Ajker Patrika

সড়ক দুর্ঘটনায় বাবা নিহত, হাসপাতালে ভর্তি ছেলে

আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি
আপডেট : ২৫ এপ্রিল ২০২৩, ১৬: ১২
সড়ক দুর্ঘটনায় বাবা নিহত, হাসপাতালে ভর্তি ছেলে

বরিশালের আগৈলঝাড়ায় ট্রাকের সঙ্গে মটরসাইকেলের সংঘর্ষে বাবা নিহত হয়েছেন। এ ঘটনায় ছেলে গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। 

আজ মঙ্গলবার দুপুরে উপজেলার বাশাইল-মাগুড়া সড়কের মাগুড়া বাজারের পূর্ব পাশে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত লিটন মিয়া (৫৮) মাদারীপুর জেলার মৃত দলিল উদ্দিন মিয়ার ছেলে। তিনি পেশায় কাঠ ব্যবসায়ী। এ ঘটনায় আহত হয়েছেন তাঁর ছেলে জানে আলম মিয়া (১৮)। 

নিহত লিটন মিয়ার ভাই রিপন মিয়া বলেন, ‘সকালে কাঠ কেনার উদ্দেশ্যে আমার ভাই লিটন মিয়া ও তাঁর ছেলে জানে আলম মিয়া মটরসাইকেলে প্রথমে বাটাজোড় যায়। পরে সেখান থেকে আগৈলঝাড়া হয়ে মাগুড়া সড়কে যাওয়ার পথে ট্রাকের সঙ্গে সংঘর্ষে তারা আহত হয়।’ 

আগৈলঝাড়া থানার পরিদর্শক (তদন্ত) মাজহারুল ইসলাম জানান, আজ দুপুরে মাগুড়া বাজারের পূর্ব পাশে একটি ট্রাকের সঙ্গে মটরসাইকেলটির সংঘর্ষ হয়। স্থানীয়রা তাঁদের আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক লিটন মিয়াকে মৃত ঘোষণা করেন। 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক গোলাম মোশের্দ সজীব জানান, সড়ক দুর্ঘটনায় একজন ঘটনাস্থলেই নিহত হয়েছেন। অপরজন গুরুতর আহত হয়েছেন। তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত