Ajker Patrika

বাবার সঙ্গে পরীক্ষা দিতে যাওয়ার সময় সড়ক দুর্ঘটনায় পরীক্ষার্থীর মৃত্যু

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
বাবার সঙ্গে পরীক্ষা দিতে যাওয়ার সময় সড়ক দুর্ঘটনায় পরীক্ষার্থীর মৃত্যু

চট্টগ্রামের সীতাকুণ্ডে বাবার সঙ্গে পরীক্ষা দিতে যাওয়ার সময় সড়ক দুর্ঘটনায় নিহত হন ফাতেমা জাহান জেবা (১৯) নামের এক এইচএসসি শিক্ষার্থী। আজ শনিবার বিকেল ৩টায় উপজেলার ফৌজদারহাট লিংক রোডে এ দুর্ঘটনা ঘটে। 

দুর্ঘটনায় নিহত জেবা সীতাকুণ্ডের সলিমপুর ইউনিয়নের ফৌজদারহাট কালুশাহ নগর এলাকার মানউল্ল্যাহ ফৌজদার বাড়ির ফারুক সানির মেয়ে। তিনি চট্টগ্রাম নগরীর এনায়েত বাজার মহিলা কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী। 

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার দুপুর ২টার পর মোটরসাইকেলে মেয়েকে কলেজে পৌঁছে দিতে বায়েজিদ লিংক রোড ধরে যাচ্ছিলেন বাবা ফারুক সানি। মোটরসাইকেলটি ওই এলাকা অতিক্রমকালে পেছন থেকে দ্রুতগতিতে আসা বিএসআরএম কারখানার মালবাহী লরি পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গিয়ে লরির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই কলেজছাত্রী জেবার মৃত্যু হয়। 

এদিকে চোখের সামনে মেয়ের মর্মান্তিক মৃত্যু দেখে বেশ কয়েকবার সড়কে চলাচলরত গাড়ির নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন জেবার বাবা ফারুক। অন্যদিকে শনিবার বিকেলে আইনি প্রক্রিয়া শেষে জেবার মরদেহ বাড়িতে নিয়ে এলে পুরো বাড়িতে কান্নার রোল পড়ে যায়। বাড়ির উঠানে জেবার পড়ে থাকা নিথর দেহের পাশে বিলাপ করতে করতে সংজ্ঞাহীন হয়ে মাটিতে লুটিয়ে পড়েন তাঁর মা। 

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ তৌহিদ বলেন, মালবাহী লরিটি নিয়ন্ত্রণহীন হয়ে পেছন থেকে মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে বাবার পেছনে থাকা কলেজছাত্রী জেবা ছিটকে পড়েন। লরির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে প্রাণ হারান তিনি। আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ তাঁর স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফোন-ইন্টারনেট ভাতা পাচ্ছেন মাঠ প্রশাসনের সব কর্মচারী

এস আলমের জামাতার পেটে ৩৭৪৫ কোটি টাকা

ভাড়া বাড়িতে চলা ১৬ বিশ্ববিদ্যালয়ে ভর্তিসহ সব শিক্ষা কার্যক্রম বন্ধের নির্দেশ

পিপির বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব ৪৯ জন সহকারী পিপির

জোবাইদার নিরাপত্তার নামে প্রতিবেশীদের বিরক্ত না করার নির্দেশ তারেক রহমানের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত