আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি
বরিশালের আগৈলঝাড়া হাসপাতালে চিকিৎসকের সংকটে ব্যাহত হচ্ছে চিকিৎসাসেবা। ৫০ শয্যার এই হাসপাতালে নানা সমস্যা ছাড়াও পর্যাপ্ত চিকিৎসক না থাকায় মানসম্মত স্বাস্থ্যসেবা না পাওয়ার অভিযোগ জানিয়েছেন সেবাগ্রহীতারা।
সেবাপ্রার্থীদের অভিযোগ, হাসপাতালের সব সমস্যা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জানার পরও সমাধানে কোনো উদ্যোগ নেওয়া হয়নি। যুগের পর যুগ হাসপাতালে চিকিৎসকের পদ শূন্য থাকলেও দেওয়া হয়নি কোনো চিকিৎসক।
হাসপাতাল সূত্রে জানা গেছে, ৩ লক্ষাধিক জনসংখ্যা অধ্যুষিত আগৈলঝাড়া উপজেলা ছাড়াও পাশের গৌরনদী উপজেলার পশ্চিমাংশ, উজিরপুর উপজেলার উত্তরাংশ ও কোটালীপাড়া উপজেলার পূর্বাংশের লোকজন মিলে অন্তত পাঁচ লক্ষাধিক লোকের চিকিৎসাসেবা দিতে হচ্ছে এই হাসপাতালকে। ১৯৭২ সালে উপজেলার গৈলা এলাকায় ৩১ শয্যার স্বাস্থ্য কমপ্লেক্সটি প্রতিষ্ঠিত হয়। এরপর ২০০৪ সালে ৩১ থেকে ৫০ শয্যার হাসপাতালে উন্নীত করা হয়।
হাসপাতালটিতে চিকিৎসকের পদ রয়েছে ২১টি। এ ছাড়া পাঁচটি ইউনিয়নের স্বাস্থ্যসেবাকেন্দ্রের (সাব-সেন্টার) দায়িত্বে থাকার কথা পাঁচজন চিকিৎসকের। সব মিলিয়ে উপজেলায় মোট ২৬ জন চিকিৎসকের পদ থাকলেও ইউনিয়নের স্বাস্থ্যসেবাকেন্দ্রগুলোতে নেই কোনো চিকিৎসক। আর হাসপাতালে ২১টি চিকিৎসক পদের বিপরীতে রয়েছেন মাত্র ছয়জন।
সংশ্লিষ্টরা জানান, হাসপাতালের প্রধান ইউএইচএএফপিও সব সময় প্রশাসনিক কাজে ব্যস্ত থাকেন। ফলে হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) শিশির কুমার গাইনসহ কয়েকজনের ওপর নির্ভর করে চলছে হাসপাতালের চিকিৎসাসেবা কার্যক্রম। চিকিৎসকের সংকটে পাঁচটি ইউনিয়নের সাব-সেন্টারগুলোতে চিকিৎসা নিতে পারছে না রোগীরা। চিকিৎসাসেবা দিতে গিয়ে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ।
সার্বিক বিষয়ে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বখতিয়ার আল মামুন বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে ডাক্তারের জন্য জানানো হয়েছে। নিয়োগ দেওয়া হলে হাসপাতালে আর ডাক্তারের সংকট থাকবে না।
বরিশালের আগৈলঝাড়া হাসপাতালে চিকিৎসকের সংকটে ব্যাহত হচ্ছে চিকিৎসাসেবা। ৫০ শয্যার এই হাসপাতালে নানা সমস্যা ছাড়াও পর্যাপ্ত চিকিৎসক না থাকায় মানসম্মত স্বাস্থ্যসেবা না পাওয়ার অভিযোগ জানিয়েছেন সেবাগ্রহীতারা।
সেবাপ্রার্থীদের অভিযোগ, হাসপাতালের সব সমস্যা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জানার পরও সমাধানে কোনো উদ্যোগ নেওয়া হয়নি। যুগের পর যুগ হাসপাতালে চিকিৎসকের পদ শূন্য থাকলেও দেওয়া হয়নি কোনো চিকিৎসক।
হাসপাতাল সূত্রে জানা গেছে, ৩ লক্ষাধিক জনসংখ্যা অধ্যুষিত আগৈলঝাড়া উপজেলা ছাড়াও পাশের গৌরনদী উপজেলার পশ্চিমাংশ, উজিরপুর উপজেলার উত্তরাংশ ও কোটালীপাড়া উপজেলার পূর্বাংশের লোকজন মিলে অন্তত পাঁচ লক্ষাধিক লোকের চিকিৎসাসেবা দিতে হচ্ছে এই হাসপাতালকে। ১৯৭২ সালে উপজেলার গৈলা এলাকায় ৩১ শয্যার স্বাস্থ্য কমপ্লেক্সটি প্রতিষ্ঠিত হয়। এরপর ২০০৪ সালে ৩১ থেকে ৫০ শয্যার হাসপাতালে উন্নীত করা হয়।
হাসপাতালটিতে চিকিৎসকের পদ রয়েছে ২১টি। এ ছাড়া পাঁচটি ইউনিয়নের স্বাস্থ্যসেবাকেন্দ্রের (সাব-সেন্টার) দায়িত্বে থাকার কথা পাঁচজন চিকিৎসকের। সব মিলিয়ে উপজেলায় মোট ২৬ জন চিকিৎসকের পদ থাকলেও ইউনিয়নের স্বাস্থ্যসেবাকেন্দ্রগুলোতে নেই কোনো চিকিৎসক। আর হাসপাতালে ২১টি চিকিৎসক পদের বিপরীতে রয়েছেন মাত্র ছয়জন।
সংশ্লিষ্টরা জানান, হাসপাতালের প্রধান ইউএইচএএফপিও সব সময় প্রশাসনিক কাজে ব্যস্ত থাকেন। ফলে হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) শিশির কুমার গাইনসহ কয়েকজনের ওপর নির্ভর করে চলছে হাসপাতালের চিকিৎসাসেবা কার্যক্রম। চিকিৎসকের সংকটে পাঁচটি ইউনিয়নের সাব-সেন্টারগুলোতে চিকিৎসা নিতে পারছে না রোগীরা। চিকিৎসাসেবা দিতে গিয়ে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ।
সার্বিক বিষয়ে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বখতিয়ার আল মামুন বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে ডাক্তারের জন্য জানানো হয়েছে। নিয়োগ দেওয়া হলে হাসপাতালে আর ডাক্তারের সংকট থাকবে না।
জয়পুরহাটের আক্কেলপুর উপজেলা রিসোর্স সেন্টারের ইনস্ট্রাক্টর (চলতি দায়িত্ব) জাহাঙ্গীর আলমকে একাধিক মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে ফাতেমাতুজ্জোহুরা নামের এক সহকারী শিক্ষকের বিরুদ্ধে। উপজেলা রিসোর্স সেন্টার কার্যালয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত ওই শিক্ষকের বাড়ি নওগাঁ জেলার ধামইরহাট
২ মিনিট আগেখুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) রোকেয়া হলের ৩৪ লাখ টাকা এক দিনে ব্যাংক থেকে তুলে হল প্রভোস্ট তাঁর পারিবারিক কাজে ব্যবহার করেছেন বলে অভিযোগ উঠেছে। এ খবর জানাজানি হওয়ার পর আগামী ৬ মাসের মধ্যে এই টাকা হলে ফেরত দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।
৫ মিনিট আগেমধ্যনগর উপজেলার কৃষক লীগের আহ্বায়ক মো. রুহুল আমিন তালুকদার রব রাজনীতি থেকে অবসর নেওয়ার ঘোষণা দিয়েছেন। গতকাল রোববার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ ঘোষণা দেন তিনি।
২৮ মিনিট আগেরাজধানীর মগবাজারের দিলু রোড এলাকায় ১০ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। আজ সোমবার (১১ আগস্ট) শিশুর নানা বাদী হয়ে থানায় মামলা করেছেন। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
৪২ মিনিট আগে