সাংবাদিকদের এমন প্রশ্নে তথ্যমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ আওয়ামী লীগের নীতি-মতাদর্শে বিশ্বাস করে এমন যে কেউ মনোনয়ন চাইতে পারেন। সে ক্ষেত্রে কোনো চিত্রনায়ক-নায়িকা চাইলে সেটি অপরাধ নয়। পশ্চিম বাংলাসহ পুরো ভারতে মিডিয়া জগতের অনেককেই মনোনয়ন দেওয়া হয়।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত