Ajker Patrika

মঠবাড়িয়ায় একদিনে দুই গৃহবধূর লাশ উদ্ধার

প্রতিনিধি
আপডেট : ২৬ জুন ২০২১, ২০: ১৩
মঠবাড়িয়ায় একদিনে দুই গৃহবধূর লাশ উদ্ধার

মঠবাড়িয়া (পিরোজপুর): পিরোজপুরের মঠবাড়িয়ায় একদিনে দুই গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে। রোববার দুপুরে ওই দুই গৃহবধূর লাশ উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য লাশ পিরোজপুর জেলা মর্গে পাঠানো হয়।

নিহতরা হলেন রুমা বেগম (৩০) ও আসমা বেগম (৩৫)। গৃহবধূ রুমা বেগম উপজেলার মিরুখালী ইউনিয়নের বড় শৌলা গ্রামের মনির আকনের স্ত্রী এবং আসমা বেগম বেতমোর রাজাপাড়া ইউনিয়নের নিজামিয়া গ্রামের নুরুল ইসলামের স্ত্রী। পারিবারিক কলহের জেরে তাঁরা আত্মহত্যা করতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, রোববার সকালে গৃহবধূ রুমা বেগম শ্বশুর বাড়িতে বসে কীটনাশক পান করে অসুস্থ হয়ে পড়েন। পরে দুপুরে পরিবারের লোকজন তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তবে তাঁর আত্মহত্যার কারণ জানা যায়নি।

অন্যদিকে বেতমোর রাজপাড়া ইউনিয়নের নিজামিয়া গ্রামের গৃহবধূ আসমা বেগম সংসারের কলহের জেরে বাবার বাড়ি বেড়াতে এসে রোববার কীটনাশক পান করেন। পরে অচেতন অবস্থায় তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ওই দুই গৃহবধূর লাশ উদ্ধার করেন।

মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ মুহা. নুরুল ইসলাম বাদল জানান, ওই দুই গৃহবধূর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পিরোজপুর জেলা মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় পৃথক দুটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা-ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

ভারত–বাংলাদেশ বাণিজ্য বিধিনিষেধের মূল্য গুনছেন ব্যবসায়ীরা

গায়ে কেরোসিন ঢেলে কলেজছাত্রীর আত্মহনন, পলাতক ইমাম গ্রেপ্তার

সরকারি মাধ্যমিকের সহকারী শিক্ষকেরা পাচ্ছেন গেজেটেড মর্যাদা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত