Ajker Patrika

খুঁটিতে বেঁধে ইলেকট্রিশিয়ানকে নির্যাতনের ঘটনায় গ্রেপ্তার ২

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি 
কুমিল্লা হাসপাতালে চিকিৎসাধীন ইমরান হোসেন। ছবি: সংগৃহীত
কুমিল্লা হাসপাতালে চিকিৎসাধীন ইমরান হোসেন। ছবি: সংগৃহীত

কুমিল্লার চৌদ্দগ্রামে খুঁটিতে বেঁধে যুবককে নির্যাতনের ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার দুপুরে তাঁদের গ্রেপ্তার করা হয়।

এর আগে গত শুক্রবার রাতে উপজেলার দৌলতপুর গ্রামে ইমরান হোসেন নামের এক যুবককে বৈদ্যুতিক খুঁটিতে বেঁধে নির্যাতনের ঘটনা ঘটে। এ ঘটনায় ১৮ জনের বিরুদ্ধে মামলা করা হয়।

গ্রেপ্তার দুজন হলেন দৌলতপুর গ্রামের এছাক মিয়াজী (৫০) ও মো. রুবেল (২৫)।

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গত শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে প্রায় রাত ৯টা পর্যন্ত এ নির্যাতন চলে। এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে একই গ্রামের শহিদুর রেজা রতন মিয়াজীকে প্রধান আসামি করে ১৮ জনের বিরুদ্ধে থানায় মামলা করেন।

ওসি আরও বলেন, মামলার এজাহারভুক্ত আসামি এছাক মিয়াজী ও রুবেলকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতে পোশাকের অর্ডার স্থগিত করছে মার্কিন ক্রেতারা, বাংলাদেশ-ভিয়েতনামে কারখানা স্থানান্তরের পরামর্শ

মোবাইল-টাকা ছিনতাইয়ের পর দুই তরুণীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৩

১১ বছর বয়সেই যৌন সম্পর্ক, ১৩-তে ছয় নারীর শয্যাসঙ্গী হন এই ব্রিটিশ রাজপুত্র

যুক্তরাষ্ট্র থেকে সাড়ে ৩ বিলিয়ন ডলারের অস্ত্রক্রয় চুক্তি স্থগিত করেছে ভারত

পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ওপর ‘দমন-পীড়নে’ ২০২ শিক্ষকের উদ্বেগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত