খান রফিক, বরিশাল
মা ইলিশ রক্ষায় নদী-সমুদ্রে মাছ ধরার ওপর টানা ২২ দিনের নিষেধাজ্ঞা শেষ হয়েছে এক মাস আগে। মৎস্যজীবীদের আশা ছিল, মাছ শিকার শুরুর পর এবার ইলিশের আহরণ বাড়বে। কিন্তু নদ-নদী কিংবা সাগরে কাঙ্ক্ষিত পরিমাণে ইলিশের দেখা পাওয়া যাচ্ছে না।
বরিশাল পোর্ট রোড মৎস্য মোকামে ইলিশের তেমন সরবরাহ নেই। দাম চড়া। এ নিয়ে হতাশ জেলে থেকে শুরু করে সাধারণ ক্রেতারাও। গতকাল বুধবার সকালে মোকাম ঘুরে দেখা গেছে, মাছের বেশ আকাল। তখন গোটা মোকামে ৫-৬ মণ ইলিশ ছিল। তা নিয়েও চলছিল কাড়াকাড়ি।
সেখানকার ব্যবসায়ীরা জানান, মোকামে এখন দিনে ২০-২৫ মণের বেশি ইলিশ ওঠে না। অথচ ১৫ দিন আগেও দৈনিক হাজার মণ ইলিশ উঠত। খোঁজ নিয়ে নগরের খুচরা বাজার চৌমাথা, বটতলা, নতুন বাজার ও বাংলাবাজার ঘুরেও ইলিশ তেমন একটা দেখা যায়নি।
সদর থানা মৎস্য আড়তদার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কামাল সিকদার বলেন, ‘ইলিশ একেবারেই নেই। গত মঙ্গলবার মাত্র ২০ মণের বেশি ইলিশ আমদানি হয়নি মোকামে। এর দামও চড়া ছিল। এক কেজির ইলিশ বিক্রি হয়েছে ২ হাজার টাকায়। আর এলসি সাইজের (প্রতিটি ৯০০ গ্রাম) প্রতি কেজি ইলিশ ১ হাজার ৭০০ টাকা এবং ৫০০ গ্রামের ইলিশ প্রতি কেজি ১ হাজার ৪০০ টাকা দরে বিক্রি হয়েছে। বুধবার ইলিশ উঠেছে মাত্র ১০ মণ। ফলে দাম বেড়েছে কেজিতে ১০০ টাকা। ২২ দিনের নিষেধাজ্ঞা শেষে ইলিশ কমেছে, কিন্তু দেশীয় মাছের সরবরাহ বেড়েছে।’
জানতে চাইলে বরিশাল মৎস্য অধিদপ্তরের কর্মকর্তা (ইলিশ) বিমল চন্দ্র দাস জানান, বরিশাল পোর্ট রোড মোকামে ততটা ইলিশ আসছে না। কারণ, এখন আর সমুদ্রগামী বোট বরিশালে আসে না। মহিপুর, আলিপুর, ভোলা, বরগুনা থেকে সরাসরি বিভিন্ন স্থানে চলে যায়। যে কারণে ইলিশের সংকট চলছে। তা ছাড়া এখন মৌসুমও নয়।
এদিকে জেলে ও ব্যবসায়ীরা প্রশ্ন তোলেন, ইলিশের উৎপাদন বাড়াতেই তো ঘটা করে এত নিষেধাজ্ঞা দেওয়া হয়। কিন্তু তারপরও কেন ইলিশ পাওয়া যাচ্ছে না। মেহেন্দীগঞ্জ উপজেলার উলানিয়া ইউনিয়নের জেলে তোফায়েল হোসেন কয়েক যুগ ধরে মাছ ধরেন মেঘনা নদীতে। তিনি জানান, অভয়াশ্রমে নিষেধাজ্ঞা চলে দুই মাস। এরপর আট মাস জাটকা নিধনে নিষেধাজ্ঞা। সবচেয়ে কঠিন নিষেধাজ্ঞা অক্টোবরের ২২ দিন। এত নিষেধাজ্ঞা শেষে তাঁরা ইলিশ পাওয়ার আশায় নদীতে নামেন। কিন্তু এবার তো ইলিশ নদীতে নেই। ইলিশ না পেলে তাঁদের পরিবার চালানো কঠিন হয়ে যাবে। একই কথা জানিয়ে সদর উপজেলার চন্দ্রমোহনের জেলে আব্দুস সালাম বলেন, জালে এবার ইলিশ মিলছে না।
এ ব্যাপারে বরিশাল বিভাগীয় মৎস্য অধিদপ্তরের উপপরিচালক নৃপেন্দ্রনাথ বিশ্বাস বলেন, ইলিশ মৌসুমি মাছ। নিষেধাজ্ঞা শেষে কিছুদিন ইলিশ পাওয়া গিয়েছিল। তবে এবার সাগরে একটু সমস্যা হয়েছে। ঝড়ের কারণে মাছ নদীতে তেমন ঢুকতে পারেনি। তা ছাড়া প্রতিবছর এক রকম হয় না। প্রাকৃতিক কারণে ইলিশ কখনো কম, কখনো বেশি ধরা পড়ছে।
মা ইলিশ রক্ষায় নদী-সমুদ্রে মাছ ধরার ওপর টানা ২২ দিনের নিষেধাজ্ঞা শেষ হয়েছে এক মাস আগে। মৎস্যজীবীদের আশা ছিল, মাছ শিকার শুরুর পর এবার ইলিশের আহরণ বাড়বে। কিন্তু নদ-নদী কিংবা সাগরে কাঙ্ক্ষিত পরিমাণে ইলিশের দেখা পাওয়া যাচ্ছে না।
বরিশাল পোর্ট রোড মৎস্য মোকামে ইলিশের তেমন সরবরাহ নেই। দাম চড়া। এ নিয়ে হতাশ জেলে থেকে শুরু করে সাধারণ ক্রেতারাও। গতকাল বুধবার সকালে মোকাম ঘুরে দেখা গেছে, মাছের বেশ আকাল। তখন গোটা মোকামে ৫-৬ মণ ইলিশ ছিল। তা নিয়েও চলছিল কাড়াকাড়ি।
সেখানকার ব্যবসায়ীরা জানান, মোকামে এখন দিনে ২০-২৫ মণের বেশি ইলিশ ওঠে না। অথচ ১৫ দিন আগেও দৈনিক হাজার মণ ইলিশ উঠত। খোঁজ নিয়ে নগরের খুচরা বাজার চৌমাথা, বটতলা, নতুন বাজার ও বাংলাবাজার ঘুরেও ইলিশ তেমন একটা দেখা যায়নি।
সদর থানা মৎস্য আড়তদার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কামাল সিকদার বলেন, ‘ইলিশ একেবারেই নেই। গত মঙ্গলবার মাত্র ২০ মণের বেশি ইলিশ আমদানি হয়নি মোকামে। এর দামও চড়া ছিল। এক কেজির ইলিশ বিক্রি হয়েছে ২ হাজার টাকায়। আর এলসি সাইজের (প্রতিটি ৯০০ গ্রাম) প্রতি কেজি ইলিশ ১ হাজার ৭০০ টাকা এবং ৫০০ গ্রামের ইলিশ প্রতি কেজি ১ হাজার ৪০০ টাকা দরে বিক্রি হয়েছে। বুধবার ইলিশ উঠেছে মাত্র ১০ মণ। ফলে দাম বেড়েছে কেজিতে ১০০ টাকা। ২২ দিনের নিষেধাজ্ঞা শেষে ইলিশ কমেছে, কিন্তু দেশীয় মাছের সরবরাহ বেড়েছে।’
জানতে চাইলে বরিশাল মৎস্য অধিদপ্তরের কর্মকর্তা (ইলিশ) বিমল চন্দ্র দাস জানান, বরিশাল পোর্ট রোড মোকামে ততটা ইলিশ আসছে না। কারণ, এখন আর সমুদ্রগামী বোট বরিশালে আসে না। মহিপুর, আলিপুর, ভোলা, বরগুনা থেকে সরাসরি বিভিন্ন স্থানে চলে যায়। যে কারণে ইলিশের সংকট চলছে। তা ছাড়া এখন মৌসুমও নয়।
