পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি
হঠাৎ গভীর বঙ্গোপসাগরে জেলি ফিশ বেড়ে যাওয়ায় মাছ শিকার বন্ধ করে খালি হাতে ঘাটে ফিরছেন জেলেরা। ফলে জেলে পরিবারগুলোর এবারের ঈদের আনন্দ ভেস্তে যাওয়ার উপক্রম হয়েছে।
গতকাল রোববার জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী সাগর থেকে ফিরে আসা এফবি জাহানারা এবং এফবি মায়ের দোয়া ট্রলারের মাঝিদের বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘কয়েক দিন আগে পাথরঘাটা বিএফডিসি ঘাট থেকে এফবি জাহানারা ও এফবি মায়ের দোয়া ট্রলারটি ১৫ দিনের রসদ সামগ্রী নিয়ে গভীর বঙ্গোপসাগরে মাছ শিকার করতে যায়। কিন্তু জালের প্রচুর জেলি ফিশ উঠতে থাকে। একপর্যায় জেলেদের মাছ ধরা বন্ধ করে জাল ফেলে রেখে খালি হাতে ঘাটে ফিরে আসতে হয়েছে।’
তিনি আরও বলেন, ‘অসংখ্য জেলি ফিশ সাগরে ভেসে বেড়াচ্ছে। জাল ফেললেই লাখ লাখ জেলি ফিশ জালে বেঁধে যায়। যার জন্য জাল ট্রলারে ওঠানো যায় না। জেলেরা এর আগে এত জেলি ফিশ সাগরে দেখেনি।’ এই জেলি ফিশগুলো জেলেদের শরীরে লাগলে চুলকায় এবং ক্ষত হয়ে যায় বলেও জানান তিনি।
জেলি ফিশ এক ধরনের অমেরুদণ্ডী প্রাণী। এদের পৃথিবীর সব মহাসাগরেই দেখা যায়। নামে ‘ফিশ’ হলেও এটি মাছ নয়। এর মেরুদণ্ড নেই। ঘণ্টাকৃতি জেলি সদৃশ প্রাণীটি প্রাণীজগতের নিডারিয়া পর্বের সিফোজোয়া শ্রেণির অন্তর্গত। ছাতার মতো অংশ এবং ঝুলে পড়া কর্ষিকা—এ দুই অংশে প্রাণীটির দেহ গঠিত।
পাথরঘাটা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার আপু আজকের পত্রিকাকে বলেন, ‘জেলি ফিশের ঘটনাটি আমি এরই মধ্যে জেনেছি। এই জেলি ফিশের জন্য বর্তমানে জেলেরা সাগরে যাচ্ছে না।’
দীর্ঘদিন অনাবৃষ্টির কারণে লবণাক্ততা বেড়ে যাওয়ার কারণে জেলি ফিশের আধিক্য বেড়েছে বলে তার ধারণা। বৃষ্টি হলে এগুলো কমে যাবে বলেও জানান তিনি।
হঠাৎ গভীর বঙ্গোপসাগরে জেলি ফিশ বেড়ে যাওয়ায় মাছ শিকার বন্ধ করে খালি হাতে ঘাটে ফিরছেন জেলেরা। ফলে জেলে পরিবারগুলোর এবারের ঈদের আনন্দ ভেস্তে যাওয়ার উপক্রম হয়েছে।
গতকাল রোববার জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী সাগর থেকে ফিরে আসা এফবি জাহানারা এবং এফবি মায়ের দোয়া ট্রলারের মাঝিদের বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘কয়েক দিন আগে পাথরঘাটা বিএফডিসি ঘাট থেকে এফবি জাহানারা ও এফবি মায়ের দোয়া ট্রলারটি ১৫ দিনের রসদ সামগ্রী নিয়ে গভীর বঙ্গোপসাগরে মাছ শিকার করতে যায়। কিন্তু জালের প্রচুর জেলি ফিশ উঠতে থাকে। একপর্যায় জেলেদের মাছ ধরা বন্ধ করে জাল ফেলে রেখে খালি হাতে ঘাটে ফিরে আসতে হয়েছে।’
তিনি আরও বলেন, ‘অসংখ্য জেলি ফিশ সাগরে ভেসে বেড়াচ্ছে। জাল ফেললেই লাখ লাখ জেলি ফিশ জালে বেঁধে যায়। যার জন্য জাল ট্রলারে ওঠানো যায় না। জেলেরা এর আগে এত জেলি ফিশ সাগরে দেখেনি।’ এই জেলি ফিশগুলো জেলেদের শরীরে লাগলে চুলকায় এবং ক্ষত হয়ে যায় বলেও জানান তিনি।
জেলি ফিশ এক ধরনের অমেরুদণ্ডী প্রাণী। এদের পৃথিবীর সব মহাসাগরেই দেখা যায়। নামে ‘ফিশ’ হলেও এটি মাছ নয়। এর মেরুদণ্ড নেই। ঘণ্টাকৃতি জেলি সদৃশ প্রাণীটি প্রাণীজগতের নিডারিয়া পর্বের সিফোজোয়া শ্রেণির অন্তর্গত। ছাতার মতো অংশ এবং ঝুলে পড়া কর্ষিকা—এ দুই অংশে প্রাণীটির দেহ গঠিত।
পাথরঘাটা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার আপু আজকের পত্রিকাকে বলেন, ‘জেলি ফিশের ঘটনাটি আমি এরই মধ্যে জেনেছি। এই জেলি ফিশের জন্য বর্তমানে জেলেরা সাগরে যাচ্ছে না।’
দীর্ঘদিন অনাবৃষ্টির কারণে লবণাক্ততা বেড়ে যাওয়ার কারণে জেলি ফিশের আধিক্য বেড়েছে বলে তার ধারণা। বৃষ্টি হলে এগুলো কমে যাবে বলেও জানান তিনি।
রাজধানীর মৌচাকে সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের পার্কিংয়ে থাকা প্রাইভেট কার থেকে উদ্ধার হওয়া দুই মরদেহের পরিচয় মিলেছে। তাঁদের দুজনের বাড়ি একই এলাকায়।
৮ মিনিট আগেআগামী জাতীয় সংসদ নির্বাচনে তরুণ ভোটারদের জন্য আলাদা বুথ থাকতে পারে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। আজ সোমবার সকালে ঢাকার কেরানীগঞ্জে র্যাব-১০ সদর দপ্তর, কেন্দ্রীয় কারাগার ও তেঘরিয়া উচ্চবিদ্যালয়ের ভোটকেন্দ্র পরিদর্শন শেষে উপদেষ্টা এই তথ্য জানান।
১৯ মিনিট আগেসাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ আবারও পিছিয়েছে। এই নিয়ে ১২০ বারের মতো তারিখ পিছিয়ে নতুন তারিখ ধার্য করা হয়েছে আগামী ১৪ সেপ্টেম্বর। আজ সোমবার (১১ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মিনহাজুর রহমান এই তারিখ ধার্য করেন।
২২ মিনিট আগেমৃত্যুর হাত থেকে বাঁচতে প্রাণপণ চেষ্টা করেছিলেন গণপিটুনির শিকার রূপলাল দাস ও প্রদীপ লাল। দুই হাতজোড় করে ভিড়ের মধ্যে দাঁড়িয়ে বলেছিলেন, ‘আমি চোর না, ডাকাত না।’ তবুও শেষরক্ষা হয়নি রূপলাল দাস ও প্রদীপ লালের। তাঁদের সেই মর্মস্পর্শী আকুতির ভিডিও এখন ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে, যা দেখে অনেকেই..
২২ মিনিট আগে