ভোলা প্রতিনিধি
ভোলার বোরহানউদ্দিন উপজেলার টবগী ইউনিয়নের নতুন হাকিম উদ্দিন বাজারে চাঁদাবাজির প্রতিবাদ করায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী হামলার শিকার হয়েছেন। টবগী ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক তুহিন ফরাজীর নেতৃত্বে বিএনপি ও যুবদলের নেতা-কর্মীরা এ হামলা চালিয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত ছাত্রদল নেতা তুহিন ফরাজীকে গতকাল রোববার রাতে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে উপজেলা ছাত্রদল।
হামলার শিকার আহত মুজাহিদুল ইসলাম (২২) ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দাওয়া অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২৩-২৪ সেশনের শিক্ষার্থী।
মুজাহিদুল ইসলাম জানান, গত শনিবার (১৪ জুন) সন্ধ্যায় নতুন হাকিম উদ্দিন বাজারে নিয়মিত চাঁদা উত্তোলনকারী ব্যক্তি চাঁদা নিতে এলে তিনি এর প্রতিবাদ করেন। এতে ছাত্রদল নেতা তুহিন ফরাজী ক্ষিপ্ত হয়ে অন্য বাজার থেকে বিএনপি ও যুবদল নেতা-কর্মীদের ডেকে এনে তাঁর ওপর হামলা চালান। তাঁকে বেধড়ক মারধর করেন। এ সময় তাঁর ব্যবহৃত মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায় হামলাকারীরা।
শিক্ষার্থী মুজাহিদ বলেন, ‘চাঁদাবাজরা দাবি করছে, বাজারের আশপাশের এক কিলোমিটার এলাকা নাকি তাদের ইজারার আওতায়। অথচ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে বাজারটি সরকারিভাবে ইজারাভুক্ত নয়। আমি ব্যবসায়ীদের চাঁদা দিতে নিষেধ করলে বিএনপি নামধারী চাঁদাবাজ সন্ত্রাসীরা আমাকে মারধর করে ও ফোন কেড়ে নেয়।’
বাজারের ব্যবসায়ীরা জানান, বাজারটি সরকারিভাবে ইজারাভুক্ত না হলেও ছাত্রদল নেতা তুহিন ফরাজীসহ একটি চক্র দীর্ঘদিন ধরে খাজনার নামে চাঁদা আদায় করে আসছে। হামলাকারীদের সঙ্গে যুবদল নেতা ও ৩ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য লিটন এবং বিএনপি নেতা মিন্টুও উপস্থিত ছিলেন।
শিক্ষার্থী মুজাহিদ জানান, বিষয়টি তিনি বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানালে ইউএনও উপজেলা সহকারী কমিশনারে (ভূমি) ঘটনাস্থলে পাঠান। এসি ল্যান্ড ঘটনাস্থল পরিদর্শন করে তুহিন ফরাজীকে ওই বাজারের ইজারা না তোলার নির্দেশ দেন।
বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রায়হানুজ্জামান বলেন, ‘ওই শিক্ষার্থী আমাকে জানালে আমি ঘটনাস্থলে তদন্ত করার জন্য এসি ল্যান্ডকে পাঠাই। পরে এসি ল্যান্ড ঘটনাস্থলে যান।’
এ বিষয়ে বোরহানউদ্দিন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান বলেন, ‘আমি এ বিষয়ে জানতে রোববার ঘটনাস্থলে যাই। সেখানে গিয়ে জানতে পারি ছাত্রদল নেতা তুহিন ফরাজী উদয়পুর রাস্তার মাথা বাজার থেকে নতুন হাকিম উদ্দিন বাজারে এসে খাজনা তোলে। অথচ নতুন হাকিম উদ্দিন বাজারটি ইজারা দেওয়া হয়নি। আমি ঘটনাস্থলে অভিযুক্ত ছাত্রদল নেতা তুহিন ফরাজীকে পাইনি। তবে, তাকে ওই বাজার থেকে খাজনা না তোলার জন্য বলে দিয়েছি।’
তবে মারধরের অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত ছাত্রদল নেতা তুহিন ফরাজী বলেন, ‘আমি নতুন হাকিম উদ্দিন বাজারের সামনে দিয়ে যাওয়ার সময় দেখতে পাই ওই শিক্ষার্থী আমাদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ তুলেছেন। তখন তার সঙ্গে আমাদের কথা-কাটাকাটি হয়।’
এ বিষয়ে বোরহানউদ্দিন থানার ওসি সিদ্দিকুর রহমানের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও তাকে পাওয়া যায়নি।
বাজার ব্যবসায়ীরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
ভোলার বোরহানউদ্দিন উপজেলার টবগী ইউনিয়নের নতুন হাকিম উদ্দিন বাজারে চাঁদাবাজির প্রতিবাদ করায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী হামলার শিকার হয়েছেন। টবগী ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক তুহিন ফরাজীর নেতৃত্বে বিএনপি ও যুবদলের নেতা-কর্মীরা এ হামলা চালিয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত ছাত্রদল নেতা তুহিন ফরাজীকে গতকাল রোববার রাতে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে উপজেলা ছাত্রদল।
হামলার শিকার আহত মুজাহিদুল ইসলাম (২২) ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দাওয়া অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২৩-২৪ সেশনের শিক্ষার্থী।
মুজাহিদুল ইসলাম জানান, গত শনিবার (১৪ জুন) সন্ধ্যায় নতুন হাকিম উদ্দিন বাজারে নিয়মিত চাঁদা উত্তোলনকারী ব্যক্তি চাঁদা নিতে এলে তিনি এর প্রতিবাদ করেন। এতে ছাত্রদল নেতা তুহিন ফরাজী ক্ষিপ্ত হয়ে অন্য বাজার থেকে বিএনপি ও যুবদল নেতা-কর্মীদের ডেকে এনে তাঁর ওপর হামলা চালান। তাঁকে বেধড়ক মারধর করেন। এ সময় তাঁর ব্যবহৃত মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায় হামলাকারীরা।
শিক্ষার্থী মুজাহিদ বলেন, ‘চাঁদাবাজরা দাবি করছে, বাজারের আশপাশের এক কিলোমিটার এলাকা নাকি তাদের ইজারার আওতায়। অথচ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে বাজারটি সরকারিভাবে ইজারাভুক্ত নয়। আমি ব্যবসায়ীদের চাঁদা দিতে নিষেধ করলে বিএনপি নামধারী চাঁদাবাজ সন্ত্রাসীরা আমাকে মারধর করে ও ফোন কেড়ে নেয়।’
বাজারের ব্যবসায়ীরা জানান, বাজারটি সরকারিভাবে ইজারাভুক্ত না হলেও ছাত্রদল নেতা তুহিন ফরাজীসহ একটি চক্র দীর্ঘদিন ধরে খাজনার নামে চাঁদা আদায় করে আসছে। হামলাকারীদের সঙ্গে যুবদল নেতা ও ৩ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য লিটন এবং বিএনপি নেতা মিন্টুও উপস্থিত ছিলেন।
শিক্ষার্থী মুজাহিদ জানান, বিষয়টি তিনি বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানালে ইউএনও উপজেলা সহকারী কমিশনারে (ভূমি) ঘটনাস্থলে পাঠান। এসি ল্যান্ড ঘটনাস্থল পরিদর্শন করে তুহিন ফরাজীকে ওই বাজারের ইজারা না তোলার নির্দেশ দেন।
বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রায়হানুজ্জামান বলেন, ‘ওই শিক্ষার্থী আমাকে জানালে আমি ঘটনাস্থলে তদন্ত করার জন্য এসি ল্যান্ডকে পাঠাই। পরে এসি ল্যান্ড ঘটনাস্থলে যান।’
এ বিষয়ে বোরহানউদ্দিন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান বলেন, ‘আমি এ বিষয়ে জানতে রোববার ঘটনাস্থলে যাই। সেখানে গিয়ে জানতে পারি ছাত্রদল নেতা তুহিন ফরাজী উদয়পুর রাস্তার মাথা বাজার থেকে নতুন হাকিম উদ্দিন বাজারে এসে খাজনা তোলে। অথচ নতুন হাকিম উদ্দিন বাজারটি ইজারা দেওয়া হয়নি। আমি ঘটনাস্থলে অভিযুক্ত ছাত্রদল নেতা তুহিন ফরাজীকে পাইনি। তবে, তাকে ওই বাজার থেকে খাজনা না তোলার জন্য বলে দিয়েছি।’
তবে মারধরের অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত ছাত্রদল নেতা তুহিন ফরাজী বলেন, ‘আমি নতুন হাকিম উদ্দিন বাজারের সামনে দিয়ে যাওয়ার সময় দেখতে পাই ওই শিক্ষার্থী আমাদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ তুলেছেন। তখন তার সঙ্গে আমাদের কথা-কাটাকাটি হয়।’
এ বিষয়ে বোরহানউদ্দিন থানার ওসি সিদ্দিকুর রহমানের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও তাকে পাওয়া যায়নি।
বাজার ব্যবসায়ীরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
ফরিদপুরের ভাঙ্গা থানায় হামলা ও ভাঙচুরের ঘটনায় সাবেক সংসদ সদস্য ও যুবলীগের সভাপতিমণ্ডলীর সদস্য মুজিবুর রহমান ওরফে নিক্সন চৌধুরীকে প্রধান আসামি করে মামলা হয়েছে। আজ বুধবার বিকেলে আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মো. শামসুল আজম।
১৩ মিনিট আগেলালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বাড়াইপাড়া সীমান্তে ঘাস কাটতে যাওয়া রবিনাশ নামের এক যুবককে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। আজ বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের বাড়াইপাড়া সীমান্তের মেইন পিলার ৯৫-এর কাছে এ ঘটনা ঘটে।
২৪ মিনিট আগেসিরাজগঞ্জে রাস্তা নির্মাণ নিয়ে বিরোধের জেরে আশরাফ আলী (৫৫) নামের একজনকে পিটিয়ে হত্যার ঘটনায় চারজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ বুধবার দুপুরে সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ইকবাল
২৯ মিনিট আগেরাজশাহীর বাগমারা উপজেলায় হাতে টান পড়লেই হিন্দুপাড়ার বাসিন্দাদের কাছ থেকে চাঁদা আদায় করতেন স্থানীয় এক তাঁতী দল নেতা। ধরে নিয়ে যেতেন পুকুরের মাছ, হাঁস, গাছের কলার কাঁদি। কেউ বাধা দিতে গেলেই হাঁসুয়া নিয়ে তেড়ে যেতেন। বের করতেন ছোরা। সবশেষ চাঁদা দিতে না চাইলে একজনকে মারধরের পর হিন্দুপাড়ার বাসিন্দারা থানা
৩৫ মিনিট আগে