Ajker Patrika

বাউফলে সড়ক দুর্ঘটনায় ফল ব্যবসায়ীর মৃত্যু

আপডেট : ০৫ এপ্রিল ২০২২, ১৯: ২২
বাউফলে সড়ক দুর্ঘটনায় ফল ব্যবসায়ীর মৃত্যু

পটুয়াখালীর বাউফল উপজেলায় সড়ক দুর্ঘটনায় দিলীপ পাল (৬৮) নামে এক ফল ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকালে উপজেলার কালাইয়া-বগা মহাসড়কের বাউফল ফায়ার সার্ভিসসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। 

স্থানীয় সূত্রে জানা যায়, দিলীপ পাল উপজেলার বগা বাজারের ফল ব্যবসায়ী ও রাজনগর গ্রামের উপেন্দ্র পালের ছেলে।

প্রত্যক্ষদর্শীর সূত্রে জানা যায়, ফল ব্যবসায়ী দিলীপ পাল আজ মঙ্গলবার সকালে উপজেলার কালাইয়া বন্দর থেকে ফল নিয়ে ইজিবাইকযোগে যাওয়ার পথে ফায়ার সার্ভিসসংলগ্ন এলাকায় টমটমের সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় গুরুতর আহত হলে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। হাসপাতালে দুপুরের দিকে চিকিৎসারত অবস্থায় তাঁর মৃত্যু হয়।

নিহত দিলীপ পালের ছেলে সঞ্জিব পাল বলেন, গুরুতর আহত অবস্থায় তাঁর বাবাকে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজে হাসপাতালে ভর্তি করালে দুপুরের দিকে চিকিৎসারত অবস্থায় তাঁর মৃত্যু হয়।

এ বিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন বলেন, টমটম ও ইজিবাইক চালক পালিয়ে গেছেন। টমটম ও ইজিবাইক জব্দ করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

আইপিএলে চাহালের রেকর্ড হ্যাটট্রিকের রাতে রহস্যময় পোস্ট এই নারীর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত