বরগুনা প্রতিনিধি
ঠিকাদারকে কাজ পাইয়ে দিতে বরগুনা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) এক প্রকৌশলীর বিরুদ্ধে ২৫ লাখ টাকা ঘুষ গ্রহণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী বিষয়টি তদন্তের নির্দেশ দিয়েছেন বলে জানা গেছে।
এর আগে গত ৫ মার্চ এলজিইডির প্রধান প্রকৌশলী বরাবর লিখিত অভিযোগ দেন ভুক্তভোগী। তাঁর অভিযোগ, বরগুনা এলজিইডিতে কর্মরতদের ঘুষ না দিয়ে কোনো কাজ পাওয়া বা সম্পন্ন করা কোনোভাবেই সম্ভব হয় না।
অভিযোগকারীর (ভুক্তভোগী) নাম মো. শহীদুল ইকবাল। তিনি ইবাদ কনস্ট্রাকশন নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী।
অভিযোগে তিনি উল্লেখ করেন, বরগুনা এলজিইডির আওতায় ‘ঘূর্ণিঝড় আম্পান ও বন্যায় ক্ষতিগ্রস্ত পল্লি সড়ক অবকাঠামো সংস্কার’ শীর্ষক প্রকল্পের তিনটি কাজ পাইয়ের দেওয়া বাবদ সিনিয়র সহকারী প্রকৌশলী মনিরুজ্জমানকে গত ফেব্রুয়ারি মাসে তিনি ২৫ লাখ টাকা ঘুষ দেন।
মৌখিক চুক্তিমতে মেসার্স বরেন্দ্র কনস্ট্রাকশন নামের ঠিকাদারি প্রতিষ্ঠানে ওই তিনটি কাজ ঠিকাদার শহীদুল ইকবালকে দেওয়ার কথা থাকলেও তিনি আরও বেশি টাকা ঘুষ নিয়ে তিনটি কাজ অন্য ঠিকাদারকে দিয়েছেন। এ ছাড়া বাকি দুটি কাজও অন্যদের দেওয়ার পাঁয়তারা করছেন।
তিনি আরও উল্লেখ করেন, প্রকৌশলী মনিরুজ্জামান নিজেই চাকরির পাশাপাশি ঠিকাদারিও করেন। তিনি কুষ্টিয়ার সৈকত এন্টারপ্রাইজ ও চট্টগ্রামের ইউনুস ব্রাদার্স নামের দুটি লাইসেন্স ব্যবহার করে নিজেই কাজ করছেন।
ঘুষ দেওয়া প্রসঙ্গে শহীদুল ইকবাল বলেন, ‘বিধিমোতাবেক আমাদের কাজ দেওয়া হয় না। তাই বাধ্য হয়েই ঘুষ দিয়ে কাজ পেতে হয়। এখানে কেউই ঘুষ না দিয়ে কাজ পায় না। আবার কাজ পেলেও ঘুষ না দিয়ে তা করানোও সম্ভব হয় না। তাহলে বিল আটকে রাখাসহ নানা হয়রানির শিকার হতে হয়।’
অভিযোগের বিষয়ে কথা বলতে সিনিয়র সহকারী প্রকৌশলী মো. মনিরুজ্জামানের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি।
বরগুনা এলজিইডির নির্বাহী প্রকৌশলী সুপ্রিয় মুখার্জি মোবাইল ফোনে আজকের পত্রিকাকে বলেন, ‘ঠিকাদার শহীদুল ইকবালের অভিযোগ পাওয়ার পর প্রধান প্রকৌশলীর দপ্তর বিষয়টি তদন্তের নির্দেশ দিয়েছেন। সোমবার এলজিইডির বরিশাল দপ্তরের নির্বাহী প্রকৌশলী নূর এ শামস বরগুনা কার্যালয়ে এসে অভিযোগের তদন্ত করেছেন। তদন্তে দোষী প্রমাণিত হলে বিধি মোতাবেক প্রকৌশলী মনিরুজ্জামানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
ঠিকাদারকে কাজ পাইয়ে দিতে বরগুনা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) এক প্রকৌশলীর বিরুদ্ধে ২৫ লাখ টাকা ঘুষ গ্রহণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী বিষয়টি তদন্তের নির্দেশ দিয়েছেন বলে জানা গেছে।
এর আগে গত ৫ মার্চ এলজিইডির প্রধান প্রকৌশলী বরাবর লিখিত অভিযোগ দেন ভুক্তভোগী। তাঁর অভিযোগ, বরগুনা এলজিইডিতে কর্মরতদের ঘুষ না দিয়ে কোনো কাজ পাওয়া বা সম্পন্ন করা কোনোভাবেই সম্ভব হয় না।
অভিযোগকারীর (ভুক্তভোগী) নাম মো. শহীদুল ইকবাল। তিনি ইবাদ কনস্ট্রাকশন নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী।
অভিযোগে তিনি উল্লেখ করেন, বরগুনা এলজিইডির আওতায় ‘ঘূর্ণিঝড় আম্পান ও বন্যায় ক্ষতিগ্রস্ত পল্লি সড়ক অবকাঠামো সংস্কার’ শীর্ষক প্রকল্পের তিনটি কাজ পাইয়ের দেওয়া বাবদ সিনিয়র সহকারী প্রকৌশলী মনিরুজ্জমানকে গত ফেব্রুয়ারি মাসে তিনি ২৫ লাখ টাকা ঘুষ দেন।
মৌখিক চুক্তিমতে মেসার্স বরেন্দ্র কনস্ট্রাকশন নামের ঠিকাদারি প্রতিষ্ঠানে ওই তিনটি কাজ ঠিকাদার শহীদুল ইকবালকে দেওয়ার কথা থাকলেও তিনি আরও বেশি টাকা ঘুষ নিয়ে তিনটি কাজ অন্য ঠিকাদারকে দিয়েছেন। এ ছাড়া বাকি দুটি কাজও অন্যদের দেওয়ার পাঁয়তারা করছেন।
তিনি আরও উল্লেখ করেন, প্রকৌশলী মনিরুজ্জামান নিজেই চাকরির পাশাপাশি ঠিকাদারিও করেন। তিনি কুষ্টিয়ার সৈকত এন্টারপ্রাইজ ও চট্টগ্রামের ইউনুস ব্রাদার্স নামের দুটি লাইসেন্স ব্যবহার করে নিজেই কাজ করছেন।
ঘুষ দেওয়া প্রসঙ্গে শহীদুল ইকবাল বলেন, ‘বিধিমোতাবেক আমাদের কাজ দেওয়া হয় না। তাই বাধ্য হয়েই ঘুষ দিয়ে কাজ পেতে হয়। এখানে কেউই ঘুষ না দিয়ে কাজ পায় না। আবার কাজ পেলেও ঘুষ না দিয়ে তা করানোও সম্ভব হয় না। তাহলে বিল আটকে রাখাসহ নানা হয়রানির শিকার হতে হয়।’
অভিযোগের বিষয়ে কথা বলতে সিনিয়র সহকারী প্রকৌশলী মো. মনিরুজ্জামানের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি।
বরগুনা এলজিইডির নির্বাহী প্রকৌশলী সুপ্রিয় মুখার্জি মোবাইল ফোনে আজকের পত্রিকাকে বলেন, ‘ঠিকাদার শহীদুল ইকবালের অভিযোগ পাওয়ার পর প্রধান প্রকৌশলীর দপ্তর বিষয়টি তদন্তের নির্দেশ দিয়েছেন। সোমবার এলজিইডির বরিশাল দপ্তরের নির্বাহী প্রকৌশলী নূর এ শামস বরগুনা কার্যালয়ে এসে অভিযোগের তদন্ত করেছেন। তদন্তে দোষী প্রমাণিত হলে বিধি মোতাবেক প্রকৌশলী মনিরুজ্জামানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
নীলফামারীর ডিমলা উপজেলার বাবুরহাট বাজারে নির্মাণকাজ শেষ হওয়ার এক মাস যেতে না যেতেই উঠে যাচ্ছে সড়কের আরসিসি ঢালাই। এ ছাড়া সড়কটির সম্প্রসারণ জয়েন্টগুলোতে আঁকাবাঁকা ফাটল দেখা দিয়েছে। বিষয়টি বুঝতে পেরে সংশ্লিষ্টরা তাড়াহুড়া করে বিটুমিন দিয়ে ফাটল বন্ধের চেষ্টা চালিয়েছেন বলে জানা গেছে।
১ ঘণ্টা আগেতিন পার্বত্য জেলার মধ্যে আগে থেকেই চিকিৎসাসেবায় পিছিয়ে খাগড়াছড়ি। তার ওপর বছরের পর বছর চিকিৎসক, নার্স, কর্মচারী ও প্রয়োজনীয় যন্ত্রপাতির সংকট থাকায় খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না রোগীরা।
১ ঘণ্টা আগেনেত্রকোনার দুর্গাপুরে এক কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ফয়সাল আহমেদ ওরফে দুর্জয় (২৪) নামে এক ছাত্রদল নেতাকে আটক করেছে পুলিশ। আটক ফয়সাল আহমেদ ওরফে দুর্জয় দুর্গাপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক। মঙ্গলবার (২৯ এপ্রিল) রাতে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান...
১ ঘণ্টা আগেরাজধানীর খিলগাঁওয়ে একটি নির্মাণাধীন ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার সন্ধ্যা ৭টায় এ অগ্নিকাণ্ড ঘটে। তবে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যাওয়ার আগেই আগুন নিভে গেছে। এতে কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।
৩ ঘণ্টা আগে