বেতাগী (বরগুনা) প্রতিনিধি
বরগুনার বেতাগীতে বিএনপির মিছিলে ককটেল হামলার ঘটনায় দায়ের করা নাশকতার মামলায় মাহমুদ সিকদার মনির নামে এক ইউপি সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৪ অক্টোবার) দুপুর ১টার দিকে উপজেলার ঝোপখালী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
মনির বেতাগী উপজেলার সদর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ প্রচার সম্পাদক।
এ নিয়ে এই মামলায় মোট ৩ জন সন্দেহভাজন আসামিকে গ্রেপ্তার করেছে বেতাগী থানা-পুলিশ।
বেতাগী থানা-পুলিশ সূত্রে জানা গেছে, গত ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশত্যাগ করলে বিএনপির নেতা কর্মীরা বেতাগী পৌরশহরে একটি আনন্দ মিছিল বের করে।
এ সময় মিছিলে হামলা ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ইমরান ও রেজাউল করিম নামে দুইজন মাদ্রাসা পড়ুয়া ছাত্র আহত হয়।
এ ঘটনায় গত ১৫ অক্টোবর উপজেলার সদর ইউনিয়ন বিএনপির কর্মী মো. সুজন হাওলাদার বাদী হয়ে বেতাগী উপজেলা আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠনের ২১ নেতা-কর্মীদের নাম উল্লেখ করে ও অজ্ঞাত ১৫০-২০০ জনকে আসামি করে বেতাগী থানায় একটি মামলা দায়ের করেন।
এই নাশকতা মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে ইউপি সদস্য মাহমুদ সিকদার মনিরকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে বেতাগী থানায় সরকারি আবাসনের মালামাল চুরির মামলাও রয়েছে।
এর আগে গত শনিবার এই মামলায় মোকামিয়া ইউনিয়ন পরিষদের সদস্য ও মোকামিয়া ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি মো. শাহিন হোসেন হাওলাদার এবং মোকামিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মো. শাওন মৃধাকে গ্রেপ্তার করে বেতাগী থানা পুলিশ।
বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. একরামুল হক আজকের পত্রিকাকে বলেন, নাশকতা মামলায় সন্দেহভাজন হিসেবে ইউপি সদস্য মাহমুদ সিকদার মনিরকে গ্রেপ্তার করা হয়। তাকে বিকেলে বরগুনা বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
বরগুনার বেতাগীতে বিএনপির মিছিলে ককটেল হামলার ঘটনায় দায়ের করা নাশকতার মামলায় মাহমুদ সিকদার মনির নামে এক ইউপি সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৪ অক্টোবার) দুপুর ১টার দিকে উপজেলার ঝোপখালী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
মনির বেতাগী উপজেলার সদর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ প্রচার সম্পাদক।
এ নিয়ে এই মামলায় মোট ৩ জন সন্দেহভাজন আসামিকে গ্রেপ্তার করেছে বেতাগী থানা-পুলিশ।
বেতাগী থানা-পুলিশ সূত্রে জানা গেছে, গত ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশত্যাগ করলে বিএনপির নেতা কর্মীরা বেতাগী পৌরশহরে একটি আনন্দ মিছিল বের করে।
এ সময় মিছিলে হামলা ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ইমরান ও রেজাউল করিম নামে দুইজন মাদ্রাসা পড়ুয়া ছাত্র আহত হয়।
এ ঘটনায় গত ১৫ অক্টোবর উপজেলার সদর ইউনিয়ন বিএনপির কর্মী মো. সুজন হাওলাদার বাদী হয়ে বেতাগী উপজেলা আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠনের ২১ নেতা-কর্মীদের নাম উল্লেখ করে ও অজ্ঞাত ১৫০-২০০ জনকে আসামি করে বেতাগী থানায় একটি মামলা দায়ের করেন।
এই নাশকতা মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে ইউপি সদস্য মাহমুদ সিকদার মনিরকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে বেতাগী থানায় সরকারি আবাসনের মালামাল চুরির মামলাও রয়েছে।
এর আগে গত শনিবার এই মামলায় মোকামিয়া ইউনিয়ন পরিষদের সদস্য ও মোকামিয়া ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি মো. শাহিন হোসেন হাওলাদার এবং মোকামিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মো. শাওন মৃধাকে গ্রেপ্তার করে বেতাগী থানা পুলিশ।
বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. একরামুল হক আজকের পত্রিকাকে বলেন, নাশকতা মামলায় সন্দেহভাজন হিসেবে ইউপি সদস্য মাহমুদ সিকদার মনিরকে গ্রেপ্তার করা হয়। তাকে বিকেলে বরগুনা বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
নাটোর-বগুড়া মহাসড়কে সিংড়ার শেরকোল এলাকায় ধানের ট্রাক থেকে চাঁদাবাজির সময় বিএনপি নেতাসহ তিনজনকে আটক করেছেন সেনাবাহিনী সদস্যরা। আটককৃতরা হলেন শেরকোল ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, ইউনিয়ন যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক পলাশ আহমেদ ও জয়নাল আবেদীনের অনুসারী মিলন হোসেন। আটকের পর তাদেরকে...
২২ মিনিট আগেনোয়াখালী জেলা শহর মাইজদীর হাউজিং এলাকা থেকে মিরাজ হোসেন শান্ত নামে এক যুবলীগ নেতাকে অবরুদ্ধ করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা। মঙ্গলবার রাত ১১টার দিকে হাউজিং সরকারি আবাসিক এলাকার সামনে থেকে তাকে আটক করা হয়।
৩৪ মিনিট আগেনীলফামারীর ডিমলা উপজেলার বাবুরহাট বাজারে নির্মাণকাজ শেষ হওয়ার এক মাস যেতে না যেতেই উঠে যাচ্ছে সড়কের আরসিসি ঢালাই। এ ছাড়া সড়কটির সম্প্রসারণ জয়েন্টগুলোতে আঁকাবাঁকা ফাটল দেখা দিয়েছে। বিষয়টি বুঝতে পেরে সংশ্লিষ্টরা তাড়াহুড়া করে বিটুমিন দিয়ে ফাটল বন্ধের চেষ্টা চালিয়েছেন বলে জানা গেছে।
৭ ঘণ্টা আগেতিন পার্বত্য জেলার মধ্যে আগে থেকেই চিকিৎসাসেবায় পিছিয়ে খাগড়াছড়ি। তার ওপর বছরের পর বছর চিকিৎসক, নার্স, কর্মচারী ও প্রয়োজনীয় যন্ত্রপাতির সংকট থাকায় খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না রোগীরা।
৭ ঘণ্টা আগে