আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি
বরিশালের আগৈলঝাড়ায় এনজিওর কিস্তির টাকা দিতে না পারায় শিশু সন্তানসহ কারাগারে পাঠানো গৃহবধূকে মানবিক দিক বিবেচনায় জামিন দিয়েছেন আদালত। আজ রোববার বরিশালের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে হাজির করা হলে বিচারক শারমিন সুলতানা সুমী তার জামিন মঞ্জুর করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের নিবন্ধনকারী কর্মকর্তা মো. ফুয়াদ হোসেন। তিনি বলেন, ‘১৭ হাজার টাকার জন্য ২ বছরের শিশু সন্তানসহ নুপুর মধুকে গ্রেপ্তারের পর আজ (রোববার) আদালতে হাজির করলে জ্যেষ্ঠ বিচারিক হাকিম শারমিন সুলতানা সুমী মানবিক কারণে তাঁর জামিন দিয়েছেন।’
এ বিষয়ে গৃহবধূর শাশুড়ি শ্রীমতি হালদার আজকের পত্রিকাকে জানান, এক বছর আগে তারা বাংলাদেশ ডেভেলপমেন্ট সোসাইটি (বিডিএস) এনজিও থেকে ৪০ হাজার টাকা ঋণ গ্রহণ করেন। আর্থিক অনটনের কারণে নিয়মিত এনজিওর কিস্তির টাকা পরিশোধে ব্যর্থ হয় নুপুর মধু। বর্তমানে আর ১৭ হাজার টাকা পাওনা ছিল ওই এনজিওর। লোনের টাকা খেলাপি হওয়ায় এনজিও বিডিএস কর্তৃপক্ষ সমিতির সদস্য নুপুর মধুর নামে বরিশাল আদালতে মামলা দায়ের করেন। ওই মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।
গ্রেপ্তারের জন্য আগৈলঝাড়া থানা-পুলিশের উপপরিদর্শক (এসআই) আমিরুল ইসলামের নেতৃত্বে একটি দল গত শুক্রবার গভীর রাতে মহিলা পুলিশ ছাড়াই অভিযান পরিচালনা করে নুপুর মধুকে গ্রেপ্তার করেন। এ সময় মামলার আসামি না হলেও নুপুর মধুর দুই বছরের ছেলে কৌশিক হালদার ও শাশুড়ি শ্রীমতি হালদারকে (৫৫) আটক করে থানায় নিয়ে যান পুলিশের ওই কর্মকর্তা।
শ্রীমতি হালদার অভিযোগ করে বলেন, ‘আমরা মামলার নোটিশ পেয়ে পাঁচ হাজার টাকা নিয়ে এনজিওতে জমা দিয়েছি। তখন এনজিও থেকে জানানো হয়, তিন হাজার টাকা কিস্তি হিসেবে জমা দিবে তারা। বাকি দুই হাজার টাকা দিয়ে মামলা প্রত্যাহারের খরচ লাগবে।’
এ বিষয়ে এনজিও বিডিএসের নির্বাহী পরিচালক এসএস এইচ কবির আজকের পত্রিকাকে বলেন, ‘নুপুর মধু ঋণ নিয়েছে এক বছর পার হয়েছে। তাই ঋণ খেলাপির মামলা করা হয়েছে। কিস্তির টাকা না দেওয়ায় ওই গৃহবধূকে পুলিশ গ্রেপ্তার করে। তাঁকে আদালত জামিন দিয়েছে বলেও শুনেছি।’
বরিশালের আগৈলঝাড়ায় এনজিওর কিস্তির টাকা দিতে না পারায় শিশু সন্তানসহ কারাগারে পাঠানো গৃহবধূকে মানবিক দিক বিবেচনায় জামিন দিয়েছেন আদালত। আজ রোববার বরিশালের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে হাজির করা হলে বিচারক শারমিন সুলতানা সুমী তার জামিন মঞ্জুর করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের নিবন্ধনকারী কর্মকর্তা মো. ফুয়াদ হোসেন। তিনি বলেন, ‘১৭ হাজার টাকার জন্য ২ বছরের শিশু সন্তানসহ নুপুর মধুকে গ্রেপ্তারের পর আজ (রোববার) আদালতে হাজির করলে জ্যেষ্ঠ বিচারিক হাকিম শারমিন সুলতানা সুমী মানবিক কারণে তাঁর জামিন দিয়েছেন।’
এ বিষয়ে গৃহবধূর শাশুড়ি শ্রীমতি হালদার আজকের পত্রিকাকে জানান, এক বছর আগে তারা বাংলাদেশ ডেভেলপমেন্ট সোসাইটি (বিডিএস) এনজিও থেকে ৪০ হাজার টাকা ঋণ গ্রহণ করেন। আর্থিক অনটনের কারণে নিয়মিত এনজিওর কিস্তির টাকা পরিশোধে ব্যর্থ হয় নুপুর মধু। বর্তমানে আর ১৭ হাজার টাকা পাওনা ছিল ওই এনজিওর। লোনের টাকা খেলাপি হওয়ায় এনজিও বিডিএস কর্তৃপক্ষ সমিতির সদস্য নুপুর মধুর নামে বরিশাল আদালতে মামলা দায়ের করেন। ওই মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।
গ্রেপ্তারের জন্য আগৈলঝাড়া থানা-পুলিশের উপপরিদর্শক (এসআই) আমিরুল ইসলামের নেতৃত্বে একটি দল গত শুক্রবার গভীর রাতে মহিলা পুলিশ ছাড়াই অভিযান পরিচালনা করে নুপুর মধুকে গ্রেপ্তার করেন। এ সময় মামলার আসামি না হলেও নুপুর মধুর দুই বছরের ছেলে কৌশিক হালদার ও শাশুড়ি শ্রীমতি হালদারকে (৫৫) আটক করে থানায় নিয়ে যান পুলিশের ওই কর্মকর্তা।
শ্রীমতি হালদার অভিযোগ করে বলেন, ‘আমরা মামলার নোটিশ পেয়ে পাঁচ হাজার টাকা নিয়ে এনজিওতে জমা দিয়েছি। তখন এনজিও থেকে জানানো হয়, তিন হাজার টাকা কিস্তি হিসেবে জমা দিবে তারা। বাকি দুই হাজার টাকা দিয়ে মামলা প্রত্যাহারের খরচ লাগবে।’
এ বিষয়ে এনজিও বিডিএসের নির্বাহী পরিচালক এসএস এইচ কবির আজকের পত্রিকাকে বলেন, ‘নুপুর মধু ঋণ নিয়েছে এক বছর পার হয়েছে। তাই ঋণ খেলাপির মামলা করা হয়েছে। কিস্তির টাকা না দেওয়ায় ওই গৃহবধূকে পুলিশ গ্রেপ্তার করে। তাঁকে আদালত জামিন দিয়েছে বলেও শুনেছি।’
টাঙ্গাইলের মধুপুরে শিক্ষার্থীদের সঙ্গে অশালীন আচরণের অভিযোগে এক শিক্ষককে জুতাপেটা করেছেন নারী অভিভাবকেরা। আজ বুধবার দুপুরে মধুপুরের আকাশী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিস কক্ষে এই ঘটনা ঘটে। তবে ওই শিক্ষক বলছেন, স্থানীয় এক যুবককে শাসন করায় সে ষড়যন্ত্র করে এ ঘটনা ঘটিয়েছে।
২০ মিনিট আগেজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় হামলার অভিযোগে সম্প্রতি ২৫৯ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছিল প্রশাসন। সেই তালিকায় মারধরে নিহত নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক নেতা শামীম মোল্লার নামও রয়েছে। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
৩৮ মিনিট আগেঅধ্যক্ষকে পদত্যাগে ‘বাধ্য করানোর চেষ্টা’ ও ‘হেনস্তা’ করার ঘটনার প্রতিবাদে বিক্ষোভে নেমেছেন ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীরা। আজ বুধবার সকাল থেকে রাজধানীর শ্যামলীতে অবস্থিত এই বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি ছাড়া অন্য সব চিকিৎসাসেবা বন্ধ রয়ে
৩৯ মিনিট আগেখুলনায় প্রকাশ্যে এক যুবককে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। আজ বুধবার সন্ধ্যায় নগরীর বয়রা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
৪২ মিনিট আগে