এদিকে জেলে ও ব্যবসায়ীরা প্রশ্ন তোলেন, ইলিশের উৎপাদন বাড়াতেই তো ঘটা করে এত নিষেধাজ্ঞা দেওয়া হয়। কিন্তু তারপরও কেন ইলিশ পাওয়া যাচ্ছে না। মেহেন্দীগঞ্জ উপজেলার উলানিয়া ইউনিয়নের জেলে তোফায়েল হোসেন কয়েক যুগ ধরে মাছ ধরেন মেঘনা নদীতে। তিনি জানান, অভয়াশ্রমে নিষেধাজ্ঞা চলে দুই মাস। এরপর আট মাস জাটকা নিধনে নিষেধাজ্ঞা। সবচেয়ে কঠিন নিষেধাজ্ঞা অক্টোবরের ২২ দিন। এত নিষেধাজ্ঞা শেষে তাঁরা ইলিশ পাওয়ার আশায় নদীতে নামেন। কিন্তু এবার তো ইলিশ নদীতে নেই। ইলিশ না পেলে তাঁদের পরিবার চালানো কঠিন হয়ে যাবে। একই কথা জানিয়ে সদর উপজেলার চন্দ্রমোহনের জেলে আব্দুস সালাম বলেন, জালে এবার ইলিশ মিলছে না।
এ ব্যাপারে বরিশাল বিভাগীয় মৎস্য অধিদপ্তরের উপপরিচালক নৃপেন্দ্রনাথ বিশ্বাস বলেন, ইলিশ মৌসুমি মাছ। নিষেধাজ্ঞা শেষে কিছুদিন ইলিশ পাওয়া গিয়েছিল। তবে এবার সাগরে একটু সমস্যা হয়েছে। ঝড়ের কারণে মাছ নদীতে তেমন ঢুকতে পারেনি। তা ছাড়া প্রতিবছর এক রকম হয় না। প্রাকৃতিক কারণে ইলিশ কখনো কম, কখনো বেশি ধরা পড়ছে।
রাজশাহীতে জুলাই অভ্যুত্থানের এক বছরের বেশি সময় পর একটি মামলা হয়েছে। মামলায় ১৩৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ৫০০ থেকে ৭০০ জনকে আসামি করা হয়েছে। সময়ের ব্যবধান ছাড়াও এজাহারভুক্ত আসামিদের পরিচয় এ মামলা নিয়ে আলোচনার জন্ম দিয়েছে। আসামিদের অনেকেই ‘পয়সাওয়ালা ব্যক্তি’ হিসেবে পরিচিত হওয়ায় অভিযোগ...
৬ ঘণ্টা আগেমৌলভীবাজারের কমলগঞ্জের মণিপুরী ললিতকলা একাডেমি। ক্ষুদ্র নৃগোষ্ঠীর এই প্রতিষ্ঠান ঘিরে নানা অনিয়ম আর দুর্নীতির অভিযোগ রয়েছে। একাডেমিতে মৈতৈ, বিষ্ণুপ্রিয়া এবং পাঙন—এই তিন সম্প্রদায়ের সমান সুযোগ-সুবিধা থাকার কথা থাকলেও শুধু বিষ্ণুপ্রিয়া মণিপুরীদের প্রতিনিধিত্ব রয়েছে। এতে বঞ্চিত হওয়ার অভিযোগ রয়েছে...
৭ ঘণ্টা আগেরংপুরের তারাগঞ্জে ভূমি অফিসের সহায়ক রশিদুজ্জামান বিপ্লবের ঘুষ নেওয়ার ভিডিও দিয়ে জিম্মি করে চাঁদাবাজির অভিযোগকে ঘিরে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে পাল্টাপাল্টি বিবৃতিতে মুখোমুখি অবস্থানে রয়েছে ছাত্রদল ও জামায়াত। ইতিমধ্যে অভিযুক্ত কর্মচারীকে অন্যত্র বদলি...
৭ ঘণ্টা আগেপিরোজপুরে দুর্বৃত্তদের হামলায় জুজখোলা সম্মিলিত বহুমুখী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক বিপুল মিত্র (৫০) গুরুতর আহত হয়েছেন। মুখোশধারী হামলাকারীরা তাঁর দুই পা ও ডান হাত ভেঙে দেয় বলে জানা গেছে। তাঁর সঙ্গে থাকা সহকারী শিক্ষক অসীম কুমারও (৪৬) আহত হয়েছেন।
৭ ঘণ্টা আগে