নিজস্ব প্রতিবেদক, বরিশাল
বরিশাল-৪ (মেহেন্দিগঞ্জ-হিজলা) আসনে মনোনয়নের বৈধতা নিয়ে নৌকার প্রার্থী ড. শাম্মী আহমেদ ও স্বতন্ত্র প্রার্থী এমপি পংকজ নাথ পরস্পরের বিরুদ্ধে পাল্টাপাল্টি অভিযোগ করেছেন। যে কারণে রিটার্নিং কর্মকর্তা তাদের বিষয়ে আজ রোববার কোনো সিদ্ধান্ত নিতে পারেননি। কাল সোমবার সিদ্ধান্ত নেবেন।
আজ রোববার মনোনয়নপত্র বাছাইকালে শাম্মী আহমেদ অস্ট্রেলিয়ার নাগরিক এমনটা দাবি করে তার প্রার্থিতা বাতিল চেয়েছেন এমপি পংকজ। অপর দিকে পরিবহন ব্যবসায় কর ফাঁকির অভিযোগ এনে পংকজ নাথের প্রার্থিতা বাতিলের পাল্টা দাবি করেছেন ড. শাম্মী। আজ রোববার দিনভর এ নিয়ে আলোচনা হয়। কাল সোমবার সিদ্ধান্ত জানানোর কথা বলেছেন রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসক মো. শহিদুল ইসলাম।
জানা গেছে, স্থানীয় আওয়ামী লীগের সঙ্গে পংকজ নাথের বিরোধের জেরে দুই উপজেলায় (হিজলা ও মেহেন্দীগঞ্জে) গত কয়েক বছর যাবৎ দফায় দফায় রক্তাক্ত সংঘর্ষ হয়। একপর্যায়ে দলীয় সব পদ থেকে অব্যাহতি দেওয়া হয় এমপি পংকজকে। এরই প্রেক্ষাপটে দ্বাদশ সংসদ নির্বাচনে নৌকা হারান পংকজ।
আসনটিতে আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. শাম্মী আহমদ মনোনয়ন পেয়েছেন। অবশ্য শেষদিন বিকেলে অনলাইনে মনোনয়নপত্র জমা দিয়ে নতুন করে আলোচনায় আসেন পংকজ। অস্ট্রেলিয়ার নাগরিক হওয়ায় শাম্মী আহমেদের মনোনয়ন বাতিল হবে বলে দাবি করে আসছেন তিনি।
আজ রোববার জেলা প্রশাসকের কার্যালয়ে যাছাই-বাছাইয়ে পংকজ নিজেই শাম্মী আহমেদের মনোনয়ন বাতিলের পক্ষে যুক্তি উপস্থাপন করেন। তিনি উল্লেখ করেন, শাম্মী আহমেদের বাংলাদেশের পাসপোর্ট রয়েছে ৪টি। তার জাতীয় পরিচয়পত্র সার্চ দিলে কোনো পাসপোর্ট দেখানো হচ্ছে না। গত ২৯ নভেম্বর তিনি অস্ট্রেলিয়ার ভোটার হয়েছেন। তার অস্ট্রেলিয়ান পাসপোর্ট নম্বর হচ্ছে-এন ৫৮২৮৬৯২। মনোনয়নপত্র দাখিলের সঙ্গে শাম্মী অস্ট্রেলিয়ান নাগরিকত্ব ত্যাগের ঘোষণাপত্র জমা দেন নাই।
এর বিপরীতে ড. শাম্মীর আইনজীবী আজাদ রহমান বলেন, ‘ড. শাম্মী পাসপোর্ট করেছেন ই-পাসপোর্ট হওয়ার আগে। যে কারণে এনআইডি কার্ডের বিপরীতে তার পাসপোর্ট দেখানো হচ্ছে না। শাম্মীর পক্ষ থেকে পাল্টা অভিযোগ তোলা হয়, পংকজ নাথ রাজধানীতে ‘বিহঙ্গ পরিবহন’ ব্যবসার আয়কর বকেয়া রেখেছেন।
এসব নিয়ে যুক্তি পাল্টাযুক্তির পর রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে থাকা জেলা প্রশাসক মো. শহিদুল ইসলাম বলেন, ‘আইনি বিষয়ে ঘেঁটে শাম্মীর অস্ট্রেলিয়ার নাগরিকত্বের অভিযোগ এবং কর ফাঁকির বিষয়টি দালিলিক কাগজপত্র ঘেঁটে দুজনের মনোনয়নের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। কাল সোমবার এ বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে বলে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে জানানো হয়।
ড. শাম্মী আহমেদের আইনজীবী আজাদ রহমান বলেন, ‘তাদের পক্ষের প্রয়োজনীয় কাগজপত্র রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে দিয়েছেন। তবে এমপি পঙ্কজ নাথ এ বিষয়ে কিছু বলতে চাননি।’
বরিশাল-৪ (মেহেন্দিগঞ্জ-হিজলা) আসনে মনোনয়নের বৈধতা নিয়ে নৌকার প্রার্থী ড. শাম্মী আহমেদ ও স্বতন্ত্র প্রার্থী এমপি পংকজ নাথ পরস্পরের বিরুদ্ধে পাল্টাপাল্টি অভিযোগ করেছেন। যে কারণে রিটার্নিং কর্মকর্তা তাদের বিষয়ে আজ রোববার কোনো সিদ্ধান্ত নিতে পারেননি। কাল সোমবার সিদ্ধান্ত নেবেন।
আজ রোববার মনোনয়নপত্র বাছাইকালে শাম্মী আহমেদ অস্ট্রেলিয়ার নাগরিক এমনটা দাবি করে তার প্রার্থিতা বাতিল চেয়েছেন এমপি পংকজ। অপর দিকে পরিবহন ব্যবসায় কর ফাঁকির অভিযোগ এনে পংকজ নাথের প্রার্থিতা বাতিলের পাল্টা দাবি করেছেন ড. শাম্মী। আজ রোববার দিনভর এ নিয়ে আলোচনা হয়। কাল সোমবার সিদ্ধান্ত জানানোর কথা বলেছেন রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসক মো. শহিদুল ইসলাম।
জানা গেছে, স্থানীয় আওয়ামী লীগের সঙ্গে পংকজ নাথের বিরোধের জেরে দুই উপজেলায় (হিজলা ও মেহেন্দীগঞ্জে) গত কয়েক বছর যাবৎ দফায় দফায় রক্তাক্ত সংঘর্ষ হয়। একপর্যায়ে দলীয় সব পদ থেকে অব্যাহতি দেওয়া হয় এমপি পংকজকে। এরই প্রেক্ষাপটে দ্বাদশ সংসদ নির্বাচনে নৌকা হারান পংকজ।
আসনটিতে আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. শাম্মী আহমদ মনোনয়ন পেয়েছেন। অবশ্য শেষদিন বিকেলে অনলাইনে মনোনয়নপত্র জমা দিয়ে নতুন করে আলোচনায় আসেন পংকজ। অস্ট্রেলিয়ার নাগরিক হওয়ায় শাম্মী আহমেদের মনোনয়ন বাতিল হবে বলে দাবি করে আসছেন তিনি।
আজ রোববার জেলা প্রশাসকের কার্যালয়ে যাছাই-বাছাইয়ে পংকজ নিজেই শাম্মী আহমেদের মনোনয়ন বাতিলের পক্ষে যুক্তি উপস্থাপন করেন। তিনি উল্লেখ করেন, শাম্মী আহমেদের বাংলাদেশের পাসপোর্ট রয়েছে ৪টি। তার জাতীয় পরিচয়পত্র সার্চ দিলে কোনো পাসপোর্ট দেখানো হচ্ছে না। গত ২৯ নভেম্বর তিনি অস্ট্রেলিয়ার ভোটার হয়েছেন। তার অস্ট্রেলিয়ান পাসপোর্ট নম্বর হচ্ছে-এন ৫৮২৮৬৯২। মনোনয়নপত্র দাখিলের সঙ্গে শাম্মী অস্ট্রেলিয়ান নাগরিকত্ব ত্যাগের ঘোষণাপত্র জমা দেন নাই।
এর বিপরীতে ড. শাম্মীর আইনজীবী আজাদ রহমান বলেন, ‘ড. শাম্মী পাসপোর্ট করেছেন ই-পাসপোর্ট হওয়ার আগে। যে কারণে এনআইডি কার্ডের বিপরীতে তার পাসপোর্ট দেখানো হচ্ছে না। শাম্মীর পক্ষ থেকে পাল্টা অভিযোগ তোলা হয়, পংকজ নাথ রাজধানীতে ‘বিহঙ্গ পরিবহন’ ব্যবসার আয়কর বকেয়া রেখেছেন।
এসব নিয়ে যুক্তি পাল্টাযুক্তির পর রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে থাকা জেলা প্রশাসক মো. শহিদুল ইসলাম বলেন, ‘আইনি বিষয়ে ঘেঁটে শাম্মীর অস্ট্রেলিয়ার নাগরিকত্বের অভিযোগ এবং কর ফাঁকির বিষয়টি দালিলিক কাগজপত্র ঘেঁটে দুজনের মনোনয়নের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। কাল সোমবার এ বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে বলে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে জানানো হয়।
ড. শাম্মী আহমেদের আইনজীবী আজাদ রহমান বলেন, ‘তাদের পক্ষের প্রয়োজনীয় কাগজপত্র রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে দিয়েছেন। তবে এমপি পঙ্কজ নাথ এ বিষয়ে কিছু বলতে চাননি।’
চকলেট ও বিস্কুটের প্রলোভন দেখিয়ে পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের মামলার প্রধান আসামি মো. ইউসুফ আলী পাটোয়ারীকে (৬৫) গ্রেপ্তার করেছে কদমতলী থানা-পুলিশ। গতকাল মঙ্গলবার (২৯ এপ্রিল) ভোরে সবুজবাগের বাসাবো এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। আজ বুধবার বিকেলে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড
৩ মিনিট আগেগাইবান্ধার গোবিন্দগঞ্জে বাড়িতে হামলা করে এক এসএসসি পরীক্ষার্থীকে তুলে নেওয়ার ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার কামারদহ ইউনিয়নের ব্যাপারিপাড়ায় এ ঘটনা ঘটে। তবে অপহৃত ওই শিক্ষার্থীকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় সঞ্চয় নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
৬ মিনিট আগেরাজধানীর গুলিস্তান মহানগর নাট্যমঞ্চের পুকুরের পানিতে ডুবে নিরব (১৫) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। আজ বুধবার (৩০ এপ্রিল) বেলা ১টার দিকে গুলিস্তান মহানগর নাট্যমঞ্চের পুকুরে ডুবে যায় নিরব। পরে তার বন্ধুরা মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে বেলা সাড়ে ৩টার দিকে চিকিৎসক
৭ মিনিট আগেনতুন এমপিওভুক্তির জন্য সম্প্রতি ১৫২টি আবেদন পড়েছে। এগুলো প্রথমে পরিচালক মোহা. আছাদুজ্জামানের কাছে দাখিল হয়। এর মধ্যে ত্রুটিপূর্ণ ৪৭টি ফাইল প্রথমেই বাতিল হয়। এরপর পরিচালক আছাদুজ্জামান ১০৫টি ফাইল সহকারী পরিচালক আলমাস উদ্দিনের কাছে পাঠান। আলমাস উদ্দিন এসব ফাইল দেখে ডিডি আলমগীর কবিরের কাছে পাঠিয়েছেন,
১১ মিনিট আগে