Ajker Patrika

দলীয় কোন্দলে ঝুলছে বরিশাল বিএনপির কমিটি

খান রফিক, বরিশাল
দলীয় কোন্দলে ঝুলছে বরিশাল বিএনপির কমিটি

বরিশালে শক্তিশালী হতে পারছে না বিএনপি। বিশেষ করে নগর বিএনপির সাংগঠনিক দুর্বলতা আর কোন্দলে নেতৃত্ব এখনো নড়বড়ে। তিন মাস আগের আংশিক আহ্বায়ক কমিটি এখনো পূর্ণতা পায়নি, বরং নানা অভিযোগে কেন্দ্রে পাল্টাপাল্টি তালিকা জমা দিয়েছে বিবদমান তিনটি পক্ষ।

জানা গেছে, নগর বিএনপির আহ্বায়ক  মনিরুজ্জামান ফারুক ৩৯ সদস্যবিশিষ্ট একটি কমিটি জমা দেন কেন্দ্রে। এর জবাবে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মজিবর রহমান সরোয়ার এবং কেন্দ্রীয় সদস্য এবায়দুল হক চাঁন বঞ্চিত নেতাদের তালিকা সহকারে পৃথক দুটি অভিযোগ দিয়েছেন বলে একাধিক সূত্র জানিয়েছে। এমনকি তিন সদস্যের আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দের নানা বিতর্কিত কর্মকাণ্ড নিয়ে লন্ডনে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছেও নালিশ গেছে বলে বিএনপির দায়িত্বশীল সূত্র নিশ্চিত করেছে। এসব কারণে গত এক মাস ধরে ঝুলে আছে মহানগর বিএনপির পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠন প্রক্রিয়া।

গত ৭ জুলাই বরিশাল মহানগর বিএনপির তিন সদস্যবিশিষ্ট আংশিক আহ্বায়ক কমিটি গঠন করা হয়। এতে মনিরুজ্জামান ফারুককে আহ্বায়ক, আফরোজা খানম নাসরিনকে যুগ্ম আহ্বায়ক এবং জিয়া উদ্দিন সিকদারকে সদস্যসচিব করা হয়। ওই দিনই এক পত্রে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী দুই সপ্তাহের মধ্যে ৩১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি করার নির্দেশ দেন। কিন্তু প্রায় ৩ মাস হলেও কমিটি গঠনে টালবাহানা করায় গত ২৫ সেপ্টেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এক স্কাইপি সভায় দুই দিনের মধ্যে কমিটি জমা দেওয়ার নির্দেশ দেন।

বিএনপি নেতাদের অভিযোগ, আহ্বায়ক কমিটির তিন নেতা ভাগ-বাঁটোয়ারা করে গত ২৮ সেপ্টেম্বর চার দেয়ালের মধ্যে বসে ৩৯ সদস্যবিশিষ্ট একটি কমিটি কেন্দ্রে জমা দেন। ফাঁস হয়ে যাওয়া ওই কমিটিতে মাদকসেবী, জুনিয়র, বিতর্কিত লোককে গুরুত্বপূর্ণ পদ দেওয়ার অভিযোগ ওঠায় বিএনপি নেতা-কর্মীদের মধ্যে সমালোচনার ঝড় ওঠে। এদিকে ৫ আগস্টে পটপরিবর্তনের পর ইতিমধ্যে নগরীতে বাস টার্মিনাল ও মৎস্য মোকাম দখল এবং লুটপাটের মতো নানা অপকর্মে জড়িয়ে পড়ে স্থানীয় বিএনপির কতিপয় নেতা ও কর্মী।

নাম প্রকাশ না করার শর্তে বিএনপির একাধিক নেতা জানিয়েছেন, নানা অভিযোগ জানিয়ে কেন্দ্রে দুটি তালিকা দেওয়া হয়েছে। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মজিবর রহমান সরোয়ার এবং কেন্দ্রীয় নির্বাহী সদস্য এবায়দুল হক চাঁন ও বিএনপি নেতা মীর জাহিদুল কবির এ তালিকা দেন। এমনকি লন্ডনে তারেক রহমান পর্যন্ত এ অভিযোগ পৌঁছেছে। যাতে বিতার্কিকদের স্থান দেওয়া, দখলবাজি এবং ৩ নেতার মধ্যে বিরোধের কারণে পদ ভাগাভাগির তথ্য দেওয়া হয়।

জানতে চাইলে মহানগর বিএনপির সদস্যসচিব জিয়া উদ্দিন সিকদার বলেন, ‘এমন কোনো কি কথা আছে, দুদিনেই কমিটি অনুমোদন হবে? যাদের নাম বলছেন, তাদের কমিটি সাবমিট করার সুযোগ নেই। তবে চেয়ারম্যানের কাছে আপত্তি, মতামত দিতেই পারে।’

বিএনপির কেন্দ্রীয় সদস্য এবায়দুল হক চাঁন বলেন, ‘মহানগর বিএনপি নিয়ে আমার কোনো আগ্রহ নেই। এসব বিষয়ে কিছু আমি জানিও না।’মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুক বলেন, ‘মহানগর কমিটি নিয়ে এতটা আগ্রহ কেন সবার?

২টা নয়, ১০টা অভিযোগ জমা দিক, দেখা যাক কোনটা পাস হয়।’ তিনি আরও বলেন, ‘সরোয়ার, চাঁন ভাইরা দিতেই পারেন কমিটি। কিন্তু আমাদের দেওয়া কমিটিই পাস হবে। ওনারা তো এর আগেও পাল্টা কমিটি দিয়েছিলেন। শেষ পর্যন্ত আমাকেই আহ্বায়ক করে নগর বিএনপি গঠিত হয়েছিল।’

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সারজিসের পোস্টে কমেন্ট করে বরখাস্ত মৎস্য মন্ত্রণালয়ের কর্মচারী

‘৩ শর্তে’ সশস্ত্র বাহিনীর চাকরিচ্যুতদের বিক্ষোভ স্থগিত

আলটিমেটাম শেষ হওয়ার আগেই আসতে পারে অন্তর্বর্তী প্রশাসনের ঘোষণা

ভারতের সঙ্গে টক্কর দিলে বাঁচতে পারবে না বাংলাদেশ: বিজেপি নেতা

চিরকুটে শিক্ষাব্যবস্থাকে দায়ী করে ইঞ্জিনিয়ারিংয়ের শিক্ষার্থীর ‘আত্মহত্যা’

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত