Ajker Patrika

পাথরঘাটার ১২ মাঝিমাল্লাসহ বঙ্গোপসাগরে ট্রলার নিখোঁজ

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি
পাথরঘাটার ১২ মাঝিমাল্লাসহ বঙ্গোপসাগরে ট্রলার নিখোঁজ

বৈরী আবহাওয়ায় বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে ঝড়ের কবলে পরে বরগুনার পাথরঘাটার আল-আমিনের মালিকানাধীন ‘এফবি মায়ের দোয়া’ নামে একটি মাছ ধরা ট্রলার মালিকসহ ১২ মাঝিমাল্লা তিন দিন ধরে নিখোঁজ রয়েছেন। 

গত মঙ্গলবারের আকস্মিক ঝড়ের পর থেকে তাঁদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে বলে ট্রলার মালিকের ভাই রফিকুল। 

নিখোঁজ জেলেরা হলেন—এফবি মায়ের দোয়া ট্রলারের মালিক ও মাঝি আল আমিন, ট্রলারের মিস্ত্রী সরোয়ার মিয়া, বাবুর্চি আলতাফ হোসেন, জেলে হানিফা, মোসলেম, রাকিব মিয়া, আ. হাকিম, আব্বাস, মোক্তার মোল্লা, জাকির হোসেন, সাহেব আলী ও কামাল বিশ্বাস। এদের সবার বাড়ি পাথরঘাটা উপজেলার কাঠালতলী ইউনিয়নে। 

রফিকুল ইসলাম বলেন, ‘গত সোমবার পটুয়াখালী উপজেলার মহিপুর ঘাটে মাছ বিক্রি করে বাজার সদাই করে সমুদ্রে মাছ ধরতে যাই। তবে মঙ্গলবার কোনো পূর্বাভাস ছাড়াই আবহাওয়ায় খারাপ হয়ে যায়। এতে সমুদ্র প্রচণ্ড উত্তাল হয়ে ওঠে। এরপর থেকে এরপর থেকে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ধারণা করা হচ্ছে মঙ্গলবারের সাগরে প্রচণ্ড ঝড়ের কবলে ওই ট্রলারটি বিপদে পড়েছে। 

এর আগে শনিবার বরগুনার পাথরঘাটা উপজেলার চরদুয়ানি মৎস্যঘাট থেকে সুন্দরবন সংলগ্ন বলেশ্বর নদী হয়ে ‘মায়ের দোয়া’ ট্রলারটি মালিকসহ মোট ১২ জন মাছ ধরার জন্য গভীর সমুদ্রের উদ্দেশ্যে ছেড়ে যায়। 

বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, মায়ের দোয়া ট্রলারের স্বজনেরা আমাদের কাছে এসে বিষয়টি জানিয়েছে। আমরা বিভিন্ন এলাকায় খোঁজ নিচ্ছি। 

তিনি আরও জানান, এ ছাড়াও গত মঙ্গলবার ঝড়ে পাথরঘাটা উপজেলার রায়হানপুর এলাকার আবুল হোসেন মুসল্লী নামে এক জেলে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হন। দুদিন পর তাঁর মরদেহ উদ্ধার করা হয়। 

কোস্টগার্ডের দক্ষিণ জোন মিডিয়া কর্মকর্তা কে এম সাফিউল কিঞ্জল বলেন, ‘বিষয়টি আমাদের জানা নেই। তবে এখন আমরা মালিক সমিতির প্রতিনিধিসহ পরিবারের সঙ্গে কথা বলে খোঁজ শুরু করব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

রাখাইনে মানবিক করিডর কি প্রক্সি যুদ্ধের ফাঁদ হবে, ভারত-চীন কীভাবে দেখবে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত