প্রতিনিধি, ভোলা
স্বাস্থ্যবিধি অমান্য করায় এবং বিনা কারণে বাইরে বের হওয়ার অপরাধে ভোলা জেলায় গত ১ জুলাই থেকে ৩১ জুলাই পর্যন্ত এক মাসে ৩২৩টি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৩৫ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়া ২ হাজার ৪৮৮ জনকে ২২ লাখ ৪৪ হাজার ৬৫০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। মামলা দায়ের করা হয়েছে ২ হাজার ৪৭৫টি। আসামি করা হয়েছে ২ হাজার ৬২৩ জনকে।
গতকাল শনিবার সকাল থেকে রাত পর্যন্ত ১০টি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৭৪টি মামলায় ৭৮ জনের মধ্যে ৭৩ জনকে ৭৮ হাজার ২৫০ টাকা জরিমানা করা হয় এবং ৫ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়।
জেলা প্রশাসন সূত্র জানায়, ভোলা সদরে ৪টি ভ্রাম্যমাণ আদালতে ২৬টি মামলায় ২৮ জনকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।
এদিকে দৌলতখানে একটি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৮ মামলায় ১৮ জনের মধ্যে ১৩ জনকে ৯ হাজার ৩৫০ টাকা জরিমানা এবং ৫ জনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। বোরহানউদ্দিনে দুইটি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৯ মামলায় ১৯ জনকে ১২ হাজার ১০০ টাকা জরিমানা করা হয়। লালমোহনে একটি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৪ মামলায় ৪ জনকে ৯ হাজার ৭০০ টাকা জরিমানা করা হয়। তজুমদ্দিনে একটি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৭ মামলায় ৯ জনকে ৭ হাজার ১০০ টাকা অর্থদণ্ড করা হয়।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আকিব ওসমান জানান, করোনা সংক্রমণ প্রতিরোধে সরকারি নির্দেশনা বাস্তবায়ন ও স্বাস্থ্যবিধি পালনে এ অভিযান অব্যাহত থাকবে।
ভোলার জেলা প্রশাসক তৌফিক ই-লাহি চৌধুরী জানান, কঠোর লকডাউন বাস্তবায়নে জেলার ৭ উপজেলায় নির্বাহী ম্যাজিস্ট্রেট এর নেতৃত্বে আইনশৃঙ্খলা বাহিনী মাঠে রয়েছে। শহরের প্রবেশদ্বার ও বহির্গমন পথে পুলিশের চেকপোস্ট বসানো হয়েছে। করোনা সংক্রমণরোধে আমাদের কঠোর অভিযান চলমান রয়েছে। সরকারি পরবর্তী নির্দেশনা না পাওয়া পর্যন্ত আমাদের এই ধারাবাহিকতা চলমান থাকবে।
স্বাস্থ্যবিধি অমান্য করায় এবং বিনা কারণে বাইরে বের হওয়ার অপরাধে ভোলা জেলায় গত ১ জুলাই থেকে ৩১ জুলাই পর্যন্ত এক মাসে ৩২৩টি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৩৫ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়া ২ হাজার ৪৮৮ জনকে ২২ লাখ ৪৪ হাজার ৬৫০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। মামলা দায়ের করা হয়েছে ২ হাজার ৪৭৫টি। আসামি করা হয়েছে ২ হাজার ৬২৩ জনকে।
গতকাল শনিবার সকাল থেকে রাত পর্যন্ত ১০টি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৭৪টি মামলায় ৭৮ জনের মধ্যে ৭৩ জনকে ৭৮ হাজার ২৫০ টাকা জরিমানা করা হয় এবং ৫ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়।
জেলা প্রশাসন সূত্র জানায়, ভোলা সদরে ৪টি ভ্রাম্যমাণ আদালতে ২৬টি মামলায় ২৮ জনকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।
এদিকে দৌলতখানে একটি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৮ মামলায় ১৮ জনের মধ্যে ১৩ জনকে ৯ হাজার ৩৫০ টাকা জরিমানা এবং ৫ জনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। বোরহানউদ্দিনে দুইটি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৯ মামলায় ১৯ জনকে ১২ হাজার ১০০ টাকা জরিমানা করা হয়। লালমোহনে একটি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৪ মামলায় ৪ জনকে ৯ হাজার ৭০০ টাকা জরিমানা করা হয়। তজুমদ্দিনে একটি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৭ মামলায় ৯ জনকে ৭ হাজার ১০০ টাকা অর্থদণ্ড করা হয়।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আকিব ওসমান জানান, করোনা সংক্রমণ প্রতিরোধে সরকারি নির্দেশনা বাস্তবায়ন ও স্বাস্থ্যবিধি পালনে এ অভিযান অব্যাহত থাকবে।
ভোলার জেলা প্রশাসক তৌফিক ই-লাহি চৌধুরী জানান, কঠোর লকডাউন বাস্তবায়নে জেলার ৭ উপজেলায় নির্বাহী ম্যাজিস্ট্রেট এর নেতৃত্বে আইনশৃঙ্খলা বাহিনী মাঠে রয়েছে। শহরের প্রবেশদ্বার ও বহির্গমন পথে পুলিশের চেকপোস্ট বসানো হয়েছে। করোনা সংক্রমণরোধে আমাদের কঠোর অভিযান চলমান রয়েছে। সরকারি পরবর্তী নির্দেশনা না পাওয়া পর্যন্ত আমাদের এই ধারাবাহিকতা চলমান থাকবে।
বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার ডিআইজি ড. মো. নাজমুল করিম খান। আর সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ঢাকা জেলার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান।
২৬ মিনিট আগেরাফিসহ তাঁর বন্ধুরা মিলে বিশ্ব ইজতেমা ময়দানে ক্রিকেট খেলতে যান। খেলা শেষে বাসায় ফেরার পথে বৃষ্টি নামে। ওই সময় হঠাৎ বজ্রপাতে রাফি গুরুতর আহত হন। পরে বন্ধুরা রাফিকে উদ্ধার করে কামারপাড়া আহসানিয়া মিশন ক্যানসার হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
৩০ মিনিট আগেনালিতাবাড়ী দাওধারা কাটাবাড়ী পাহাড়ি এলাকায় বল্লমের আঘাতে অসুস্থ পড়ে ছিল এক বন্য হাতি। আজ বৃহস্পতিবার ওই বন্য হাতিকে চিকিৎসা দিয়েছে বন বিভাগ। এতে খুব দ্রুতই হাতিটি সুস্থ হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে।
১ ঘণ্টা আগেসাতক্ষীরার তালায় আগুনে পুড়ে সানজিদা আক্তার তুলি (১৭) নামের এক কলেজছাত্রীর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (১ মে) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ঘোনা গ্রামে ওই ছাত্রীর নিজবাড়িতে তার গায়ে কেরোসিন দিয়ে আগুন দেওয়ার ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে