Ajker Patrika

মোটরসাইকেল ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষে কলেজছাত্র নিহত, আহত ২ জন

আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি
আপডেট : ২৪ জুন ২০২২, ১৪: ২৯
মোটরসাইকেল ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষে কলেজছাত্র নিহত, আহত ২ জন

বরিশালের আগৈলঝাড়ায় মোটরসাইকেল ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ইমন সরদার (১৯) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় তাঁর সঙ্গে থাকা অপর দুজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

জানা যায়, নিহত ইমন গৌরনদী উপজেলার বেজগাতি গ্রামের শাহিন সরদারের ছেলে এবং আগৈলঝাড়া সরকারি শহীদ আব্দুর রব সেরনিয়াবাত ডিগ্রি কলেজের প্রথম বর্ষের ছাত্র ছিলেন। আহত দুই আরোহী উপজেলার বাশাইল গ্রামের মৃত আজাদ হাওলাদারের ছেলে আলভি হাওলাদার এবং একই গ্রামের মনির হাওলাদারের ছেলে। নিহত ইমন বাশাইল গ্রামে তার নানা বাড়িতে থেকে লেখাপড়া করতেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ইমন, আলভি ও সাবিদ একটি মোটরসাইকেলে করে রাজিহার বাজারসংলগ্ন সড়ক দিয়ে যাচ্ছিলেন। তাঁদের মোটরসাইকেলের গতি ছিল অনেক বেশি। তাঁদের কারও মাথায় হেলমেট ছিল না। রাত ৮টার দিকে রাজিহার বাজারসংলগ্ন সড়ক অতিক্রমকালে তাঁদের মোটরসাইকেলের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত ভ্যানের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ইমন, আলভি ও সাবিদ মোটরসাইকেল থেকে ছিটকে সড়কে পড়ে যান। এ সময় ঘটনাস্থলে ইমনের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় আলভি ও সাবিদকে প্রথমে আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে উন্নত চিকিৎসার জন্য তাঁদের বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। 

ঘটনাস্থল পরিদর্শন করা আগৈলঝাড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মাজহারুল ইসলাম জানান, গতকাল বৃহস্পতিবার রাত ৮টার দিকে আগৈলঝাড়া-রাজিহার সড়কের রাজিহার নামক স্থানে ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ইমন সরদার মারা যান। গুরুতর আহত অপর দুই আরোহীকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পর থেকে ভ্যানচালকের খোঁজ পাওয়া যাচ্ছে না। তবে দুর্ঘটনাকবলিত ভ্যান ও মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত