Ajker Patrika

শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে ভারত বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে: আলতাফ হোসেন চৌধুরী

মির্জাগঞ্জ (পটুয়াখালী)  প্রতিনিধি
আপডেট : ০৪ এপ্রিল ২০২৫, ১৫: ১২
আলতাফ হোসেন চৌধুরী। ছবি: সংগৃহীত
আলতাফ হোসেন চৌধুরী। ছবি: সংগৃহীত

৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা ভারতে চলে যান। ভারত সরকার শেখ হাসিনাকে দিল্লিতে বাড়ি-গাড়ি, টেলিফোন সংযোগসহ আশ্রয় দিয়ে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী।

গতকাল বৃহস্পতিবার বিকেলে মাধবখালী ইউনিয়ন বিএনপির উদ্যোগে নিউমার্কেট বাজার এলাকায় ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এ কথা বলেন।

আলতাফ চৌধুরী বলেন, ‘বিশ্বের বিভিন্ন দেশের সরকারপ্রধানের পদত্যাগের ইতিহাস আছে। কিন্তু সরকারপ্রধান কত ভয়ানক অন্যায় করলে দেশ থেকে পালিয়ে যেতে হয়, শেখ হাসিনাই তার প্রমাণ। শেখ হাসিনা দিনের ভোট রাতে চুরি করে অবৈধভাবে ক্ষমতায় গিয়ে বিএনপির অসংখ্য নেতা–কর্মীকে গুম ও খুন করেছে। মামলা-হামলা দিয়ে তাঁদের বাড়িছাড়া করেছে। জমিজমা দখল করে নিয়ে গেছে।’

তিনি আরও বলেন, ‘আমাদের ছেলেরা ফ্যাসিস্ট আওয়ামী লীগের দলীয় পুলিশের বন্দুকের সামনে বুক পেতে তাদের প্রতিহত করেছে। শুধু শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যায়নি, মন্ত্রিপরিষদের সদস্য, চেয়ারম্যান, মেম্বার, এমনকি মসজিদের ইমাম পর্যন্ত পালিয়ে গেছে। তারা এখন বিদেশে থেকে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা অব্যাহত রেখেছে।’ তাই সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

মাধবখালী ইউনিয়ন বিএনপির সভাপতি শাহীন চৌধুরী পাশা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পটুয়াখালী জাতীয়তাবাদী আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মহসিন, মির্জাগঞ্জ উপজেলা বিএনপির সহসভাপতি মো. আনোয়ার হোসেন সিকদার, সহসভাপতি আইয়ুব আলী খান আলী, যুগ্ম সাধারণ সম্পাদক মো. রুবেল মৃধা, যুবদলের আহ্বায়ক গাজী রাশেদ শামস ও সদস্যসচিব গাজী আতাউর রহমান।

মাধবখালী ইউনিয়ন যুবদলের সভাপতি মো. সাইফুল ইসলাম জাহাঙ্গীরের সঞ্চালনায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সহসভাপতি আমিনুল ইসলাম খোকন, মাধবখালী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি হাসিবুল মনির খন্দকার, উপজেলা ছাত্রদলের সভাপতি আবুল বাশার মোখলেছ, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. রফিকুল ইসলাম, মাধবখালী ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি মো. জাফর আকন, জেলা যুবদলের সহসম্পাদক আবু বকর সিদ্দিক চৌধুরী, মহিলা দলের সভানেত্রী জেসমিন শাকুর, মাধবখালী ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. জাফর জোমাদ্দার ও ছাত্রদলের সভাপতি আমিনুল ইসলাম মিলন প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

নতুন মেট্রো নয়, রুট বাড়ানোর চিন্তা

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত