উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি
কক্সবাজারের উখিয়ার ১৮ নং রোহিঙ্গা ক্যাম্পের বি ব্লকের হেড-মাঝি আজিম উদ্দিন হত্যা মামলায় আরেক ক্যাম্পের এক হেড-মাঝিকে গ্রেপ্তার করেছে ১৪ এপিবিএন।
গ্রেপ্তার হেড মাঝি হলেন ২০ নং রোহিঙ্গা ক্যাম্পের এম/ ২২ ব্লকের নূর মোহাম্মদ (৪০)। নূর মোহাম্মদ হেডমাঝি আজিম উদ্দিনের হত্যা মামলার এজাহারভুক্ত ১৫ নং আসামি।
সোমবার (১৩ জুন) প্রেসনোটের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন ১৪ এপিবিএনের অধিনায়ক পুলিশ সুপার নাঈমুল হক।
তিনি বলেন, ‘রোববার দিবাগত রাতে এপিবিএনের একটি টিম দীর্ঘ দুই ঘণ্টার বিশেষ অভিযান চালিয়ে ওয়ালাপালং পুলিশ ক্যাম্পের অন্তর্ভুক্ত ২০ নং রোহিঙ্গা ক্যাম্পের নিজ বাড়ি থেকে নুর মোহাম্মদকে গ্রেপ্তার করে। এ ব্যাপারে পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন।’
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার (৯ জুন) রাতে বালুখালীর ১৮ নং রোহিঙ্গা ক্যাম্পের বি ব্লকের সাব ব্লক এম/ ৯ এ ১৫-২০ জন অস্ত্রধারীর অতর্কিত হামলায় নিহত হন আজিম উদ্দিন।
ঘটনার পরদিন শুক্রবার উখিয়া থানায় ৩০২ / ৩৪ ধারায় ১৫ জনের নাম উল্লেখ ও আরো ১৫ / ২০ জনকে অজ্ঞাত আসামি করে হত্যা মামলা করেন নিহতের স্ত্রী সমসিদা।
আলোচিত এই হত্যা মামলায় এখন পর্যন্ত চারজন গ্রেপ্তার হয়েছেন। এর আগে শুক্রবার রাতে এজাহারভুক্ত তিন আসামিকে গ্রেপ্তার করে ৮ এপিবিএন।
কক্সবাজারের উখিয়ার ১৮ নং রোহিঙ্গা ক্যাম্পের বি ব্লকের হেড-মাঝি আজিম উদ্দিন হত্যা মামলায় আরেক ক্যাম্পের এক হেড-মাঝিকে গ্রেপ্তার করেছে ১৪ এপিবিএন।
গ্রেপ্তার হেড মাঝি হলেন ২০ নং রোহিঙ্গা ক্যাম্পের এম/ ২২ ব্লকের নূর মোহাম্মদ (৪০)। নূর মোহাম্মদ হেডমাঝি আজিম উদ্দিনের হত্যা মামলার এজাহারভুক্ত ১৫ নং আসামি।
সোমবার (১৩ জুন) প্রেসনোটের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন ১৪ এপিবিএনের অধিনায়ক পুলিশ সুপার নাঈমুল হক।
তিনি বলেন, ‘রোববার দিবাগত রাতে এপিবিএনের একটি টিম দীর্ঘ দুই ঘণ্টার বিশেষ অভিযান চালিয়ে ওয়ালাপালং পুলিশ ক্যাম্পের অন্তর্ভুক্ত ২০ নং রোহিঙ্গা ক্যাম্পের নিজ বাড়ি থেকে নুর মোহাম্মদকে গ্রেপ্তার করে। এ ব্যাপারে পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন।’
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার (৯ জুন) রাতে বালুখালীর ১৮ নং রোহিঙ্গা ক্যাম্পের বি ব্লকের সাব ব্লক এম/ ৯ এ ১৫-২০ জন অস্ত্রধারীর অতর্কিত হামলায় নিহত হন আজিম উদ্দিন।
ঘটনার পরদিন শুক্রবার উখিয়া থানায় ৩০২ / ৩৪ ধারায় ১৫ জনের নাম উল্লেখ ও আরো ১৫ / ২০ জনকে অজ্ঞাত আসামি করে হত্যা মামলা করেন নিহতের স্ত্রী সমসিদা।
আলোচিত এই হত্যা মামলায় এখন পর্যন্ত চারজন গ্রেপ্তার হয়েছেন। এর আগে শুক্রবার রাতে এজাহারভুক্ত তিন আসামিকে গ্রেপ্তার করে ৮ এপিবিএন।
নেত্রকোনার মোহনগঞ্জে ভিক্ষুক পুনর্বাসন প্রকল্পসহ দুস্থদের প্রায় ৩৪ লাখ টাকা নিয়ে উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোজাম্মেল হক উধাও হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ছাড়া তিনি নানা অজুহাতে সহকর্মীদের কাছ থেকে কয়েক লাখ টাকা ঋণ নিয়েছেন। সমাজসেবা কার্যালয় সূত্রে জানা গেছে, মোজাম্মেল ২৮ জুলাই থেকে কর্মক্ষেত্রে
৩ মিনিট আগেযশোরের ঝিকরগাছা উপজেলায় এক নারীকে দলবদ্ধ ধর্ষণের মামলায় ছাত্রদলের বহিষ্কৃত দুই নেতাসহ চারজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) জমা দিয়েছে পুলিশ। মামলার তদন্ত শেষে আজ বৃহস্পতিবার যশোর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এই চার্জশিট জমা দেন তদন্তকারী কর্মকর্তা পরিদর্শক আবু সাঈদ।
৭ মিনিট আগেসিলেটের জকিগঞ্জে স্কুলছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় শাকের আহমদ (২৪) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। আজ বৃহস্পতিবার দুপুরে এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন র্যাব-৯-এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) কে এম শহিদুল ইসলাম সোহাগ।
১৯ মিনিট আগেযশোরের ঝিকরগাছা থানার দুই পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে। দোকান থেকে ভারতীয় চোরাই মোবাইল ফোন জব্দের পর অভিযুক্ত ব্যক্তিকে আর্থিক সুবিধা নিয়ে ছেড়ে দেওয়ার অভিযোগে তাঁদের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। প্রত্যাহার হওয়া কর্মকর্তারা হলেন ঝিকরগাছা থানার উপপরিদর্শক
২৯ মিনিট আগে