আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় জমি নিয়ে বিরোধে বড় ভাইকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে খলিলুর রহমান নামের এক ব্যক্তির বিরুদ্ধে। গতকাল সোমবার রাতে উপজেলার মোগড়া ইউনিয়নের নুনাসার গ্রামে এ ঘটনা ঘটে। খলিলুর রহমান ও নিহত আব্দুর রহমান (৫০) ওই গ্রামের আব্দুল কাদির মিয়ার ছেলে। এ ঘটনায় মামলা না হলেও দুজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুল ইসলাম।
এ নিয়ে ওসি আসাদুল ইসলাম বলেন, ‘জমি নিয়ে বিরোধের জেরে এই হত্যার ঘটনা ঘটেছে। এ নিয়ে মামলার প্রস্তুতি নিচ্ছে পরিবার। তবে এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে।’
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, বসতবাড়ি ও পুকুরের জায়গা নিয়ে ছোট ভাই খলিলুর রহমানের সঙ্গে বিরোধ চলছিল আব্দুর রহমানের। এ নিয়ে আদালতে একাধিক মামলা রয়েছে। একটি মামলায় খলিলুর রহমানের দুই ছেলেকে আসামি করেন আব্দুর রহমান। এ নিয়ে গতকাল সোমবার পুলিশ ঘটনাস্থলে তদন্ত করতে যায়। এরপর আবার দুই ভাইয়ের মধ্যে এ নিয়ে বাগ্বিতণ্ডা শুরু হয়।
পরে গতকাল সন্ধ্যায় মসজিদ থেকে নামাজ পড়ে বাড়ি আসার পর আব্দুর রহমানের ওপর চড়াও হন খলিলুর রহমান ও তার ছেলেরা। একপর্যায়ে আব্দুর রহমানকে পিটিয়ে গুরুতর আহত করেন তাঁরা। স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আব্দুর রহমানকে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে জেলা সদর হাসপাতালে নেওয়া হয় তাঁকে। সেখানে নেওয়ার পর চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
নিহতের স্ত্রী শারমিন আক্তার সুরমা জানান, জমি নিয়ে তাঁদের সঙ্গে অমাদের ২০ বছরের বিরোধ। এ নিয়ে নিয়ে হলিলুর রহমান ও তাঁর ছেলেরা পরিকল্পনা করে আমার স্বামীকে হত্যা করেছেন। আমি তাঁদের বিচার চাই।’
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় জমি নিয়ে বিরোধে বড় ভাইকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে খলিলুর রহমান নামের এক ব্যক্তির বিরুদ্ধে। গতকাল সোমবার রাতে উপজেলার মোগড়া ইউনিয়নের নুনাসার গ্রামে এ ঘটনা ঘটে। খলিলুর রহমান ও নিহত আব্দুর রহমান (৫০) ওই গ্রামের আব্দুল কাদির মিয়ার ছেলে। এ ঘটনায় মামলা না হলেও দুজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুল ইসলাম।
এ নিয়ে ওসি আসাদুল ইসলাম বলেন, ‘জমি নিয়ে বিরোধের জেরে এই হত্যার ঘটনা ঘটেছে। এ নিয়ে মামলার প্রস্তুতি নিচ্ছে পরিবার। তবে এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে।’
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, বসতবাড়ি ও পুকুরের জায়গা নিয়ে ছোট ভাই খলিলুর রহমানের সঙ্গে বিরোধ চলছিল আব্দুর রহমানের। এ নিয়ে আদালতে একাধিক মামলা রয়েছে। একটি মামলায় খলিলুর রহমানের দুই ছেলেকে আসামি করেন আব্দুর রহমান। এ নিয়ে গতকাল সোমবার পুলিশ ঘটনাস্থলে তদন্ত করতে যায়। এরপর আবার দুই ভাইয়ের মধ্যে এ নিয়ে বাগ্বিতণ্ডা শুরু হয়।
পরে গতকাল সন্ধ্যায় মসজিদ থেকে নামাজ পড়ে বাড়ি আসার পর আব্দুর রহমানের ওপর চড়াও হন খলিলুর রহমান ও তার ছেলেরা। একপর্যায়ে আব্দুর রহমানকে পিটিয়ে গুরুতর আহত করেন তাঁরা। স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আব্দুর রহমানকে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে জেলা সদর হাসপাতালে নেওয়া হয় তাঁকে। সেখানে নেওয়ার পর চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
নিহতের স্ত্রী শারমিন আক্তার সুরমা জানান, জমি নিয়ে তাঁদের সঙ্গে অমাদের ২০ বছরের বিরোধ। এ নিয়ে নিয়ে হলিলুর রহমান ও তাঁর ছেলেরা পরিকল্পনা করে আমার স্বামীকে হত্যা করেছেন। আমি তাঁদের বিচার চাই।’
পিরোজপুরের নেছারাবাদ উপজেলার আলকিরহাট গ্রামে কিস্তির টাকা পরিশোধ করতে না পারায় মো. চান মিয়া নামে এক দরিদ্র চা-দোকানির বসতবাড়িসহ দোকানঘরসংলগ্ন জমি লিখে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। ওই গ্রামের ‘আলকিরহাট ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লি.’-এর পরিচালক, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী...
২ মিনিট আগেট্রেন যাত্রীরা জানান, রোববার রাত সাড়ে ১১টায় ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি আজ সোমবার ভোর চারটার দিকে ভাঙ্গুড়া উপজেলার ভাঙ্গুড়া রেল স্টেশনের কাছাকাছি পৌঁছালে বিকট শব্দে এর তিনটি বগি লাইনচ্যুত হয়। এসময় ট্রেনের সহস্রাধিক যাত্রী আতঙ্কে ট্রেন থেকে লাফিয়ে নিচে নেমে আসেন।
৬ মিনিট আগেমুন্সিগঞ্জের লৌহজংয়ে অন্তত আটটি দোকান ভস্মীভূত হয়েছে। সোমবার (২৯ সেপ্টেম্বর) গভীর রাতে উপজেলার পশ্চিম কুমারভোগ জামে মসজিদসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
২২ মিনিট আগেচিকিৎসকেরা জানিয়েছেন, তাকে সুস্থ করতে জরুরিভাবে অপারেশন দরকার। অপারেশন করাতে ছয় লাখ টাকা প্রয়োজন। কিন্তু সেই টাকা পরিবারের নেই। প্রায় পাঁচ বছর ধরে শিশুটিকে চিকিৎসা করাতে গিয়ে নিঃস্ব হয়ে পড়েছে পরিবারটি। এখন একসঙ্গে এতগুলো টাকা জোগাড় করতে পরিবারের পক্ষে প্রায় অসম্ভব।
৩৩ মিনিট আগে