Ajker Patrika

ইউপি সদস্যের হাত-পা বেঁধে বাড়িতে ডাকাতি, স্বর্ণালংকার ও টাকা লুট

মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি 
আপডেট : ০৪ মে ২০২৫, ১৬: ০৯
পটুয়াখালীর মির্জাগঞ্জে এক ইউপি সদস্যর বাড়িতে ডাকাতি। ছবি: আজকের পত্রিকা
পটুয়াখালীর মির্জাগঞ্জে এক ইউপি সদস্যর বাড়িতে ডাকাতি। ছবি: আজকের পত্রিকা

পটুয়াখালীর মির্জাগঞ্জে এক ইউপি সদস্যের বাড়িতে ডাকাতি হয়েছে। গতকাল শনিবার দিবাগত রাতে উপজেলার মির্জাগঞ্জ ইউনিয়নের আন্দুয়া গ্রামে এ ঘটনা ঘটে। ডাকাতেরা নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে।

ওই ইউপি সদস্যের নাম মো. জাফর সিকদার। তিনি মির্জাগঞ্জ ইউনিয়নের আন্দুয়া গ্রামের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য।

জানতে চাইলে ইউপি সদস্য মো. জাফর সিকদার বলেন, গতকাল দিবাগত রাত ২টার দিকে মুখোশ পরা ৯-১০ ডাকাত দরজা ভেঙে ঘরে প্রবেশ করে। এরপর পরিবারের সবার হাত-পা বেঁধে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ ২ লাখ ৮৫ হাজার টাকা, ৪ ভরি স্বর্ণালংকার ও ৪টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন নিয়ে যায়। প্রায় ৪০ মিনিট ডাকাতি শেষে তারা চলে যায়।

মো. জাফর সিকদার জানান, তাঁর বাবা চার-পাঁচ মাস যাবৎ ক্যানসারে আক্রান্ত। তিনি অসুস্থ অবস্থায় বাড়িতে বিছানায় রয়েছেন। অসুস্থ বাবার জন্য ফ্রিজে রাখা ফলমূলও ডাকাতেরা খেয়ে গেছে।

এ বিষয়ে মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হাওলাদার আজকের পত্রিকাকে বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ভুক্তভোগীরা অভিযোগ দিলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত