Ajker Patrika

পিরোজপুরে আ.লীগের ২২৭ জন নেতা–কর্মীর বিরুদ্ধে মামলা 

পিরোজপুর প্রতিনিধি
আপডেট : ২৬ আগস্ট ২০২৪, ২৩: ১৬
পিরোজপুরে আ.লীগের ২২৭ জন নেতা–কর্মীর বিরুদ্ধে মামলা 

পিরোজপুরে বিএনপির কার্যালয় ভাঙচুরের ঘটনায় ৭৭ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। গতকাল রোববার সদর থানায় বিস্ফোরক আইনে মামলাটি দায়ের করেন মো. এনামূল হক মোল্লা নামে এক বিএনপি নেতা। মামলায় অজ্ঞাত আরও ১৫০ জনকে আসামি করা হয়েছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম মামলার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘উপপরিদর্শক (এসআই) মো. মুজাম্মেলকে মামলার তদন্ত কর্মকর্তা হিসেবে নিয়োগ দিয়ে দ্রুততম সময়ের মধ্যে প্রতিবেদন দেওয়ার জন্য বলা হয়েছে।’

আসামিরা হলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি আক্তারুজ্জান ফুলু, সাংগঠনিক সম্পাদক জিয়াউল আহসান গাজী, জেলা ছাত্রলীগের সভাপতি অনিরুজ্জান অনিক ও সাধারণ সম্পাদক ইফতেখার মাহমুদ সজল। একই সঙ্গে জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক শহীদুল হক খান পান্না, সদর উপজেলা চেয়ারম্যান এস এম বায়েজিদ হোসেন, ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম সুমন, মাসুম খান রাজ, শেখ শিহাব উদ্দিন, জেলা ক্রীড়া সংস্থার সেক্রেটারি গোলাম মাওলা নকীব, খান মো. আলাউদ্দিন, শেখ মো. ফিরোজ, ইরতিজা হাসান রাজু, সুমন সিকদার, জিদান আহমেদ জসিম ও শহিদুল ইসলাম প্রমুখ।

মামলার এজাহার সূত্রে জানা যায়, আসামিরা ৪ আগস্ট দুপুরে হাতবোমা ও দেশীয় অস্ত্র নিয়ে শহরের পোস্ট অফিস সড়কে বিএনপির কার্যালয় এলাকায় আতঙ্ক সৃষ্টি করেন। এ সময় আওয়ামী লীগের নেতা–কর্মীদের সঙ্গে শিক্ষার্থীদের পাল্টাপাল্টি ধাওয়ায় শহরে আতঙ্কের সৃষ্টি হয়। আসামিরা বিএনপি কার্যালয় গিয়ে দা, লোহার রড, জিআই পাইপ, হকিস্টিক ও লাঠিসোঁটা দিয়ে তালা ভেঙে ভেতরে প্রবেশ করেন।

ওই সময় আসামিরা কয়েকটি হাতবোমার বিস্ফোরণ ঘটায় বলে এজাহারে উল্লেখ রয়েছে। পরে আসবাব ভেঙে গুঁড়িয়ে দেয়। একই সঙ্গে জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি ও একটি এলইডি টিভি ভেঙে তছনছ করে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

রাখাইনে মানবিক করিডর কি প্রক্সি যুদ্ধের ফাঁদ হবে, ভারত-চীন কীভাবে দেখবে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত