Ajker Patrika

ভোলার চরে ধান রোপণ নিয়ে দুই গ্রুপে সংঘর্ষে নিহত ১ জন, আটক ৮

প্রতিনিধি
ভোলার চরে ধান রোপণ নিয়ে দুই গ্রুপে সংঘর্ষে নিহত ১ জন, আটক ৮

ভোলা: ভোলায় ধান রোপণ করাকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে নুরুল ইসলাম ওরফে কান্টু ব্যাপারী (৪৫) নামের একজন নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকালে সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের চর গাজীপুর চর এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি পূর্ব ইলিশা ইউনিয়নের সোনাডুগি গ্রামের মো. মফিজুলের ছেলে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১০-১২ জন। পরে ৭ জনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা।

প্রত্যক্ষদর্শী মো. নাছির ফরমান জানান, বৃহস্পতিবার সকালের দিকে কামাল তালুকদার গ্রুপের কান্টু ব্যাপারীসহ বেশ কয়েকজন চর গাজীপুরে জমিতে ধান রোপণ করতে যান। এ সময় লাল মিয়া গ্রুপের লোকজন তাঁদের বাধা দেন। পরে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ বাঁধে। এতে কান্টু ব্যাপারী নিহত হন এবং আরও ১০-১২ জন আহত হন। এ সময় স্থানীয়দের সহযোগিতায় লাল মিয়া গ্রুপের ৭ জনকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়।

ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) মো. ফরিদ শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।

অপরদিকে, ভোলা সদর মডেল থানার ওসি মো. এনায়েত হোসেন বলেন, চরে সংঘর্ষের ঘটনায় একজন মারা গেছে। এ ঘটনায় ৭ জন আটক রয়েছে।

তিনি আরও বলেন এ ঘটনায় এখনো কোন মামলা হয়নি। আমরা সরেজমিনে ঘটনা জানার জন্য এখন ওই চরে যাচ্ছি। সেখান থেকে এসে মামলা করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লতিফ সিদ্দিকী, ঢাবি অধ্যাপক কার্জনসহ ডিবি হেফাজতে ১৫ জন সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার

পুলিশের ওপর ৪ দফা হামলা, গাজীপুরের শীর্ষ সন্ত্রাসীকে ছিনিয়ে নিল দুর্বৃত্তরা

বড় ভাইসহ ডিবি হেফাজতে থাকা সবার সসম্মানে মুক্তি চাই: কাদের সিদ্দিকী

‘গ্রেপ্তার জাসদ নেতাকে থানায় সমাদর’, ওসিসহ তিন কর্মকর্তা প্রত্যাহার

এবার কাকে বিয়ে করলেন দুবাইয়ের রাজকন্যা শেখা মাহরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত