দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, ৫ আগস্ট পর্যন্ত আহত ও নিহতের সব ঘটনার বিচার না হওয়া পর্যন্ত কোনো নির্বাচন হবে না।
পটুয়াখালী দশমিনায় শ্বশুরবাড়ি বেড়াতে এসে আজ রোববার ১১টায় ছাত্র আন্দোলনে শহীদ জিহাদের কবর জিয়ারত শেষে এ কথা বলেন তিনি। জিহাদের পরিবারের খোঁজখবর হাসনাত।
রোববার ভোর ৪টায় দশমিনা উপজেলা পরিষদ সংলগ্ন শাহাবুদ্দিন মাস্টারের বাড়ি পৌঁছান হাসনাত। তিনি শাহাবুদ্দিন মাস্টারেরে ছোট মেয়েকে বিয়ের পর এই প্রথম শ্বশুরবাড়ি আসেন। পরে বেলা ১১টায় ছাত্র আন্দোলনে শহীদ জিহাদের পরিবারের খোঁজখবর নেন এবং জিহাদের কবর জিয়ারত করেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জাবাবে হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘ফ্যাসিস্ট সরকারের সময় বেশি নির্যাতিত হয় বিএনপি। ফ্যাসিস্ট সরকার বিএনপি নেতা-কর্মীদের নানা ভাবে মিথ্যা মামলা, হামলা ও জেল জুলুম করে হয়রানি করে।’
নির্বাচন প্রসঙ্গে হাসনাত বলেন, ‘৫ আগস্ট পূর্ববর্তী সময়ে যাদের হত্যা করা হয়েছে, সেসব ঘটনার বিচার না হওয়া পর্যন্ত কোনো নির্বাচন হতে পারে না। আমরা ওই হত্যাকারীদের বিচার নিশ্চিত করার জন্য জনগণকে নিয়ে পুনরায় যা করার করব। ফ্যাসিস্ট সরকার পতনের পর বর্তমান দেশ গড়তে সময় লাগবে। আমরাও চাই নির্বাচনের জন্য একটি সুষ্ঠু, সুন্দর পরিবেশ তৈরি করতে হবে।’
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতদের চিকিৎসার বিষয়ে তিনি বলেন, ‘এতে সময় লাগবে। আহতদের সুচিকিৎসা ও নিহতদের জন্য জুলাই শহীদ ফাউন্ডেশনের মাধ্যমে সরকার কাজ করে যাচ্ছে।’ হাসনাত আব্দুল্লাহ সরকারের ইতিবাচক বিভিন্ন কাজের প্রশংসাও করেন।
এ সময় তাঁর সঙ্গে ছিলেন শহীদ জিহাদের বাবা নূরু হোসেন মোল্লা, চাচা রুহুল আমিন মোল্লা, আল-আমিন মোল্লা, ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আবুল বশারসহ ছাত্রদলের নেতা–কর্মীরা।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, ৫ আগস্ট পর্যন্ত আহত ও নিহতের সব ঘটনার বিচার না হওয়া পর্যন্ত কোনো নির্বাচন হবে না।
পটুয়াখালী দশমিনায় শ্বশুরবাড়ি বেড়াতে এসে আজ রোববার ১১টায় ছাত্র আন্দোলনে শহীদ জিহাদের কবর জিয়ারত শেষে এ কথা বলেন তিনি। জিহাদের পরিবারের খোঁজখবর হাসনাত।
রোববার ভোর ৪টায় দশমিনা উপজেলা পরিষদ সংলগ্ন শাহাবুদ্দিন মাস্টারের বাড়ি পৌঁছান হাসনাত। তিনি শাহাবুদ্দিন মাস্টারেরে ছোট মেয়েকে বিয়ের পর এই প্রথম শ্বশুরবাড়ি আসেন। পরে বেলা ১১টায় ছাত্র আন্দোলনে শহীদ জিহাদের পরিবারের খোঁজখবর নেন এবং জিহাদের কবর জিয়ারত করেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জাবাবে হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘ফ্যাসিস্ট সরকারের সময় বেশি নির্যাতিত হয় বিএনপি। ফ্যাসিস্ট সরকার বিএনপি নেতা-কর্মীদের নানা ভাবে মিথ্যা মামলা, হামলা ও জেল জুলুম করে হয়রানি করে।’
নির্বাচন প্রসঙ্গে হাসনাত বলেন, ‘৫ আগস্ট পূর্ববর্তী সময়ে যাদের হত্যা করা হয়েছে, সেসব ঘটনার বিচার না হওয়া পর্যন্ত কোনো নির্বাচন হতে পারে না। আমরা ওই হত্যাকারীদের বিচার নিশ্চিত করার জন্য জনগণকে নিয়ে পুনরায় যা করার করব। ফ্যাসিস্ট সরকার পতনের পর বর্তমান দেশ গড়তে সময় লাগবে। আমরাও চাই নির্বাচনের জন্য একটি সুষ্ঠু, সুন্দর পরিবেশ তৈরি করতে হবে।’
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতদের চিকিৎসার বিষয়ে তিনি বলেন, ‘এতে সময় লাগবে। আহতদের সুচিকিৎসা ও নিহতদের জন্য জুলাই শহীদ ফাউন্ডেশনের মাধ্যমে সরকার কাজ করে যাচ্ছে।’ হাসনাত আব্দুল্লাহ সরকারের ইতিবাচক বিভিন্ন কাজের প্রশংসাও করেন।
এ সময় তাঁর সঙ্গে ছিলেন শহীদ জিহাদের বাবা নূরু হোসেন মোল্লা, চাচা রুহুল আমিন মোল্লা, আল-আমিন মোল্লা, ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আবুল বশারসহ ছাত্রদলের নেতা–কর্মীরা।
আলমগীর জানান, বাড়ির পাশের কুমড়োর খালের ধারে শূন্যরেখা বরাবর তাঁর একটি মাছের ঘের রয়েছে। অতিবৃষ্টিতে ঘেরটি তলিয়ে যাওয়ায় সোমবার ভোর সাড়ে ৪টার দিকে তিনি ঘেরে নেট দিতে গেলে ঘোজাডাঙ্গা বিএসএফ ক্যাম্পের সদস্যরা ছররা গুলি ছোড়ে। এতে তাঁর মাথা, মুখ, ডান চোখসহ শরীরের বিভিন্ন স্থানে গুলি লাগে।
৮ মিনিট আগেঅন্তঃসত্ত্বা সাদিয়া দিশেহারা হয়ে গেলেন স্বামীর শেষ স্মৃতি গর্ভের সন্তানের নিরাপত্তার কথা ভেবে। পরিস্থিতি আরও খারাপ হওয়ায় বাবা শাহাব উদ্দিন ওরফে আব্দুর রাজ্জাক এসে তাঁকে নিয়ে গেলেন ঈশ্বরগঞ্জ উপজেলার পুনাইল গ্রামে নিজ বাড়িতে। এমন কঠিন দুঃসময়ে পাশে দাঁড়াননি শ্বশুরবাড়ির লোকজন। পাননি কোনো সান্ত্বনাও।
১২ মিনিট আগেসাংস্কৃতিক সংগঠক ও আওয়ামী লীগ নেতা কামাল পাশা চৌধুরীকে গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে বাসা থেকে তুলে নেওয়ার অভিযোগ করেছে তাঁর পরিবার।
৩৩ মিনিট আগেশ্রীপুর পৌরসভার চৌরাস্তা এলাকার দুটি গুরুত্বপূর্ণ সড়কের এক কিলোমিটারজুড়ে পিচ উঠে গেছে, বেরিয়ে এসেছে নিচের পাথর। কোথাও কোথাও তৈরি হয়েছে বড় গর্ত, তাতে জমেছে বৃষ্টির পানি। ছোট গাড়ি থেকে শুরু করে কনটেইনারবাহী ট্রাক পর্যন্ত এসব গর্তের ভেতর দিয়ে হেলেধুলে চলাচল করছে। যানজটও লেগে থাকছে দীর্ঘ সময়।
১ ঘণ্টা আগে