মুলাদী (বরিশাল) প্রতিনিধি
বরিশালের মেহেন্দীগঞ্জে সালাম না দেওয়ার জেরে বখাটের হামলায় আহত কলেজছাত্র রাফি মোল্লা মারা গেছেন। গতকাল বুধবার রাত ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। রাফি মোল্লা (২৩) মেহেন্দীগঞ্জের ভাসানচর ইউনিয়নের রাওগা গ্রামের আব্দুল হালিম মোল্লার ছেলে এবং ঢাকার একটি কলেজের স্নাতক (পাস) কোর্সের ২য় বর্ষের ছাত্র ছিলেন। গত ২ মে সকাল সাড়ে ১০টার দিকে একই গ্রামের বেল্লাল হাওলাদারের ছেলে সোলায়মান ওরফে ছলেমান হাওলাদার (২৫) হামলা চালিয়ে তাঁকে কুপিয়ে ও হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত করেন।
ওই ঘটনায় রাফির চাচা ইউনুছ মোল্লা বাদী হয়ে ছলেমানকে আসামি করে কাজীরহাট থানায় একটি হত্যাচেষ্টার মামলা করেন। ঘটনার পরপর স্থানীয়রা ছলেমানকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।
মামলার সূত্রে কাজীরহাট থানা পুলিশ জানায়, গত ১ মে রাফি মোল্লা তাঁদের বাড়ির সামনে অবস্থানকালে সোলায়মান ওরফে ছলেমানকে সালাম দেননি। এতে ছলেমান ক্ষিপ্ত হন এবং রাফিকে গালিগালাজ করেন। রাফি প্রতিবাদ করলে দুজনের মধ্যে কথাকাটাকাটি হয়। ওই সময় ছলেমান রাফিকে দেখে নেওয়ার হুমকি দেন।
গত ২ মে রাফি বাড়ি থেকে ভাসানচর লঞ্চঘাটে যাওয়ার পথে রাওগা গ্রামের মৃত মফেজ হাওলাদারের বাড়ির সামনে পৌঁছালে ছলেমান ছুরি ও হাতুড়ি নিয়ে হামলা চালান। তিনি রাফিকে এলোপাতাড়ি কুপিয়ে ও হাতুড়িপেটা করে মারাত্মক আহত করেন। সংবাদ পেয়ে রাফির স্বজনেরা তাঁকে উদ্ধার করে মুলাদী হাসপাতালে নেন। সেখানে অবস্থার অবনতি হলে বরিশাল শেবাচিম হাসপাতালে, পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। প্রায় ২০ দিন চিকিৎসাধীন থাকার পর বুধবার রাতে মারা যান রাফি।
বৃহস্পতিবার সকাল ৯টার দিকে জানাজা শেষে রাফিকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে বলে জানান স্বজনেরা।
কাজীরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, রাফিকে কুপিয়ে ও পিটিয়ে আহত করার ঘটনায় দায়ের করা মামলাটি হত্যা মামলা হিসেবে গণ্য হবে। অভিযুক্তকে ইতিমধ্যে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর দ্রুত অভিযোগপত্র (চার্জশীট) দেওয়া হবে।
বরিশালের মেহেন্দীগঞ্জে সালাম না দেওয়ার জেরে বখাটের হামলায় আহত কলেজছাত্র রাফি মোল্লা মারা গেছেন। গতকাল বুধবার রাত ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। রাফি মোল্লা (২৩) মেহেন্দীগঞ্জের ভাসানচর ইউনিয়নের রাওগা গ্রামের আব্দুল হালিম মোল্লার ছেলে এবং ঢাকার একটি কলেজের স্নাতক (পাস) কোর্সের ২য় বর্ষের ছাত্র ছিলেন। গত ২ মে সকাল সাড়ে ১০টার দিকে একই গ্রামের বেল্লাল হাওলাদারের ছেলে সোলায়মান ওরফে ছলেমান হাওলাদার (২৫) হামলা চালিয়ে তাঁকে কুপিয়ে ও হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত করেন।
ওই ঘটনায় রাফির চাচা ইউনুছ মোল্লা বাদী হয়ে ছলেমানকে আসামি করে কাজীরহাট থানায় একটি হত্যাচেষ্টার মামলা করেন। ঘটনার পরপর স্থানীয়রা ছলেমানকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।
মামলার সূত্রে কাজীরহাট থানা পুলিশ জানায়, গত ১ মে রাফি মোল্লা তাঁদের বাড়ির সামনে অবস্থানকালে সোলায়মান ওরফে ছলেমানকে সালাম দেননি। এতে ছলেমান ক্ষিপ্ত হন এবং রাফিকে গালিগালাজ করেন। রাফি প্রতিবাদ করলে দুজনের মধ্যে কথাকাটাকাটি হয়। ওই সময় ছলেমান রাফিকে দেখে নেওয়ার হুমকি দেন।
গত ২ মে রাফি বাড়ি থেকে ভাসানচর লঞ্চঘাটে যাওয়ার পথে রাওগা গ্রামের মৃত মফেজ হাওলাদারের বাড়ির সামনে পৌঁছালে ছলেমান ছুরি ও হাতুড়ি নিয়ে হামলা চালান। তিনি রাফিকে এলোপাতাড়ি কুপিয়ে ও হাতুড়িপেটা করে মারাত্মক আহত করেন। সংবাদ পেয়ে রাফির স্বজনেরা তাঁকে উদ্ধার করে মুলাদী হাসপাতালে নেন। সেখানে অবস্থার অবনতি হলে বরিশাল শেবাচিম হাসপাতালে, পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। প্রায় ২০ দিন চিকিৎসাধীন থাকার পর বুধবার রাতে মারা যান রাফি।
বৃহস্পতিবার সকাল ৯টার দিকে জানাজা শেষে রাফিকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে বলে জানান স্বজনেরা।
কাজীরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, রাফিকে কুপিয়ে ও পিটিয়ে আহত করার ঘটনায় দায়ের করা মামলাটি হত্যা মামলা হিসেবে গণ্য হবে। অভিযুক্তকে ইতিমধ্যে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর দ্রুত অভিযোগপত্র (চার্জশীট) দেওয়া হবে।
রাজশাহীতে জুলাই অভ্যুত্থানের এক বছরের বেশি সময় পর একটি মামলা হয়েছে। মামলায় ১৩৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ৫০০ থেকে ৭০০ জনকে আসামি করা হয়েছে। সময়ের ব্যবধান ছাড়াও এজাহারভুক্ত আসামিদের পরিচয় এ মামলা নিয়ে আলোচনার জন্ম দিয়েছে। আসামিদের অনেকেই ‘পয়সাওয়ালা ব্যক্তি’ হিসেবে পরিচিত হওয়ায় অভিযোগ...
৬ ঘণ্টা আগেমৌলভীবাজারের কমলগঞ্জের মণিপুরী ললিতকলা একাডেমি। ক্ষুদ্র নৃগোষ্ঠীর এই প্রতিষ্ঠান ঘিরে নানা অনিয়ম আর দুর্নীতির অভিযোগ রয়েছে। একাডেমিতে মৈতৈ, বিষ্ণুপ্রিয়া এবং পাঙন—এই তিন সম্প্রদায়ের সমান সুযোগ-সুবিধা থাকার কথা থাকলেও শুধু বিষ্ণুপ্রিয়া মণিপুরীদের প্রতিনিধিত্ব রয়েছে। এতে বঞ্চিত হওয়ার অভিযোগ রয়েছে...
৭ ঘণ্টা আগেরংপুরের তারাগঞ্জে ভূমি অফিসের সহায়ক রশিদুজ্জামান বিপ্লবের ঘুষ নেওয়ার ভিডিও দিয়ে জিম্মি করে চাঁদাবাজির অভিযোগকে ঘিরে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে পাল্টাপাল্টি বিবৃতিতে মুখোমুখি অবস্থানে রয়েছে ছাত্রদল ও জামায়াত। ইতিমধ্যে অভিযুক্ত কর্মচারীকে অন্যত্র বদলি...
৭ ঘণ্টা আগেপিরোজপুরে দুর্বৃত্তদের হামলায় জুজখোলা সম্মিলিত বহুমুখী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক বিপুল মিত্র (৫০) গুরুতর আহত হয়েছেন। মুখোশধারী হামলাকারীরা তাঁর দুই পা ও ডান হাত ভেঙে দেয় বলে জানা গেছে। তাঁর সঙ্গে থাকা সহকারী শিক্ষক অসীম কুমারও (৪৬) আহত হয়েছেন।
৭ ঘণ্টা আগে