Ajker Patrika

আগৈলঝাড়ায় প্রচণ্ড গরমে গলে যাচ্ছে সড়কের পিচ

আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি
আপডেট : ১৭ এপ্রিল ২০২৩, ২০: ০৬
আগৈলঝাড়ায় প্রচণ্ড গরমে গলে যাচ্ছে সড়কের পিচ

বরিশালের আগৈলঝাড়ায় এক যুগের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আজ সোমবার উপজেলায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৯ ডিগ্রি সেলসিয়াস। প্রচণ্ড এই গরমে সড়কের বিটুমিন গলে যাচ্ছে। 

বরিশাল আবহাওয়া অফিসের পর্যবেক্ষক মো. হুময়ুন কবির বলেন, সাধারণত জলবায়ু পরিবর্তনের কারণে তাপমাত্রার পরিবর্তন ঘটে। এখন আর আগের মতো বড় বড় গাছ নেই, পুকুর নেই, খাল নেই। এসব কারণে বাতাস ময়েশ্চার বা আর্দ্রতা বহন করে না। তাই সবকিছু শুষ্ক হয়ে যাওয়ায় গরমের তীব্রতা বাড়ছে। তবে আশা করছি, দুই-এক দিনের মধ্যে তাপমাত্রা কিছুটা কমবে, এমনকি বৃষ্টিও হতে পারে। 

গত কয়েক দিনের তীব্র তাপে উপজেলার আগৈলঝাড়া-গোপালগঞ্জ আঞ্চলিক মহাসড়কের বিভিন্ন স্থানে বিটুমিন বা পিচ গলে যেতে শুরু করেছে। বিশেষ করে যেসব স্থানে গাছ বা ছায়া নেই সেসব স্থানে এই সমস্যা বেশি হচ্ছে। 

স্থানীয় ভদ্রপাড়া গ্রামের শিক্ষার্থী শাওন সরদার বলে, প্রচণ্ড গরমে রাস্তার পিচ গলে গেছে। সড়কে হাঁটাচলা করা যাচ্ছে না। রাস্তা পার হতে গেলে গরমে গলে যাওয়া পিচে পায়ের জুতা আটকে যাচ্ছে। 

সম্প্রতি উপজেলার রথখোলা বাসস্ট্যান্ডে এক বৃদ্ধ রাস্তা পার হতে গিয়ে গরম পিচে জুতা আটকে যায়। তখন বাসস্ট্যান্ডের ইজিবাইকচালকেরা রাস্তায় পানি দিয়ে পিচ ঠান্ডা করে ওই বৃদ্ধকে রাস্তা পারাপারে সহায়তা করেন। 

ইজিবাইকচালক হেমায়েত সরদার বলেন, উপজেলায় আরও অনেক সড়ক রয়েছে। তবে কোনোটিরই এমন অবস্থা নেই। 

ফুল্লশ্রী বাজারের ব্যবসায়ী জাহিদ হোসেন বলেন, রাস্তাটি সংস্কার করার আগেই ভালো ছিল। নিম্নমানের কাজের কারণে রাস্তার পিচ গলে যাচ্ছে। এ কারণে সড়কে যানবাহন চলাচলে সমস্যা হচ্ছে। 

এ বিষয়ে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের প্রকৌশলী সুমন মিয়া বলেন, ‘মূলত পিচঢালা সড়কে সূর্যের তাপ পড়লে তা উত্তপ্ত হতে থাকে। সড়কের যেসব স্থানে গাছপালা বা ছায়া নেই, সেসব স্থানে এমনটা হতে পারে। তবে এ ক্ষেত্রে উন্নত মানের পিচ ব্যবহার করা গেলে এমনটা হতো না। তারপরও আমরা রাস্তার বিভিন্ন স্থানে বালু দিয়ে গরম পিচ ঢেকে দিচ্ছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত