Ajker Patrika

পাথরঘাটায় এক মাছের দাম ১ লাখ ১২ হাজার টাকা

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি
আপডেট : ১৭ জানুয়ারি ২০২২, ১৬: ৩৭
পাথরঘাটায় এক মাছের দাম ১ লাখ ১২ হাজার টাকা

দেশের বৃহত্তর মৎস্য বন্দর বরগুনার পাথরঘাটা মৎস্য ঘাটে ১ লাখ ১২ হাজার টাকায় একটি শাপলা পাতা মাছ বিক্রি হয়েছে। আজ সোমবার সকালে ১৬ হাজার টাকা মন দরে মাছটি কেনেন পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার মো. সোহরাব হোসেন নামের একজন পাইকার।

এর আগে গতকাল রোববার দুপুরে গভীর বঙ্গোপসাগরে ‘এফবি মায়ের দোয়া’ নামের একটি মাছধরা ট্রলারের জেলেদের জালে ধরা পড়ে সাত মন ওজনের ওই শাপলা পাতা মাছটি।

এফবি মায়ের দোয়া ট্রলারের মাঝি মো. ওসমান মিয়া বলেন, রোববার সকালে সাগরে জাল পেতে অপেক্ষা করতে ছিলাম। দুপুর যখন জাল তুলতে ছিলাম তখন দেখি বিশাল আকৃতির একটি শাপলা পাতা মাছ ধরা পড়েছে। পরে সোমবার সকালে পাথরঘাটা বিএফডিসি মৎস্য ঘাটে এনে মাছটি নিলামে বিক্রি করা হয়েছে।

পাথরঘাটা বিএফডিসি মৎস্য ঘাটের আড়তদার মো. টিপু খান জানান, এত বড় আকারের শাপলা পাতা সহজে ধরা পড়ে না। মাছটির ওজন হয়েছে সাত মন। তাই সর্বোচ্চ দামেই এটা বিক্রি করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত