Ajker Patrika

পটুয়াখালীর বিএনপি কার্যালয়ে হামলা, আইনজীবীসহ আহত ৩

পটুয়াখালী প্রতিনিধি
পটুয়াখালীর বিএনপি কার্যালয়ে হামলা, আইনজীবীসহ আহত ৩

পটুয়াখালী জেলা বিএনপির কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় অ্যাডভোকেট মো. শাহরিয়ারসহ তিনজন পথচারী আহত হন। এ ঘটনায় ছাত্রলীগ ও যুবলীগকে দায়ী করেছে বিএনপি।

বুধবার (২ নভেম্বর) রাত সোয়া ৮টার দিকে এ ঘটনা ঘটে। এর আগে রাত ৮টার দিকে শহরের স্বনির্ভর রোডের জেলা বিএনপির সদস্যসচিব শ্নেহাংশু সরকার কুট্টির ব্যবসায়িক দপ্তরে হামলা করা হয়। এ সময় সেখানে ৮ / ১০টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন জেলা বিএনপির সদস্যসচিব শ্নেহাংশু সরকার কুট্টি।

ঘটনার পর তাৎক্ষণিকভাবে প্রতিবাদ সমাবেশ করেন জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা। এদিকে এ হামলার ঘটনার জন্য বিএনপির পক্ষ থেকে ছাত্রলীগ ও যুবলীগকে দায়ী করেছে। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে প্রতিবাদ সমাবেশ করেন জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা। পরে পুলিশ এসে লাঠিপেটা করে বিএনপি নেতা-কর্মীদের ছত্রভঙ্গ করে দেয়। বর্তমানে পটুয়াখালীর পরিস্থিতি থমথমে অবস্থা বিরাজ করছে।

জেলা বিএনপির সদস্যসচিব স্নেহাংশু সরকার কুট্টি বলেন, ‘এ সরকারের পতনের দাবিতে সারা দেশ যখন আন্দোলনে উত্তাল এবং আগামী ৫ নভেম্বর বরিশালে বিএনপির গণসমাবেশে যোগ দিতে সবাই যখন প্রস্তুত, তখন ছাত্রলীগ-যুবলীগের ক্যাডাররা এ হামলা চালিয়েছে। সন্ত্রাসী ক্যাডাররা শুধু দলীয় কার্যালয় হামলা-ভাঙচুরই করেনি। প্রথমে আমার ব্যবসায়িক দপ্তরে হামলা করে এবং সেখানে ৮ / ১০টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। কোনো হামলা-মামলা এবং ভাঙচুর করে বিএনপিকে দমিয়ে রাখা যাবে না।’

এ নিয়ে জেলা যুবলীগের সভাপতি অ্যাডভোকেট মো. শহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক সৈয়দ মোহাম্মদ সোহেলের সঙ্গে মোবাইলে একাধিকবার কল করেও তাঁদের কাউকে পাওয়া যায়নি।

প্রতিবাদ সমাবেশে থাকা বিএনপি নেতা-কর্মীদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ভিপি আব্দুল মান্নান বলেন, ‘এটা বিএনপির অভ্যন্তরীণ ঘটনা। সাবেক মন্ত্রী আলতাফ চৌধুরী এবং পিনু-কুট্টি গ্রুপের বিরোধের জেরে ঘটেছে। তাদের এ ঘটনা এখন আওয়ামী লীগের ওপর চাপিয়ে দিতে চায়।’

পটুয়াখালী সদর থানার বারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, ‘কে বা কারা হামলা করেছে তা খতিয়ে দেখা হচ্ছে। হামলার সঙ্গে যেই জড়িত থাকুক না কেন এ বিষয়ে কাউকে ছাড় দেওয়া হবে না।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশসহ এশিয়ার ৫ দেশে সফর বাতিল করলেন ইতালির প্রধানমন্ত্রী মেলোনি

স্ত্রীকে হতে হবে নোরা ফাতেহির মতো, না খাইয়ে রেখে তিন ঘণ্টা করে ব্যায়াম করান স্বামী

বাংলা বলায় কলকাতার মার্কেটে ছুরি, বন্দুকের বাঁট ও হকিস্টিক নিয়ে ছাত্রদের ওপর হামলা

ঢাকা কলেজের বাস ভাঙচুর, আবারও শিক্ষার্থীদের সংঘর্ষ, পুলিশের টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড

২০২৬ সালের পাঠ্যবইয়ে শেখ হাসিনার নামের আগে গণহত্যাকারী, ফেসবুকে আসিফ মাহমুদ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত