কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজারের টেকনাফ উপকূলে বৈরী আবহাওয়ার কবলে পড়ে একটি মাছ ধরার ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এ সময় ট্রলারে থাকা ৪ জেলে আরেকটি ট্রলারে উঠতে সক্ষম হলেও এক জেলে নিখোঁজ রয়েছে।
আজ শুক্রবার উপজেলার শাহপরীর দ্বীপ পশ্চিম পাড়া উপকূলের বঙ্গোপসাগরে এ দুর্ঘটনা ঘটে।
নিখোঁজ জেলের নাম আবদুর রহমান। তিনি শাহপরীর দ্বীপ ৭ নম্বর ওয়ার্ডের মাঝের পাড়া গ্রামের হাফেজ উল্লাহর ছেলে।
এ তথ্য নিশ্চিত করেছেন শাহপরীর দ্বীপ পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) নাজমুল হক। তিনি বলেন, কয়েক দিন ধরে বৈরী আবহাওয়ার কারণে সাগর উত্তাল রয়েছে। এ কারণে ট্রলারটিও দুর্ঘটনার শিকার হয়েছে।
সাবরাং ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের (ইউপি) সদস্য আবদুল মান্নান জানান, ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ আব্দুর রহমানের সন্ধানে সাগরে টহলে নেমেছে কোস্টগার্ড ও স্থানীয় জেলেরা।
ডুবে যাওয়া ট্রলারটির মালিক বকসু মিয়া জানান, প্রতিদিনের মতো ট্রলার নিয়ে পাঁচজন মাঝিমাল্লা সাগরে মাছ শিকারে যায়। মাছ শিকার করে ফেরার সময় শাহপরীর দ্বীপ উপকূলে সাগরের একটি ঢেউয়ের আঘাতে ট্রলারটি কাত হয়ে ডুবে যায়। তাৎক্ষণিক মাঝিসহ ৪ জন সাঁতরে আরেকটি ট্রলারে উঠে পড়ে। কিন্তু রহমত উল্লাহ নামের এক জেলে উঠতে পারেনি। তিনি নিখোঁজ রয়েছেন। অন্যরা নিরাপদে বাড়ি ফিরেছেন।
এর আগে ২৪ জুলাই একই এলাকায় ট্রলার ও স্পিডবোট ডুবে তিন যুবকের মৃত্যু হয়েছে।
কক্সবাজারের টেকনাফ উপকূলে বৈরী আবহাওয়ার কবলে পড়ে একটি মাছ ধরার ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এ সময় ট্রলারে থাকা ৪ জেলে আরেকটি ট্রলারে উঠতে সক্ষম হলেও এক জেলে নিখোঁজ রয়েছে।
আজ শুক্রবার উপজেলার শাহপরীর দ্বীপ পশ্চিম পাড়া উপকূলের বঙ্গোপসাগরে এ দুর্ঘটনা ঘটে।
নিখোঁজ জেলের নাম আবদুর রহমান। তিনি শাহপরীর দ্বীপ ৭ নম্বর ওয়ার্ডের মাঝের পাড়া গ্রামের হাফেজ উল্লাহর ছেলে।
এ তথ্য নিশ্চিত করেছেন শাহপরীর দ্বীপ পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) নাজমুল হক। তিনি বলেন, কয়েক দিন ধরে বৈরী আবহাওয়ার কারণে সাগর উত্তাল রয়েছে। এ কারণে ট্রলারটিও দুর্ঘটনার শিকার হয়েছে।
সাবরাং ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের (ইউপি) সদস্য আবদুল মান্নান জানান, ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ আব্দুর রহমানের সন্ধানে সাগরে টহলে নেমেছে কোস্টগার্ড ও স্থানীয় জেলেরা।
ডুবে যাওয়া ট্রলারটির মালিক বকসু মিয়া জানান, প্রতিদিনের মতো ট্রলার নিয়ে পাঁচজন মাঝিমাল্লা সাগরে মাছ শিকারে যায়। মাছ শিকার করে ফেরার সময় শাহপরীর দ্বীপ উপকূলে সাগরের একটি ঢেউয়ের আঘাতে ট্রলারটি কাত হয়ে ডুবে যায়। তাৎক্ষণিক মাঝিসহ ৪ জন সাঁতরে আরেকটি ট্রলারে উঠে পড়ে। কিন্তু রহমত উল্লাহ নামের এক জেলে উঠতে পারেনি। তিনি নিখোঁজ রয়েছেন। অন্যরা নিরাপদে বাড়ি ফিরেছেন।
এর আগে ২৪ জুলাই একই এলাকায় ট্রলার ও স্পিডবোট ডুবে তিন যুবকের মৃত্যু হয়েছে।
গাজীপুরের টঙ্গীতে বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করে শ্রমিক বিক্ষোভ করছেন। আজ বুধবার সকাল ১০টা থেকে টঙ্গীর খাঁ-পাড়া এলাকার সিজন্স ড্রেসেস লিমিটেড নামক কারখানার শ্রমিকেরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়ে এ বিক্ষোভ করেন।
৫ মিনিট আগেকুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীতে টর্নেডো সৃষ্টি হয়ে পানি আকাশে উঠে যাওয়ার ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার বিকেলের দিকে উপজেলার মরিচা ইউনিয়নের কোলদিয়াড় এলাকায় পদ্মা নদীতে এ ঘটনা ঘটে। ইতিমধ্যে এ দৃশ্যের বেশ কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া...
৪২ মিনিট আগে২০০৭ সালে আমান দম্পতির বিরুদ্ধে মামলা করে দুদক। ওই বছরের ২১ জুন রায় দেন বিচারিক আদালত। রায়ে আমানকে ১৩ বছরের ও তাঁর স্ত্রীকে তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়। পরে রায়ের বিরুদ্ধে তাঁরা হাইকোর্টে আপিল করেন। ২০১০ সালে হাইকোর্ট তাঁদের খালাস দেন। পরবর্তীতে দুদক আপিল করলে ২০১৪ সালে হাইকোর্টের দেওয়া রায় বাতিল কর
১ ঘণ্টা আগেগাজীপুর মহানগরীর পূবাইলে ধর্ষণের অভিযোগে মসজিদের এক ইমামকে গত ২০ এপ্রিল সকালে গণপিটুনি দেন স্থানীয়রা। পরে পুলিশ ইমামকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। ধর্ষণের ঘটনায় তার বিরুদ্ধে মামলা হলে পুলিশ তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়। কারাগারে অসুস্থ হয়ে ওই ইমামের মৃত্যু হয়। ইমামের এই মৃত্যুকে পরিকল্পিত...
১ ঘণ্টা আগে