Ajker Patrika

রোহিঙ্গা হেড মাঝি হত্যা মামলায় গ্রেপ্তার আরেক হেড মাঝি

উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি  
রোহিঙ্গা হেড মাঝি হত্যা মামলায় গ্রেপ্তার আরেক হেড মাঝি

কক্সবাজারের উখিয়ার ১৮ নং রোহিঙ্গা ক্যাম্পের বি ব্লকের হেড-মাঝি আজিম উদ্দিন হত্যা মামলায় আরেক ক্যাম্পের এক হেড-মাঝিকে গ্রেপ্তার করেছে ১৪ এপিবিএন। 

গ্রেপ্তার হেড মাঝি হলেন ২০ নং রোহিঙ্গা ক্যাম্পের এম/ ২২ ব্লকের নূর মোহাম্মদ (৪০)। নূর মোহাম্মদ হেডমাঝি আজিম উদ্দিনের হত্যা মামলার এজাহারভুক্ত ১৫ নং আসামি। 

সোমবার (১৩ জুন) প্রেসনোটের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন ১৪ এপিবিএনের অধিনায়ক পুলিশ সুপার নাঈমুল হক। 

তিনি বলেন, ‘রোববার দিবাগত রাতে এপিবিএনের একটি টিম দীর্ঘ দুই ঘণ্টার বিশেষ অভিযান চালিয়ে ওয়ালাপালং পুলিশ ক্যাম্পের অন্তর্ভুক্ত ২০ নং রোহিঙ্গা ক্যাম্পের নিজ বাড়ি থেকে নুর মোহাম্মদকে গ্রেপ্তার করে। এ ব্যাপারে পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন।’ 

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার (৯ জুন) রাতে বালুখালীর ১৮ নং রোহিঙ্গা ক্যাম্পের বি ব্লকের সাব ব্লক এম/ ৯ এ ১৫-২০ জন অস্ত্রধারীর অতর্কিত হামলায় নিহত হন আজিম উদ্দিন। 

ঘটনার পরদিন শুক্রবার উখিয়া থানায় ৩০২ / ৩৪ ধারায় ১৫ জনের নাম উল্লেখ ও আরো ১৫ / ২০ জনকে অজ্ঞাত আসামি করে হত্যা মামলা করেন নিহতের স্ত্রী সমসিদা। 

আলোচিত এই হত্যা মামলায় এখন পর্যন্ত চারজন গ্রেপ্তার হয়েছেন। এর আগে শুক্রবার রাতে এজাহারভুক্ত তিন আসামিকে গ্রেপ্তার করে ৮ এপিবিএন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশসহ এশিয়ার ৫ দেশে সফর বাতিল করলেন ইতালির প্রধানমন্ত্রী মেলোনি

স্ত্রীকে হতে হবে নোরা ফাতেহির মতো, না খাইয়ে রেখে তিন ঘণ্টা করে ব্যায়াম করান স্বামী

বাংলা বলায় কলকাতার মার্কেটে ছুরি, বন্দুকের বাঁট ও হকিস্টিক নিয়ে ছাত্রদের ওপর হামলা

ঢাকা কলেজের বাস ভাঙচুর, আবারও শিক্ষার্থীদের সংঘর্ষ, পুলিশের টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড

২০২৬ সালের পাঠ্যবইয়ে শেখ হাসিনার নামের আগে গণহত্যাকারী, ফেসবুকে আসিফ মাহমুদ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত