পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি
বরগুনার পাথরঘাটায় ১৪৩ নম্বর উত্তর মানিকখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হারুন-অর রশিদকে শোকজ করেছেন পাথরঘাটা উপজেলা শিক্ষা কর্মকর্তা। এই শিক্ষকের বিরুদ্ধে এক সাংবাদিককে হুমকি দেওয়ার অভিযোগ রয়েছে। গতকাল মঙ্গলবার তাঁকে শোকজের চিঠি দেওয়া হয়।
আজ বুধবার আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন পাথরঘাটা উপজেলা শিক্ষা কর্মকর্তা দীপক কুমার বিশ্বাস।
এর আগে গত সোমবার রাতে আজকের পত্রিকার অনলাইনে ‘পাথরঘাটায় সাংবাদিককে হুমকি, থানায় জিডি’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে আর টিভির পাথরঘাটা প্রতিনিধি তাওহীদুল ইসলাম শুভ জানান, প্রধান শিক্ষক হারুন-অর রশিদ মাসে দু-এক দিন বিদ্যালয়ে আসেন, তখন হাজিরা খাতায় পুরো মাসের স্বাক্ষর দিয়ে চলে যান। এ ছাড়াও নিয়মিত পাঁচজন শিক্ষক উপস্থিত থাকার কথা থাকলেও ৫ জন বিপরীতে ২ জন পালাক্রমে উপস্থিত থাকেন।
এমন অভিযোগের ভিত্তিতে পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তার অনুমতি নিয়ে গত ৭ অক্টোবর বেলা সাড়ে ১১টায় সরেজমিন গিয়ে সত্যতা পাওয়া পান তিনি। এ বিষয়ে প্রধান শিক্ষক হারুন-অর রশিদের কাছে জানতে চাইলে তিনি তাঁকে বিদ্যালয় থেকে বের হয়ে যাওয়ার হুমকি দেন। না হলে অনুমতি না নেওয়ার কারণে মামলা দেবেন বলেও জানান। ঘটনার পর দিন তাঁকে অকথ্য ভাষায় গালাগালি করে এবং নিউজ করলে প্রাণনাশের হুমকি দেয়।
বিষয়টি নিয়ে পাথরঘাটা থানায় সাধারণ ডায়েরির (জিডি) পাশাপাশি উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ কারণে তিনি।
এ ঘটনার পাথরঘাটা উপজেলা শিক্ষা কর্মকর্তা দীপক কুমার ওই শিক্ষককে শোকজের নোটিশ দেন। শিক্ষককে আগামী ৭ কর্ম দিবসের মধ্যে জবাব দিতে বলা হয়েছে। অন্যথায়, তাঁর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বরাবরে সুপারিশ করা হবে।
পাথরঘাটা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা দীপক কুমার বিশ্বাস জানান, প্রধান শিক্ষক হারুন-অর রশিদকে ইতিমধ্যে শোকজ করে অভিযোগের জবাব চাওয়া হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার অনিয়মের বিষয়ে তদন্ত কমিটি করে অভিযোগের বিষয়ে তদন্ত করা হবে।
বরগুনার পাথরঘাটায় ১৪৩ নম্বর উত্তর মানিকখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হারুন-অর রশিদকে শোকজ করেছেন পাথরঘাটা উপজেলা শিক্ষা কর্মকর্তা। এই শিক্ষকের বিরুদ্ধে এক সাংবাদিককে হুমকি দেওয়ার অভিযোগ রয়েছে। গতকাল মঙ্গলবার তাঁকে শোকজের চিঠি দেওয়া হয়।
আজ বুধবার আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন পাথরঘাটা উপজেলা শিক্ষা কর্মকর্তা দীপক কুমার বিশ্বাস।
এর আগে গত সোমবার রাতে আজকের পত্রিকার অনলাইনে ‘পাথরঘাটায় সাংবাদিককে হুমকি, থানায় জিডি’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে আর টিভির পাথরঘাটা প্রতিনিধি তাওহীদুল ইসলাম শুভ জানান, প্রধান শিক্ষক হারুন-অর রশিদ মাসে দু-এক দিন বিদ্যালয়ে আসেন, তখন হাজিরা খাতায় পুরো মাসের স্বাক্ষর দিয়ে চলে যান। এ ছাড়াও নিয়মিত পাঁচজন শিক্ষক উপস্থিত থাকার কথা থাকলেও ৫ জন বিপরীতে ২ জন পালাক্রমে উপস্থিত থাকেন।
এমন অভিযোগের ভিত্তিতে পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তার অনুমতি নিয়ে গত ৭ অক্টোবর বেলা সাড়ে ১১টায় সরেজমিন গিয়ে সত্যতা পাওয়া পান তিনি। এ বিষয়ে প্রধান শিক্ষক হারুন-অর রশিদের কাছে জানতে চাইলে তিনি তাঁকে বিদ্যালয় থেকে বের হয়ে যাওয়ার হুমকি দেন। না হলে অনুমতি না নেওয়ার কারণে মামলা দেবেন বলেও জানান। ঘটনার পর দিন তাঁকে অকথ্য ভাষায় গালাগালি করে এবং নিউজ করলে প্রাণনাশের হুমকি দেয়।
বিষয়টি নিয়ে পাথরঘাটা থানায় সাধারণ ডায়েরির (জিডি) পাশাপাশি উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ কারণে তিনি।
এ ঘটনার পাথরঘাটা উপজেলা শিক্ষা কর্মকর্তা দীপক কুমার ওই শিক্ষককে শোকজের নোটিশ দেন। শিক্ষককে আগামী ৭ কর্ম দিবসের মধ্যে জবাব দিতে বলা হয়েছে। অন্যথায়, তাঁর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বরাবরে সুপারিশ করা হবে।
পাথরঘাটা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা দীপক কুমার বিশ্বাস জানান, প্রধান শিক্ষক হারুন-অর রশিদকে ইতিমধ্যে শোকজ করে অভিযোগের জবাব চাওয়া হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার অনিয়মের বিষয়ে তদন্ত কমিটি করে অভিযোগের বিষয়ে তদন্ত করা হবে।
দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ অধ্যাপক ডা. শেখ সাদেক আলীর বিরুদ্ধে ভিত্তিহীন ও মানহানিকর পোস্টার লাগানো ও অপপ্রচারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা। রোববার দুপুর ১২টার দিকে কলেজ ক্যাম্পাস থেকে মিছিলটি শুরু হয়। কলেজ ক্যাম্পাস ও মহাসড়ক প্রদক্ষিণ শেষে কলেজের প্রশাসনিক...
২২ মিনিট আগেপটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) ঋণ শাখার দুই কর্মকর্তার বিরুদ্ধে ২ কোটি ৬০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, মোটরসাইকেল ও কম্পিউটার ক্রয় ঋণের কিস্তির টাকা ব্যাংকে জমা না দিয়ে ভুয়া স্লিপ দেখিয়ে তাঁরা এ অর্থ আত্মসাৎ করেছেন।
৩২ মিনিট আগেপটুয়াখালীতে এক সাংবাদিককে ‘দেখে নেওয়ার’ হুমকি দিয়েছেন জেলা মহিলা দলের সভানেত্রী ও শেরেবাংলা বালিকা মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি আফরোজা সীমা। হুমকির ওই ভিডিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে।
১ ঘণ্টা আগেরোববার গভীর রাতে সেনাবাহিনীর ক্যাপ্টেন মো. রাহাত খানের নেতৃত্বে পালেরহাট এলাকায় ফরিদ উদ্দিনের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় তাঁর কাছ থেকে একটি একনলা বন্দুক ও নগদ এক লাখ পাঁচ হাজার টাকা উদ্ধার করা হয়। পরে ফরিদের দেওয়া তথ্যে সহযোগী নাঈমের বাড়ির পাশের পুকুর থেকে বিপুল পরিমাণ ইয়াবা, গাঁজা...
২ ঘণ্টা আগে