Ajker Patrika

নিপাহ ভাইরাসের উপসর্গ নিয়ে পুলিশ কনস্টেবলের মৃত্যু 

নিজস্ব প্রতিবেদক, বরিশাল
নিপাহ ভাইরাসের উপসর্গ নিয়ে পুলিশ কনস্টেবলের মৃত্যু 

নিপাহ ভাইরাসের উপসর্গ নিয়ে বরিশালে পুলিশ কনস্টেবল মো. পলাশ (২৩) মারা গেছেন। বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ রোববার বেলা ১১টার দিকে তিনি মারা যান। পিরোজপুর জেলা পুলিশ লাইন্সে কর্মরত ছিলেন তিনি। কনস্টেবল পলাশ মাগুরা সদর উপজেলার ওলিমারা গ্রামের অলিউল্লাহ মোল্লার ছেলে।

শেবাচিম হাসপাতালের পরিচালক ডা. এইচ. এম সাইফুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, নিপাহ ভাইরাসের উপসর্গ নিয়ে পলাশ গতকাল শনিবার বিকেল ৫টার দিকে হাসপাতালে ভর্তি হন। অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাঁকে আইসিইউতে লাইফ সাপোর্টে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছিল। আজ রোববার বেলা ১১টার দিকে তাঁর মৃত্যু হয়। ভর্তির পর পরই তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। নমুনার রিপোর্ট দেখে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে। 

পলাশের শ্যালক মো. ফিরোজ আলম বলেন, ‘প্রায় দেড়মাস আগে খেজুর রস পান করেছিলেন পলাশ। গতকাল শনিবার তাঁর শরীরের তাপমাত্রা বেড়ে যায়। ওই দিনই তাঁকে পিরোজপুর জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরে উন্নত চিকিৎসার জন্য বিকেলে বরিশাল শেবাচিম হাসপাতালে আনা হয়। 

স্বাস্থ্য অধিদপ্তরের বরিশাল বিভাগীয় পরিচালক ডা. হুমায়ন শাহিন খান আজকের পত্রিকাকে বলেন, ‘শেবাচিম হাসপাতালে নিপাহ ভাইরাসের উপসর্গ নিয়ে এক পুলিশ সদস্যের মৃত্যুর বিষয়টি অবগত আছি। রিপোর্ট না পাওয়া পর্যন্ত এ বিষয়ে নিশ্চিত করে কিছু বলা যাবে না।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত