প্রতিনিধি
ভোলা: উপকূলীয় দ্বীপ জেলা ভোলার চার উপজেলার ১২টি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন আজ (রোববার)। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এগুলো হচ্ছে, বোরহানউদ্দিন উপজেলার গঙ্গাপুর ও সাচড়া, তজুমদ্দিন উপজেলার সম্ভুপুর, চাচরা ও চাঁদপুর, মনপুরা উপজেলার হাজিরহাট, দক্ষিণ সাকুচিয়া এবং চরফ্যাশন উপজেলার চরমাদ্রাজ, চরকলমি, হাজারীগঞ্জ, এওয়াজপুর ও জাহানপুর।
তবে, চরফ্যাশন উপজেলার ৫ ইউনিয়ন এবং বোরহানউদ্দিন উপজেলার গঙ্গাপুর ইউনিয়নে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় এসব ইউনিয়নে চেয়ারম্যান পদে নির্বাচন হচ্ছে না। এ দুই ইউনিয়নে শুধুমাত্র সংরক্ষিত নারী সদস্য ও পুরুষ সদস্য পদে ভোট অনুষ্ঠিত হবে।
এরই মধ্যে ভোট গ্রহণের সব প্রস্তুতি সম্পন্ন করেছে জেলা নির্বাচন কমিশন (ইসি)।
জেলা নির্বাচন অফিস সূত্র জানায়, জেলার ৪ উপজেলার ১২ ইউনিয়নে চেয়ারম্যান পদে মোট ২৬ জন, পুরুষ সদস্য পদে ৪০৬ জন এবং সংরক্ষিত নারী সদস্য পদে ১১৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ১২টি ইউনিয়নের ১৪১টি ভোট কেন্দ্রের মধ্যে ৪৭টি ভোট কেন্দ্র অধিক ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
জানা যায়, ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রের মধ্যে চরফ্যাশন উপজেলার ৫ ইউনিয়নের ৪৫ কেন্দ্রের মধ্যে ১১ টি, মনপুরা উপজেলার ২ ইউনিয়নের ২২ কেন্দ্রের মধ্যে ১৩ টি, বোরহানউদ্দিন উপজেলার ২ ইউনিয়নের ২১ কেন্দ্রের মধ্যে ৮টি ও তজুমদ্দিন উপজেলার ৩ ইউনিয়নের ৪৩টি কেন্দ্রের মধ্যে ১৫টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ।
ভোলা পুলিশ সুপার (এসপি) কার্যালয় থেকে জানানো হয়েছে, ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। নেওয়া হয়েছে ৩ স্তরের নিরাপত্তা। এ ছাড়া কেন্দ্রগুলোতে পুলিশ, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব), বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), কোস্টগার্ড ও আনসার সদস্য ছাড়াও নির্বাহী এবং জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োজিত থাকবে।
শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণের লক্ষ্যে ১২ ইউনিয়নে ৫ স্তরের নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে।
জেলা নির্বাচন অফিসার মো. আলা উদ্দিন আল মামুন বলেন, শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণের লক্ষ্যে সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। জেলার ১২ ইউনিয়নে কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। নেওয়া হয়েছে ৩ স্তরের নিরাপত্তা। শান্তিপূর্ণ ভোট গ্রহণের লক্ষ্যে নির্বাচনী এলাকায় পুলিশ, র্যাব, কোস্টগার্ড, বিজিবি ও আনসার এবং ম্যাজিস্ট্রেট নিয়োজিত থাকবে।
ভোলা: উপকূলীয় দ্বীপ জেলা ভোলার চার উপজেলার ১২টি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন আজ (রোববার)। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এগুলো হচ্ছে, বোরহানউদ্দিন উপজেলার গঙ্গাপুর ও সাচড়া, তজুমদ্দিন উপজেলার সম্ভুপুর, চাচরা ও চাঁদপুর, মনপুরা উপজেলার হাজিরহাট, দক্ষিণ সাকুচিয়া এবং চরফ্যাশন উপজেলার চরমাদ্রাজ, চরকলমি, হাজারীগঞ্জ, এওয়াজপুর ও জাহানপুর।
তবে, চরফ্যাশন উপজেলার ৫ ইউনিয়ন এবং বোরহানউদ্দিন উপজেলার গঙ্গাপুর ইউনিয়নে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় এসব ইউনিয়নে চেয়ারম্যান পদে নির্বাচন হচ্ছে না। এ দুই ইউনিয়নে শুধুমাত্র সংরক্ষিত নারী সদস্য ও পুরুষ সদস্য পদে ভোট অনুষ্ঠিত হবে।
এরই মধ্যে ভোট গ্রহণের সব প্রস্তুতি সম্পন্ন করেছে জেলা নির্বাচন কমিশন (ইসি)।
জেলা নির্বাচন অফিস সূত্র জানায়, জেলার ৪ উপজেলার ১২ ইউনিয়নে চেয়ারম্যান পদে মোট ২৬ জন, পুরুষ সদস্য পদে ৪০৬ জন এবং সংরক্ষিত নারী সদস্য পদে ১১৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ১২টি ইউনিয়নের ১৪১টি ভোট কেন্দ্রের মধ্যে ৪৭টি ভোট কেন্দ্র অধিক ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
জানা যায়, ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রের মধ্যে চরফ্যাশন উপজেলার ৫ ইউনিয়নের ৪৫ কেন্দ্রের মধ্যে ১১ টি, মনপুরা উপজেলার ২ ইউনিয়নের ২২ কেন্দ্রের মধ্যে ১৩ টি, বোরহানউদ্দিন উপজেলার ২ ইউনিয়নের ২১ কেন্দ্রের মধ্যে ৮টি ও তজুমদ্দিন উপজেলার ৩ ইউনিয়নের ৪৩টি কেন্দ্রের মধ্যে ১৫টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ।
ভোলা পুলিশ সুপার (এসপি) কার্যালয় থেকে জানানো হয়েছে, ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। নেওয়া হয়েছে ৩ স্তরের নিরাপত্তা। এ ছাড়া কেন্দ্রগুলোতে পুলিশ, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব), বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), কোস্টগার্ড ও আনসার সদস্য ছাড়াও নির্বাহী এবং জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োজিত থাকবে।
শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণের লক্ষ্যে ১২ ইউনিয়নে ৫ স্তরের নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে।
জেলা নির্বাচন অফিসার মো. আলা উদ্দিন আল মামুন বলেন, শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণের লক্ষ্যে সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। জেলার ১২ ইউনিয়নে কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। নেওয়া হয়েছে ৩ স্তরের নিরাপত্তা। শান্তিপূর্ণ ভোট গ্রহণের লক্ষ্যে নির্বাচনী এলাকায় পুলিশ, র্যাব, কোস্টগার্ড, বিজিবি ও আনসার এবং ম্যাজিস্ট্রেট নিয়োজিত থাকবে।
অন্তর্বর্তীকালীন সরকারকে উৎখাতের ষড়যন্ত্র করার অভিযোগে সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীসহ ১৬ জনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। গতকাল বৃহস্পতিবার সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির অডিটোরিয়ামে একটি গোলটেবিল বৈঠক থেকে তাঁদের আটক করা হয়।
৪ মিনিট আগেসকালের দিকেই লতিফ সিদ্দিকীসহ ১৬ জনকে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হকের আদালতে হাজির করা হয়। আইনজীবী বারবার লতিফ সিদ্দিকীর পক্ষে মামলা পরিচালনার জন্য গেলেও তিনি জানান, আদালতের প্রতি তাঁর আস্থা নেই। আদালতের জামিন দেওয়ার ক্ষমতা নেই। এ জন্য তিনি ওকালতনামায় স্বাক্ষর করবেন না।
৪৪ মিনিট আগেরাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) ৬৩ বছরের ইতিহাসে এই প্রথম কোনো নারী শিক্ষার্থী সহসভাপতি (ভিপি) পদে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছেন। ইতিমধ্যে তিনি মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। বেশ সাড়াও পাচ্ছেন ঘনিষ্ঠদের। তবে ভোটের পরিবেশ নিয়ে রয়েছে ভয়। এই ব্যাপারে প্রশাসন ও নির্বাচন কমিশনকে তৎপর হওয়া
১ ঘণ্টা আগেবাস মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক উজ্জ্বল সাধুকে গ্রেপ্তারের প্রতিবাদে সাতক্ষীরার ৪টি রুটে বাস চলাচল বন্ধের পর আবার চালু হয়েছে। আজ শুক্রবার বেলা ১০টা থেকে বাস চলাচল বন্ধ ছিল। এতে চরম দুর্ভোগে পড়েন দূর-দুরন্ত থেকে আসা যাত্রীরা। পরে সেনাবাহিনীর হস্তক্ষেপে দুপুর থেকে আবারও বাস চলাচল শুরু হয়েছে।
১ ঘণ্টা আগে