Ajker Patrika

কালবৈশাখী : মেঘনা নদীতে বালুবাহী বাল্কহেড ও নৌকাডুবি

ভোলা প্রতিনিধি
আপডেট : ২১ মে ২০২২, ১৫: ৩৬
কালবৈশাখী : মেঘনা নদীতে বালুবাহী বাল্কহেড ও নৌকাডুবি

ভোলার মেঘনা নদীতে ঝড়ের কবলে পড়ে একটি বালুবাহী বাল্কহেড ও জেলেদের বেশ কয়েকটি নৌকা ডুবে গেছে। আজ শনিবার সকালে ভোলার ধনিয়া ইউনিয়নের তুলাতলী এলাকায় মেঘনা নদীতে এ দুর্ঘটনা ঘটে। এ সময় ওই বাল্কহেডে থাকা মাস্টার, সুকানি, স্টাফসহ ৬ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

স্থানীয়রা জানান, আজ ভোর থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছিল। সকাল সাড়ে ৭টার দিকে হঠাৎ নদী উত্তাল হয়ে ওঠে। একপর্যায়ে ঝড়ের কবলে পড়ে নদীতে থাকা এমভি তামিম-শামিম নামে একটি বালুবোঝাই বাল্কহেড ডুবে যায়। এ সময় বাল্কহেডে থাকা ছয়জনকে উদ্ধার করা হয়।  

ডুবে যাওয়া বাল্কহেডের নাবিক মো. মনির বলেন, ‘আমরা নদীভাঙনের কাজের জন্য বালু নিয়ে যাচ্ছিলাম। হঠাৎ কালবৈশাখীতে আমাদের বাল্কহেড ডুবে যায়। পরে আমরা নদীতে ঝাঁপিয়ে পড়ি। এ সময় স্থানীয়রা আমাদের উদ্ধার করেন।’ 

ভোলার ইলিশা নৌ-থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজালাল বাদশা বলেন, ভোলার মেঘনা নদীর ভাঙনরোধে জরুরি কাজে ব্যবহারের জন্য বালুবোঝাই করে এমভি তামিম-শামিম নামে একটি বাল্কহেড যাচ্ছিল। তুলাতুলী মাছঘাট এলাকায় মেঘনা নদীতে কালবৈশাখীর কবলে পড়ে বাল্কহেডটি ডুবে যায়। ওই সময় বাল্কহেডে থাকা শ্রমিকেরা স্থানীয়দের সহায়তায় তীরে উঠে যাওয়ায় হতাহতের ঘটনা ঘটেনি। 

এ বিষয়ে ভোলা জেলা ক্ষুদ্র মৎস্যজীবী সমিতির সভাপতি মো. এরশাদ আজকের পত্রিকাকে বলেন, ঝড়ে মেঘনায় অনেক মাছ ধরার ট্রলার ডুবেছে। এতে জেলেদের অনেক ক্ষয়ক্ষতি হলেও হতাহতের কোনো খবর এখন পর্যন্ত পাওয়া যায়নি। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফেল করায় বকা খেয়ে বাড়ি ছাড়ে বাংলাদেশি কিশোরী, ভারতে ৩ মাসে ২০০ লোকের ধর্ষণ

‘বিচারপতি খায়রুলকে হাতকড়া পরানো মানে পুরো বিচার বিভাগকে হাতকড়া পরানো’

রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

কোথাও ঘুরতে ইচ্ছা করলে আমাকে জানাবে—ছাত্রীকে খুবি অধ্যাপক

আগামী সপ্তাহের মধ্যে ৫ ইসলামী ব্যাংক একীভূত করার প্রক্রিয়া শুরু: গভর্নর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত