Ajker Patrika

সালাম না দেওয়ার জেরে বখাটের হামলায় আহত কলেজছাত্রের মৃত্যু

মুলাদী (বরিশাল) প্রতিনিধি 
আপডেট : ২২ মে ২০২৫, ১৪: ২০
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

বরিশালের মেহেন্দীগঞ্জে সালাম না দেওয়ার জেরে বখাটের হামলায় আহত কলেজছাত্র রাফি মোল্লা মারা গেছেন। গতকাল বুধবার রাত ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। রাফি মোল্লা (২৩) মেহেন্দীগঞ্জের ভাসানচর ইউনিয়নের রাওগা গ্রামের আব্দুল হালিম মোল্লার ছেলে এবং ঢাকার একটি কলেজের স্নাতক (পাস) কোর্সের ২য় বর্ষের ছাত্র ছিলেন। গত ২ মে সকাল সাড়ে ১০টার দিকে একই গ্রামের বেল্লাল হাওলাদারের ছেলে সোলায়মান ওরফে ছলেমান হাওলাদার (২৫) হামলা চালিয়ে তাঁকে কুপিয়ে ও হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত করেন।

ওই ঘটনায় রাফির চাচা ইউনুছ মোল্লা বাদী হয়ে ছলেমানকে আসামি করে কাজীরহাট থানায় একটি হত্যাচেষ্টার মামলা করেন। ঘটনার পরপর স্থানীয়রা ছলেমানকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।

মামলার সূত্রে কাজীরহাট থানা পুলিশ জানায়, গত ১ মে রাফি মোল্লা তাঁদের বাড়ির সামনে অবস্থানকালে সোলায়মান ওরফে ছলেমানকে সালাম দেননি। এতে ছলেমান ক্ষিপ্ত হন এবং রাফিকে গালিগালাজ করেন। রাফি প্রতিবাদ করলে দুজনের মধ্যে কথাকাটাকাটি হয়। ওই সময় ছলেমান রাফিকে দেখে নেওয়ার হুমকি দেন।

গত ২ মে রাফি বাড়ি থেকে ভাসানচর লঞ্চঘাটে যাওয়ার পথে রাওগা গ্রামের মৃত মফেজ হাওলাদারের বাড়ির সামনে পৌঁছালে ছলেমান ছুরি ও হাতুড়ি নিয়ে হামলা চালান। তিনি রাফিকে এলোপাতাড়ি কুপিয়ে ও হাতুড়িপেটা করে মারাত্মক আহত করেন। সংবাদ পেয়ে রাফির স্বজনেরা তাঁকে উদ্ধার করে মুলাদী হাসপাতালে নেন। সেখানে অবস্থার অবনতি হলে বরিশাল শেবাচিম হাসপাতালে, পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। প্রায় ২০ দিন চিকিৎসাধীন থাকার পর বুধবার রাতে মারা যান রাফি।

বৃহস্পতিবার সকাল ৯টার দিকে জানাজা শেষে রাফিকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে বলে জানান স্বজনেরা।

কাজীরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, রাফিকে কুপিয়ে ও পিটিয়ে আহত করার ঘটনায় দায়ের করা মামলাটি হত্যা মামলা হিসেবে গণ্য হবে। অভিযুক্তকে ইতিমধ্যে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর দ্রুত অভিযোগপত্র (চার্জশীট) দেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত