পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি
বরগুনার পাথরঘাটায় ১৪৩ নম্বর উত্তর মানিকখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হারুন-অর রশিদকে শোকজ করেছেন পাথরঘাটা উপজেলা শিক্ষা কর্মকর্তা। এই শিক্ষকের বিরুদ্ধে এক সাংবাদিককে হুমকি দেওয়ার অভিযোগ রয়েছে। গতকাল মঙ্গলবার তাঁকে শোকজের চিঠি দেওয়া হয়।
আজ বুধবার আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন পাথরঘাটা উপজেলা শিক্ষা কর্মকর্তা দীপক কুমার বিশ্বাস।
এর আগে গত সোমবার রাতে আজকের পত্রিকার অনলাইনে ‘পাথরঘাটায় সাংবাদিককে হুমকি, থানায় জিডি’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে আর টিভির পাথরঘাটা প্রতিনিধি তাওহীদুল ইসলাম শুভ জানান, প্রধান শিক্ষক হারুন-অর রশিদ মাসে দু-এক দিন বিদ্যালয়ে আসেন, তখন হাজিরা খাতায় পুরো মাসের স্বাক্ষর দিয়ে চলে যান। এ ছাড়াও নিয়মিত পাঁচজন শিক্ষক উপস্থিত থাকার কথা থাকলেও ৫ জন বিপরীতে ২ জন পালাক্রমে উপস্থিত থাকেন।
এমন অভিযোগের ভিত্তিতে পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তার অনুমতি নিয়ে গত ৭ অক্টোবর বেলা সাড়ে ১১টায় সরেজমিন গিয়ে সত্যতা পাওয়া পান তিনি। এ বিষয়ে প্রধান শিক্ষক হারুন-অর রশিদের কাছে জানতে চাইলে তিনি তাঁকে বিদ্যালয় থেকে বের হয়ে যাওয়ার হুমকি দেন। না হলে অনুমতি না নেওয়ার কারণে মামলা দেবেন বলেও জানান। ঘটনার পর দিন তাঁকে অকথ্য ভাষায় গালাগালি করে এবং নিউজ করলে প্রাণনাশের হুমকি দেয়।
বিষয়টি নিয়ে পাথরঘাটা থানায় সাধারণ ডায়েরির (জিডি) পাশাপাশি উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ কারণে তিনি।
এ ঘটনার পাথরঘাটা উপজেলা শিক্ষা কর্মকর্তা দীপক কুমার ওই শিক্ষককে শোকজের নোটিশ দেন। শিক্ষককে আগামী ৭ কর্ম দিবসের মধ্যে জবাব দিতে বলা হয়েছে। অন্যথায়, তাঁর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বরাবরে সুপারিশ করা হবে।
পাথরঘাটা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা দীপক কুমার বিশ্বাস জানান, প্রধান শিক্ষক হারুন-অর রশিদকে ইতিমধ্যে শোকজ করে অভিযোগের জবাব চাওয়া হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার অনিয়মের বিষয়ে তদন্ত কমিটি করে অভিযোগের বিষয়ে তদন্ত করা হবে।
বরগুনার পাথরঘাটায় ১৪৩ নম্বর উত্তর মানিকখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হারুন-অর রশিদকে শোকজ করেছেন পাথরঘাটা উপজেলা শিক্ষা কর্মকর্তা। এই শিক্ষকের বিরুদ্ধে এক সাংবাদিককে হুমকি দেওয়ার অভিযোগ রয়েছে। গতকাল মঙ্গলবার তাঁকে শোকজের চিঠি দেওয়া হয়।
আজ বুধবার আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন পাথরঘাটা উপজেলা শিক্ষা কর্মকর্তা দীপক কুমার বিশ্বাস।
এর আগে গত সোমবার রাতে আজকের পত্রিকার অনলাইনে ‘পাথরঘাটায় সাংবাদিককে হুমকি, থানায় জিডি’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে আর টিভির পাথরঘাটা প্রতিনিধি তাওহীদুল ইসলাম শুভ জানান, প্রধান শিক্ষক হারুন-অর রশিদ মাসে দু-এক দিন বিদ্যালয়ে আসেন, তখন হাজিরা খাতায় পুরো মাসের স্বাক্ষর দিয়ে চলে যান। এ ছাড়াও নিয়মিত পাঁচজন শিক্ষক উপস্থিত থাকার কথা থাকলেও ৫ জন বিপরীতে ২ জন পালাক্রমে উপস্থিত থাকেন।
এমন অভিযোগের ভিত্তিতে পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তার অনুমতি নিয়ে গত ৭ অক্টোবর বেলা সাড়ে ১১টায় সরেজমিন গিয়ে সত্যতা পাওয়া পান তিনি। এ বিষয়ে প্রধান শিক্ষক হারুন-অর রশিদের কাছে জানতে চাইলে তিনি তাঁকে বিদ্যালয় থেকে বের হয়ে যাওয়ার হুমকি দেন। না হলে অনুমতি না নেওয়ার কারণে মামলা দেবেন বলেও জানান। ঘটনার পর দিন তাঁকে অকথ্য ভাষায় গালাগালি করে এবং নিউজ করলে প্রাণনাশের হুমকি দেয়।
বিষয়টি নিয়ে পাথরঘাটা থানায় সাধারণ ডায়েরির (জিডি) পাশাপাশি উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ কারণে তিনি।
এ ঘটনার পাথরঘাটা উপজেলা শিক্ষা কর্মকর্তা দীপক কুমার ওই শিক্ষককে শোকজের নোটিশ দেন। শিক্ষককে আগামী ৭ কর্ম দিবসের মধ্যে জবাব দিতে বলা হয়েছে। অন্যথায়, তাঁর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বরাবরে সুপারিশ করা হবে।
পাথরঘাটা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা দীপক কুমার বিশ্বাস জানান, প্রধান শিক্ষক হারুন-অর রশিদকে ইতিমধ্যে শোকজ করে অভিযোগের জবাব চাওয়া হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার অনিয়মের বিষয়ে তদন্ত কমিটি করে অভিযোগের বিষয়ে তদন্ত করা হবে।
নীলফামারীর ডিমলা উপজেলার বাবুরহাট বাজারে নির্মাণকাজ শেষ হওয়ার এক মাস যেতে না যেতেই উঠে যাচ্ছে সড়কের আরসিসি ঢালাই। এ ছাড়া সড়কটির সম্প্রসারণ জয়েন্টগুলোতে আঁকাবাঁকা ফাটল দেখা দিয়েছে। বিষয়টি বুঝতে পেরে সংশ্লিষ্টরা তাড়াহুড়া করে বিটুমিন দিয়ে ফাটল বন্ধের চেষ্টা চালিয়েছেন বলে জানা গেছে।
৩ ঘণ্টা আগেতিন পার্বত্য জেলার মধ্যে আগে থেকেই চিকিৎসাসেবায় পিছিয়ে খাগড়াছড়ি। তার ওপর বছরের পর বছর চিকিৎসক, নার্স, কর্মচারী ও প্রয়োজনীয় যন্ত্রপাতির সংকট থাকায় খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না রোগীরা।
৩ ঘণ্টা আগেনেত্রকোনার দুর্গাপুরে এক কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ফয়সাল আহমেদ ওরফে দুর্জয় (২৪) নামে এক ছাত্রদল নেতাকে আটক করেছে পুলিশ। আটক ফয়সাল আহমেদ ওরফে দুর্জয় দুর্গাপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক। মঙ্গলবার (২৯ এপ্রিল) রাতে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান...
৩ ঘণ্টা আগেরাজধানীর খিলগাঁওয়ে একটি নির্মাণাধীন ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার সন্ধ্যা ৭টায় এ অগ্নিকাণ্ড ঘটে। তবে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যাওয়ার আগেই আগুন নিভে গেছে। এতে কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।
৪ ঘণ্টা আগে